তাহিয়া নামের অর্থ কি? | Tahiyah Name Meaning In Bengali

0

তাহিয়া নামের অর্থ কি?

একটি মানব শিশু জন্মের পর আমরা প্রথম যে কাজটি করি সেটি হচ্ছে তার জন্য একটি নাম রাখা। আর এই নাম ধরেই তাকে সারাজীবন ডাকা হবে। আর নামই হচ্ছে ব্যক্তির পরিচয়ের প্রথম ধাপ এবং এরপর থেকে তার অন্যান্য পরিচয় আস্তে আস্তে বিস্তার লাভ করে থাকে। তাই নামের ভূমিকা মানুষের জীবনে মুখ্য। তাই ব্যাক্তির নাম হওয়া উচিত উত্তম ও সুন্দর। আজকে আমরা যেই নামটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তাহিয়া নামের অর্থ কি। তাহিয়া নামটি হয়তো আপনি শুনে থাকবেন। এটি ডাকনাম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। 

আজকের পোস্টটির মাধ্যমে আপনি জানতে পারবেন Tahiya namer ortho ki, তাহিয়া নামের অর্থ কি, তাহিয়া নামটি কি ইসলামিক নাম কিনা, তাহিয়া নামের আরবি অর্থ কি, তাহিয়া নামের বাংলা অর্থ কি, তাহিয়া নামের ইংরেজি অর্থ কি, তাহিয়া নামের সাথে সংযুক্ত আরো কিছু নাম সম্বলিত এই তথ্যবহুল পোস্ট।

আরো দেখুন:

তাহিয়া নামের অর্থ কি ? (Tahiyah namer ortho ki)

তাহিয়া নামের অর্থ কি অর্থ হল উল্লাস, অভিবাদন। আমরা যখন কোন কিছু নিয়ে উল্লাস বা আনন্দ প্রকাশ করে থাকি বা মানুষকে খুশিতে অভিবাদন জানাই তখন সেই অর্থে তাহিয়া শব্দটি ব্যবহার করা হয়ে থাকে।

 তাহিয়া কোন লিঙ্গের নাম?

তাহিয়া হচ্ছে মেয়ে বাবুদের নাম। নকল প্রকার নামেরই একটি লিঙ্গভেদ থাকে যার মাধ্যমে নামটি শুনলেই। বোঝা যায় নামটি ছেলে শিশুদের নাকি মেয়ে শিশুদের।

তাহিয়া নামের উৎপত্তি কোথা থেকে?

তাহিয়া নামের উৎপত্তি আরবি ভাষা থেকে। আরবি ভাষা থেকে আগত এই নামটি খুব সুন্দর সুন্দর কিছু অর্থ দিয়ে থাকে। তাই এই নামটি অনেকের কাছেই প্রিয় ও পছন্দনীয় একটি নাম। 

  • তাহিয়া নামের আরবি বানান কি: তাহিয়া নামের আরবি বানান হলো – الطحية
  • তাহিয়া নামের উর্দু বানান কি: তাহিয়া নামের উর্দু বানান হলো – طہیہ
  • তাহিয়া নামের ইংরেজি বানান কি: তাহিয়া নামের ইংরেজি বানান হলো – Tahiyah
  • তাহিয়া নামের হিন্দি বানান কি: তাহিয়া নামের হিন্দি বানান হলো – ताहिया

তাহিয়া নামের বাংলা অর্থ কি?

তাহিয়া নামের অর্থ কি তাহিয়া নামের বাংলা অর্থ হলো উল্লাস, অভিবাদন। কোন ব্যক্তির হৃদয়ের অন্তরের অন্তস্থল থেকে কোনো আনন্দ প্রকাশ করার যে ভাষা তাকে তাহিয়া শব্দ দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। তারমানে বোঝাই যাচ্ছে যে এই নামটির গুরুত্ব মানুষের জীবনে কতখানি। কারণ মানুষের সবচেয়ে খুশির মুহূর্তটাকে তাহিয়া শব্দ দিয়ে প্রকাশ করা হচ্ছে।

তাহিয়া নামের ইংরেজি অর্থ কি?

অন্য ভাষাভাষী লোকেরা যেন তাহিয়া নামটির অর্থ জানতে পারেন ও বুঝতে পারেনি নাম দ্বারা কি বোঝানো হচ্ছে আর বিশেষ করে ইংরেজী ভাষাভাষী লোকেরা তার জন্য তাহিয়া নামের ইংরেজি অর্থ এখানে দিয়ে দেওয়া হল। তানিয়া নামের ইংরেজি অর্থ হলো Greeting (অভিবাদন) বা Cheering (উল্লাস)। 

তাহিয়া নামের আরবি অর্থ কি ?

পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধশালী ভাষাগুলোর মধ্যে একটি ভাষা হচ্ছে তাহিয়া। এই ভাষাতে পৃথিবীতে মুসলিমরা সবচেয়ে বেশি নাম রেখে থাকেন।  কারণ ইসলামিক নামগুলো আরবি ভাষা থেকেই আগত। আরবি ভাষা থেকে তাহিয়া নামটিও এসেছে। আরবী ভাষায় তাহিয়া নামটির অর্থ হলো অভিবাদন।  

তাহিয়া নামটি কি ইসলামিক?

তাহিয়া আরবি ভাষার একটি নাম। আর এই নামটির অর্থ সুন্দর। মানুষ যখন তার ভেতরের আনন্দকে প্রকাশ করে তখন এটি বোঝানোর জন্য যে শব্দটি ব্যবহার করা হয়ে থাকে তাহিয়া দিয়ে। এটি একটি ইসলামিক ও সুন্দর নাম। তাই আপনি এই নামটি রাখতে পারবেন তাতে কোন সমস্যা নেই। একটি শিশু সন্তান জন্মের পর মুসলিমদের প্রথম যেই কর্তব্য সেটি হচ্ছে তার জন্য এমন নাম রাখা তা উত্তম এবং নবীজি এটার জন্য নির্দেশ দিয়েছেন যে, তোমরা তোমাদের সন্তানদের জন্য উত্তম নাম রাখ।

কারণ এই নাম ধরেই কিয়ামতের দিন তাকে ডাকা হবে। তাই বোঝাই যাচ্ছে যে, একটি নামের গুরুত্ব কতখানি শুধু এই দুনিয়াতেই নয় মৃত্যুর পর ঐ দুনিয়াতেও সমানতালে রয়েছে। 

তাহিয়া নামের সাথে যুক্ত কিছু নাম

তাহিয়া নামের অর্থ কি নামটি কোন ব্যক্তির ডাক নাম। এই নামটির সাথে আরো কিছু নাম যোগ করলে নামটি সম্পূর্ণ হবে। তাই প্রচলিত কিছু নামের তালিকা নিচে উল্লেখ করা হলো।

  • তাহিয়া রাইদা। 
  • তাহিয়া সুলতানা। 
  • তাহিয়া খাতুন। 
  • তাহিয়া রায়। 
  • উম্মে তাহিয়া। 
  • তাহিয়া জাহান। 
  • তাহিয়া শিকদার। 
  • মাইসা তাহিয়া। 
  • তাহিয়া স্নেহা। 
  • তাহিয়া রুহি। 
  • তাহিয়া পারভিন। 
  • তাহিয়া হক। 
  • তাহিয়া নোমান। 

আরো দেখুন:

তাহিয়া নামটি কি জনপ্রিয় ?

তাহিয়া একটি জনপ্রিয় নাম বাংলাদেশের প্রেক্ষাপটে দিন দিন এর জনপ্রিয়তা বাড়ছে। বাংলাদেশ ছাড়াও অন্যান্য মুসলিম দেশগুলোতেও এর জনপ্রিয়তা রয়েছে সমানতালে।

যদিও এই নামের তেমন কোনো গুরুত্বপূর্ণ গুনগ্রাহী ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি কিন্তু হতে পারে আপনার মেয়েই এই নামে গুণান্বিত হয়ে কোন বিখ্যাত ব্যক্তিতে পরিণত হবেন। 

উপসংহার: নাম রাখার পূর্বে যে বিষয়টি সবার আগে খেয়াল রাখা উচিত সেটি হচ্ছে অর্থ। আপনি অন্যান্য বিষয়গুলো না দেখলেও অর্থের গুরুত্ব সম্পর্কে আপনাকে জানতেই হবে। আজকাল প্রযুক্তির কল্যাণে সবকিছু অনেক সহজলভ্য হয়ে গেছে। যে কোন বিষয়ে আমরা অনলাইনের মাধ্যমে জেনে নিতে পারি চট করে। কিন্তু ব্যাপারটা এমন না যে অনলাইনে আপনি সবসময় সঠিক তথ্যটিই পাবেন। এমন অনেক ভুল তথ্যও থাকতে পারে বা কারো দ্বারা ভুল হয়েও যেতে পারে। তাই তার সত্যতা একটু ভালভাবে যাচাই করে তবেই যেকোন নাম রাখার সিদ্ধান্ত নিন।

উপরে আমরা তাহিয়া নামের অর্থ কি (Tahiyah namer ortho ki) এবং তাহিয়া নামের আরও কিছু বিস্তারিত বিষয় আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা অন্য কোন নতুন নাম নিয়ে হাজির হব বা আপনার যদি কোন নামের  সাজেশন থাকে সেটি সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। 

Leave A Reply

Your email address will not be published.