রিয়া নামের অর্থ কি?

0

রিয়া নামের অর্থ কি? | Riya Name Meaning In Bengali

নাম মুসলমদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুন্দর নাম রাখার কথা বলা হয়েছে ইসলামে। কিন্তু মাঝে মাঝে বাবা-মা বা আত্মীস্বজনদের ভুলের কারণে খারাপ নাম রেখে দেন অনেকে সন্তানের। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনাকে নাম রাখার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করতে হবে। কারণ আপনি চাইলেই অনেক নাম রাখতে পারবেন না। ভালো নাম যেমন আছে তেমনি মন্দ নামও রয়েছে।

আমাদের আজকের নাম পর্যালোচনায় রয়েছে রিয়া নামের অর্থ কি। রিয়া নামটির তাৎপর্য নিয়েই আমরা আলোচনা করবো আজ। Riya namer ortho ki, রিয়া নামের অর্থ কি, রিয়া নামের বাংলা বানান কি, রিয়া নামের আরবি বানান কি, রিয়া নামের ইংরেজি বানান কি, রিয়া নামের উর্দু বানান কি, রিয়া নামের আরবি অর্থ কি, রিয়া নামের বাংলা অর্থ কি, রিয়া নামের জনপ্রিয় কেমন, রিয়া নামটি কি ইসলামিক নাম কিনা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবো আজ। শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল। 

আরো দেখুন: সুলতানা নামের অর্থ কি?

রিয়া নামের অর্থ কি? (Riya namer ortho ki)

রিয়া নামের অর্থ কি রিয়া একটি নেতিবাচক শব্দ ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি কোন নাম নয়। কিন্তু অন্য ধর্মের বিশেষ করে হিন্দু ধর্মের লোকেরা তাদের কন্যা সন্তানের নাম রিয়া রেখে থাকেন। রিয়া শব্দের অর্থ হলো লোক দেখানো ইবাদত, লৌকিকতা, লোক দেখানে, প্রদর্শন করা ইত্যাদি‌।

রিয়া নামের উৎপত্তি কোথা থেকে?

Riya রিয়া শব্দটির উৎপত্তি আরবি ভাষা থেকে। পবিত্র কোরআনে আল্লাহ বহুবার মুমিন নারী ও পুরুষদেরকে সাবধান করে এই রিয়া শব্দটি ব্যবহার করেছেন। 

  • রিয়া নামের আরবি বানান কি: রিয়া নামের আরবি বানান হলো – ريا
  • রিয়া নামের উর্দু বানান কি: রিয়া নামের উর্দু বানান হলো – ریا
  • রিয়া নামের ইংরেজি বানান কি: রিয়া নামের ইংরেজি বানান হলো – Riya
  • রিয়া নামের হিন্দি বানান কি: রিয়া নামের হিন্দি বানান হলো – रिया

রিয়া নামের বাংলা অর্থ কি?

রিয়া শব্দটি আরবি একটি নেতিবাচক শব্দ। এই শব্দের বাংলা অর্থ হলো প্রদর্শন করা, লোক দেখানো, লৌকিকতা, লোক দেখানো ইবাদাত। যেই ব্যক্তি লোক দেখানো ইবাবদত করে বা কোন কিছু দেখানোর উদ্দেশ্য করে সৎ নিয়তে করে না তাহলে আমরা বলতে পারি তার হৃদয়ে রিয়া রয়েছে। যা একটি ঘূর্ণিত অপরাধ ইসলামী দৃষ্টিকোণ থেকে।

রিয়া নামের ইংরেজি অর্থ কি?

অন্য অর্থের পাশাপাশি রিয়া শব্দটির ইংরেজি অর্থও নেতিবাচক। রিয়া শব্দটির ইংরেজি অর্থ হলো Worship shown to people (লোক দেখানো ইবাবদত), Showing off (প্রদর্শন) ইত্যাদি।

রিয়া নামের আরবি অর্থ কি?

রিয়া নামটি এসেছে আরবি শব্দ থেকে। আরবি শব্দ রিয়া অর্থ হলো লোক দেখানো ইবাদত, প্রদর্শন করা। কোন কিছু সৎ নিয়তে না করে লোক দেখানোর উদ্দেশ্যে করাকে রিয়া বলে।

রিয়া নামটি কি ইসলামিক?

