রিফাত নামের অর্থ কি? | Rifat Name Meaning In Bengali
রিফাত নামের অর্থ কি? | Rifat Name Meaning In Bengali
রিফাত নামের অর্থ কি খুবই পরিচিত ও শ্রুতিমধুর একটি নাম। রিফাত নামটির তুর্কি একটি রূপ রয়েছে। আপনি কি আপনার সদ্যজাত পুত্র সন্তানের জন্য একটি সুন্দর ও ইসলামিক নাম খুঁজছেন? তাহলে আপনি সঠিক জায়গায়, সঠিক সময়ে এসেছেন। রিফাত নামটি খুবই সুন্দর ও ইসলামিক একটি নাম। এই নামটি বাবা মায়ের পছন্দের তালিকায় শীর্ষে।
আমাদের আজকের পোস্টটি সাজানো হয়েছে রিফাত নামের অর্থ কি, Rifat namer ortho ki, রিফাত নামের বাংলা বানান, আরবি বানান, ইংরেজি বানান, বিভিন্ন ভাষায় এই নামটির অর্থও এর ইসলামিক গুরুত্ব ইত্যাদি নিয়ে। আপনি আপনার সন্তানের জন্য কোন নামটি রাখবেন সেটি অবশ্যই আপনার সিদ্ধান্ত কিন্তু সব কিছুরই ভালো খারাপ দুটি দিকই থাকে। সেটা নামের ক্ষেত্রে ও ব্যতিক্রম নয়। তাই নাম রাখার পূর্বে অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে নাম রাখতে হবে।
আরো দেখুন:
রিফাত নামের অর্থ কি? Rifat namer ortho ki
রিফাত নামের অর্থের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো এই নামটি কত সুন্দর অর্থ বহন করে। রিফাত নামের অর্থ হলো উচ্চপদ, খ্যাতি, শ্রেষ্ঠত্ব, উচ্চমর্যাদা, উদারতা, মহত্ব। এক কথায় বলতে গেলে সকল প্রকার ভালো গুণের সমাবেশ ঘটেছে এই নামটিতে।
রিফাত কোন লিঙ্গের নাম?
রিফাত পুরুষ বা ছেলে শিশুদের নাম। এই নামটি মেয়েদের জন্য উপযুক্ত নয়।
রিফাত নামের উৎপত্তি কোথা থেকে?
রিফাত নামটি আরবি ভাষা থেকে এসেছে। আরবি ভাষায় এর অর্থের বেশ চমৎকার। মহৎ ব্যক্তিকে আরবিতে রিফাত বলা হয়।
- রিফাত নামের আরবি বানান কি: রিফাত নামের আরবি বানান হলো – رفعت
- রিফাত নামের উর্দু বানান কি: রিফাত নামের উর্দু বানান হলো – رفعت
- রিফাত নামের ইংরেজি বানান কি: রিফাত নামের ইংরেজি বানান হলো – Rifat
- রিফাত নামের হিন্দি বানান কি: রিফাত নামের হিন্দি বানান হলো – रिफ़ात
রিফাত নামের বাংলা অর্থ কি?
তিন বর্ণ এবং ১ শব্দের এই নামটি বেশ জনপ্রিয় আমাদের দেশে। রিফাত নামটির বাংলা অর্থ হলো উচ্চপদ, মহৎ, শ্রেষ্ঠত্ব, উচ্চমর্যাদা ইত্যাদি। মহৎ বা উচ্চমর্যাদাসম্পন্ন কোন ব্যক্তিকেই রিফাত বলা হয়।
রিফাত নামের ইংরেজি অর্থ কি?
প্রতিটি ভাষার একটি সৌন্দর্য আছে, প্রতিটি নামেরই আলাদা আলাদা অর্থ রয়েছে ভিন্ন ভিন্ন ভাষায়। ইংরেজি ভাষাতেও রিফাত নামের অর্থ রয়েছে। ইংরেজিতে রিফাত নামের অর্থ হলো Generosity (উদারহা), Great (মহৎ). Significance (মহত্ব), High status (উচ্চমর্যাদা) ইত্যাদি।
রিফাত নামের আরবি অর্থ কি?
আরবি ভাষার সৌন্দর্য হলো এর শব্দ, কথা। পৃথিবীর কোন ভাষারই এত সৌন্দর্য নেই যা এই আরবি ভাষাতে রয়েছে। আরবি ভাষায় প্রতিটি নামেরই অসাধারণ অর্থ রয়েছে। তেমনি করে রিফাত নামেরও। রিফাত নামের অর্থ শ্ৰেষ্ঠত্ব, উচ্চমর্যাদা। গুণের দিক দিয়ে যিনি শ্রেষ্ঠ আর মর্যাদায় উচ্চ তাকেই রিফাত বলা হয় আরবিতে।
রিফাত নামটি কি ইসলামিক?
