রানা নামের অর্থ কি ? | Rana Name Meaning In Bengali

0
Rate this post

রানা নামের অর্থ কি?

নাম ব্যক্তির পরিচয় মানুষের সামনে তুলে ধরে। সারা বিশ্বের সকল মানুষের কোন না কোন নাম রয়েছে। কিন্তু দেখে নেওয়া উচিত নামটির অর্থ কি, তার কোনো গুরুত্ব রয়েছে কিনা, সেই ব্যাপার গুলো ভালভাবে জেনে নাম রাখা উচিত। আজকে আমরা যেই নামটা নিয়ে কথা বলে সেটি হচ্ছে “রানা”। রানা নামের অর্থ কি অর্থ হচ্ছে স্লীম, সুন্দর। একজন ব্যক্তির যদি নাম সুন্দর থাকে তাহলে তা ব্যক্তিকে আত্মবিশ্বাসী করে তোলে। নাম মানুষকে বড় করে না নামকেই মানুষ বড় করে তোলে। কিন্তু একটি নামের প্রভাব ব্যক্তির জীবনে সব সময় থাকে তা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে। প্রতিটি পিতামাতার উচিত তাদের সন্তানের জন্য উত্তম নাম নির্বাচন করা।

আজকের পোস্টটির মাধ্যমে আপনি জানতে পারবেন  Rana namer ortho ki, রানা নামের অর্থ কি, রানা নামটি কি ইসলামিক নাম কিনা, রানা নামের আরবি অর্থ কি, রানা নামের বাংলা অর্থ কি, রানা নামের ইংরেজি অর্থ কি, রানা নামের সাথে সংযুক্ত আরো কিছু নাম সম্বলিত এই তথ্যবহুল পোস্ট।

আরো দেখুন: রানা নামের অর্থ কি?

রানা নামের অর্থ কি? (Rana namer ortho ki)

রানা নামের অর্থ কি অর্থ সুন্দর স্লীম, টকটকে, লম্বা ইত্যাদি। নামের অর্থের দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে, সুন্দর ও লম্বা ছেলেদেরকেই রানা বলা হয়ে থাকে।

রানা কোন লিঙ্গের নাম?

রানা ছেলে শিশুদের একটি জনপ্রিয় নাম বাংলাদেশে এবং অন্যান্য মুসলিম দেশে। এই নামটি আপনি মেয়ে শিশুদের ক্ষেত্রে রাখতে পারবেন না।

রানা নামের উৎপত্তি কোথা থেকে ?

রানা নামটির উৎপত্তি হয়েছে আরবি ভাষা থেকে। আরবি ভাষায় যে কোন নামের অর্থগুলো সাধারণত হয়ে থাকে সুন্দর এবং মুসলিমদের কাছে তা হয়ে থাকে বেশ জনপ্রিয়। আরবি ভাষার নামের অর্থগুলো খুবই গুরুত্বপূর্ণ ও অর্থবহ হয়ে থাকে।

  • রানা নামের আরবি বানান কি: রানা নামের আরবি বানান হলো – राना
  • রানা নামের উর্দু বানান কি: রানা নামের উর্দু বানান হলো – رانا
  • রানা নামের ইংরেজি বানান কি: রানা নামের ইংরেজি বানান হলো – Rana
  • রানা নামের হিন্দি বানান কি: রানা নামের হিন্দি বানান হলো – राना

রানা নামের বাংলা অর্থ কি ?

রানা নামের অর্থ কি নামটি ডাক নাম হিসেবে বাঙালিদের কাছে বেশ পরিচিত একটি নাম। এই নামটি বাঙালিরা তাদের সন্তানদের জন্য রেখে থাকেন। এর কারণ হচ্ছে এর অর্থ। এর অর্থের দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে আকর্ষণীয় ও সুন্দর ছেলেদেরকেই রানা বলা হয়ে থাকে। 

রানা নামের ইংরেজি অর্থ কি?

অন্য ভাষাভাষী লোকেরা যেন  রানা নামের অর্থ বুঝতে পারেন সেজন্য রানা নামের ইংরেজি অর্থ তুলে ধরা হলো এখানে। যদি ভিন্ন ভাষায় একটি নামের অর্থ থাকে তাহলে ঐ ভাষার লোকদের জন্য তা বোঝা সহজ হয়ে যায়। রানা নামের ইংরেজি অর্থ হল Beautiful (সুন্দর), Fit (স্লীম) ইত্যাদি।

 রানা নামের আরবি অর্থ কি?