রিয়া (Riya) শব্দটি ইসলামিক কোন নাম নয়। এটি একটি ইসলামিক দৃষ্টি থেকে নেতিবাচক একটি শব্দ। ইসলামে কখনোই এমন কোন নাম রাখার নির্দেশ দেয়া হয়নি যা আপনার সন্তানের জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। রিয়া অন্তরের একটি ধোঁকা। ব্যক্তি যখন তার অসৎ উদ্দেশ্য নিয়ে কোন কাজ করে থাকে তাকেই লোক দেখানো কাজ বা অন্তরের রিয়া বলে। এই রিয়া ব্যক্তির ঈমান আমলকে নষ্ট করে দেয়।

এটি শুধু ইসলামিক দৃষ্টি থেকেই খারাপ নাম নয় এটি অন্য ধর্মের ব্যক্তির কাছেও খারাপ বিষয়। কিন্তু হিন্দু ধর্মের লোকেরা এই নামটি রেখে থাকেন তাদের মেয়েদের জন্য। সবচেয়ে বেশি হিন্দু ধর্মের মানুষদের মাঝে এই নামটি বেশি শোনা যায়। তাই একজন মুসলিম হিসেবে আপনি কখনোই এই নামটি রাখতে পারবেন না।

রিয়া শব্দ দিয়ে কিছু নাম

রিয়া নামটি ইসলামিক কোন নাম নয়। এই নামটি শুধুমাত্র হিন্দুরাই রেখে থাকেন। এটি মুসলমানদের কোন নাম নয়। নিচে হিন্দুরা কি কি ধরণের নাম রাখেন বিয়া শব্দটি দিয়ে তা উল্লেখ করা হলো। 

  • রিয়া শুক্লা।
  • রিয়া দিবসী। 
  • সানজানা সরকার রিয়া।
  • রিয়া মনি।
  • রিয়া কাপুর।
  • রিয়া চক্রবর্তী। 
  • রিয়া সেন।

আরো দেখুন:

রিয়া নামটি কি জনপ্রিয়

রিয়া নামের অর্থ কি নামটি কি জনপ্রিয় রিয়া নামটি হিন্দুদের মাঝে জনপ্রিয় একটি নাম। বাংলাদেশে হিন্দু পিতা মাতারাও এই নামটি রেখে থাকেন। রিয়া নামটি বাংলাদেশে ও ভারতের হিন্দুদের কাছে জনপ্রিয় একটি নাম।

পরিসমাপ্তি: রিয়া নামের অর্থ কি নামটি একটি নেতিবাচক নাম মুসলিমদের জন্য। তারপরও অনেক পিতা মাতারা এই নামটি তাদের সন্তানের জন্য রেখে থাকেন। তাহলে বুঝুন না জানার কারণে একজন মানুষ এই দুনিয়াতেও খারাপ নাম পেল এবং ঐ দুনিয়াতেও। তাই না রাখার ক্ষেত্রে সচেতনতা খুবই জরুরি একটি বিষয় সকল বাবা মার।

Riya namer ortho ki, রিয়া নামের অর্থ কি, রিয়া নামের বাংলা বানান কি রিয়া নামের আরবি বানান কি, রিয়া নামের ইংরেজি বানান কি, রিয়া নামের উর্দু বানান কি, Riya namer bangla ortho ki, রিয়া নামের আরবি অর্থ কি, রিয়া নামের বাংলা অর্থ কি, রিয়া নামের জনপ্রিয় কেমন, রিয়া নামটি কি ইসলামিক নাম কিনা ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন এই নামটি কতটা খারাপ একজন মুসলিমের জন্য। তাই নাম রাখার পূর্বে অবশ্যই বিজ্ঞ আলেম বা ব্যক্তিকে জিজ্ঞেস করে নিবেন যেন তা আপনার সন্তানের দ্বীন বা দুনিয়ার জন্য অকল্যাণকর না হয়।

 

Leave A Reply

Your email address will not be published.