নাম বাছাইয়ের ক্ষেত্রে বা সুন্দর নামের ক্ষেত্রে ইসলাম সেই নীতিমালা দিয়েছে তা খুবই সুন্দর আর স্পষ্ট। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, এখানে কোন কোন কিছুই বাদ পড়ে না ছোট বিষয় হোক বড়। তাইতো নামকে এত গুরুত্ব দেয়া হয়েছে ইসলামে কোন মানুষ জন্মের পর তার পিতা-মাতার দায়িত্ব তার সুন্দর ও কল্যাণকর নাম রাখা। নবীজি সুন্দর নাম রাখতে নির্দেশ দিয়েছেন রিফাত নামটির অর্থের দিকে লক্ষ্য করলে দেখবেন নামটি কতই না সুন্দর। নামটির মাঝে সকল প্রকার গুণের সমাবেশ ঘটেছে। তাই নামটির মর্যাদা ও গুরুতও খুব বেশি। তাই আপনি যদি আপনার সন্তানের জন্য ভালো নাম রাখতে চান তাহলে রিফাত নামটি পছন্দের তালিকায় রাখতে পারেন। কিন্তু যে কোন নাম রাখার পূর্বে অবশ্যই বিজ্ঞ আলেমকে জিজ্ঞেস করে নেয়া উচিত।
রিফাত শব্দ দিয়ে কিছু নাম
ডাক নামের পাশাপাশি মানুষের আরো কিছু নাম থাকে। তার তা মিলে একটি সম্পূর্ণ নাম হয়। তাই আপনাদের সুবিধার্তে আমি একটি নামের তালিকা দিলাম যেখান থেকে আপনারা বাছাই করে আপনার সন্তানের জন্য সুন্দর একটি নাম রাখতে পারেন।
- রিফাত তালুকদার।
- রিফাত মজুমদার।
- রিফাত শিকদার।
- রিফাত রায়হান।
- রিফাত সরকার।
- রিফাত ভূঁইয়া।
- রিফাত চৌধুরী।
- রিফাত ইসলাম।
- রিফাত উদ্দিন।
- রিফাত ইসলাম নাঈম।
- মোহাম্মদ ইলিয়াস উর রহমান রিফাত।
- আয়েশা হক রিফাত।
- রিফাত খান।
- আহমদ বিন রিফাত।
- আকরামুল ইসলাম রিফাত।
- রিফাত আহমদ।
- আহসানুল করিম রিফাত।
- রিফাত ফরাজী।
আরো দেখুন:
রিফাত নামটি কি জনপ্রিয়?
রিফাত নামের কোন জনপ্রিয় ব্যক্তিত্ব আপাতত খুঁজে পাওয়া যায়নি। কিন্তু হয়তো একদিন আপনার সন্তানই হয়ে উঠতে পারে বিখ্যাত কোন ব্যক্তি তার গুণের ও কাজের মাধ্যমে।
রিফাত নামটি বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরো কিছু মুসলিম দেশে বেশ জনপ্রিয়। তন্মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে পাকিস্তান, ইন্দোনেশিয়া ইত্যাদি।
পরিসমাপ্তি: সমাপ্তিলগ্নে এই কথাটিই বলবো নাম খুবই গুরুত্বপূর্ণ বিষয় ব্যক্তির জীবনে। তাই নাম নিয়ে কোন অবহেলা করা উচিত নয়। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে তো আপনাকে আরো বেশি গুরুত্ব দিতে হবে। তাই সন্তানের সুন্দর নাম রাখার ক্ষেত্রে প্রতিটি বাবা-মাকেই দায়িত্ববান হতে হবে। নাম রাখার পূর্বে জেনে শুনে নাম রাখতে হবে।
আজকের পোস্টে আমি কভার করার চেষ্টা করেছি রিফাত নামের অর্থ কি, Rifat namer ortho ki, রিফাত নামটি কি ইসলামিক নাম কিনা, রিফাত নামের বানান বিভিন্ন ভাষায়, রিফাত নামে বাংলা, আরবি, ইংরেজি অর্থসহ আরো কিছু বিষয়। পরবর্তীতে কোন প্রশ্ন থাকলে আপনি আমাদের কমেন্টবকে জানাতে পারেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য।