Rana রানা নামটি এসেছে আরবি ভাষা থেকে। তাই অবশ্যই এর আরবি অর্থ থাকবে। রানা নামের আরবি অর্থ হল সুন্দর, আকর্ষনীয় ইত্যাদি।  একটি ব্যক্তির জন্য এমন নামই রাখা হয় যা ব্যক্তির সাথে যায় যেমন: ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য, আচার-আচরণ ও বংশপরিচয় ইত্যাদি। 

রানা নামটি কি ইসলামিক ?

রানা একটি ইসলামিক নাম। আপনি রানা নামটি আপনার শিশুপুত্রের জন্য রাখতে পারবেন নিশ্চিন্তে এতে কোনো ধরনের সমস্যা নেই। তাই সুন্দর নাম হিসেবে আপনি এই নামটি আপনার সন্তানের জন্য রাখতে পারেন। একজন মুসলিম হিসেবে প্রতিটি মুসলমানের দায়িত্ব তার সন্তানের জন্য উত্তম নাম বাছাই করা। কিন্তু আমাদের সমাজে একটি প্রচলন রয়েছে যে, কেউ কোন কোরআনিক নাম দেখলেই সেটি তার সন্তানের জন্য রেখে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু কোরআনের নাম মানেই যে সেটি ভালো হবে এরকম কিন্তু নয়।

কোরআনে যেমন ভালো নামের উল্লেখ রয়েছে তেমনি খারাপ নামেরও রয়েছে। কোরআনে যেমন নবীজির নাম রয়েছে আর তেমনি আবু লাহাব, ফেরাউনের নামও রয়েছে। তার মানে এই নয় যে আপনি ফেরাউনের নাম আপনার সন্তানের জন্য রেখে দিবেন। নাম রাখার পূর্বে অবশ্যই যাচাই বাছাই করুন এবং তার অর্থ সম্পর্কে ভালোভাবে জেনে নিন। আর যদি আপনি নামের ব্যাপারে ততটা অভিজ্ঞ না হয়ে থাকেন তাহলে অভিজ্ঞ কোনো ব্যক্তি যেমন মসজিদের ইমামকে এই বিষয়ে জিজ্ঞাসা করুন। আশা করি আপনি সদুত্তর পাবেন। 

রানা নামের সাথে যুক্ত কিছু নাম

রানা নামের অর্থ কি নামটি কোন ব্যক্তির ডাক নাম। এই নামটির সাথে আরো কিছু নাম যোগ করলে নামটি সম্পূর্ণ হবে। তাই প্রচলিত কিছু নামের তালিকা নিচে উল্লেখ করা হলো।

  • তুহিন ইসলাম।
  • রানা হক।
  • রানা আহমেদ।
  • রানা শাহ।
  • রানা শেখ।
  • রানা রহমান।
  • রানা নিজামী।
  • রানা আজম। 
  • রানা চৌধুরি।
  • রানা মালিক।
  • শাহরিয়ার রানা।
  • রানা হোসেন।
  • সাইফ রানা।
  • সামির রানা।
  • রানা খান।
  • তৌসিফ রানা।
  • রানা ইমাম।

আরো দেখুন:

রানা নামটি কি জনপ্রিয়

রানা নামের অনেক প্রতিভাবান মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছেন সারাবিশ্বে। কিন্তু বিশেষ করে উল্লেখ করার মতো কাউকে পাওয়া যায়নি।  

রানা নামটি যেহেতু ইসলামিক একটি নাম তাই এটি মুসলিমদের মাঝে জনপ্রিয় এবং বিভিন্ন মুসলিম অধ্যুষিত দেশে ছেলে শিশুদের এই নাম অনেক রাখা হয় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় বেশি হলো, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার ও সৌদি আরবে।

পরিশেষে: আমরা রানা নামের অর্থ কি (Rana namer ortho ki), রানা নামের বিভিন্ন ভাষায় এর অর্থ, রানা দিয়ে বিভিন্ন নাম এবং এর জনপ্রিয়তার বিষয়টি রানা করেছি। তাই সবগুলো তথ্য পেতে এই আর্টিকেলটি ভালোভাবে পড়ুন এবং আমাদের ওয়েব সাইটটি ভিজিট করুন আরো বিভিন্ন ধরণের নামের অর্থ পেতে।

Leave A Reply

Your email address will not be published.