অপটিক্যাল ফাইবার কি?

0

অপটিক্যাল ফাইবার কি? | অপটিক্যাল ফাইবার কাকে বলে?

অপটিক্যাল ফাইবার এর কথা আমরা প্রায় অনেকেই জানি কিংবা শুনেছি। কিন্তু অপটিক্যাল ফাইবার মূলত কি বা কেনো ব্যবহার করা হয় তা আমরা অনেকেই খুব বেশি তা কিন্তু নয়। কিন্তু এই অপটিক্যাল ফাইবার এর ব্যবহার ব্যাপক। টেলিযোগাযোগের জন্য অপটিক্যাল ফাইবার বেশ ব্যবহিত হয়ে থাকে। আজকের আর্টিকেলটি অপটিক্যাল ফাইবার নিয়ে। জানবো, অপটিক্যাল ফাইবার কি বা এর বিশেষত্বই বা কি। চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক।

অপটিক্যাল ফাইবার কি? 

অপটিক্যাল ফাইবার কোনো জটিল কিছু নয়। এটি এক ধরণের পাতলা স্বচ্ছ তন্তু বিশেষ। অপটিক্যাল ফাইবার টি মূলত সিলিকা কিংবা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়। যা সাধারণত আলো পরিবহণ, তথ্য পরিবহণে ব্যবহার করা হয়। অর্থাৎ, টেলিযোগাযোগের ক্ষেত্রে এর ব্যবহার বিপুল। 

বলা হয়ে থাকে, জ্যাকসিন বেবিনেট এবং ডেনিয়েল কোলাডন ১৮৪০ সালে প্যারিসে আলো পরিবহণ করা যায় এমন ধারণা সর্ব প্রথম আবিষ্কার করেন। সেই থেকে শুরু হয় বিভিন্ন গবেষণা এবং সফল হয় টিন্ডাল, জন লজি বেয়ার্ড সহ আরো অনেকেই। অপটিক্যাল ফাইবার কি তা জানার পর এবার আসি, অপটিক্যাল ফাইবার কাকে বলে সে আলোচনায়। 

অপটিক্যাল ফাইবার কাকে বলে? 

ডাটা ট্রান্সমিশন, টেলিযোগাযোগ কিংবা আলো পরিবহণের জন্য সিলিকা কিংবা প্লাস্টিক দিয়ে তৈরি পাতলা স্বচ্ছ তন্তু বিশেষ কে অপটিক্যাল ফাইবার বলে। অপটিক্যাল ফাইবার দেখতে মানুষের চুলের মত হলেও চুল থেকে বেশ কিছুটা পুরু ব্যাসের হয়ে থাকে এই অপটিক্যাল ফাইবার। আর এই ব্যাস সাধারণত ১০ থেকে ১০০ µm (মাইক্রোমিটার) হয়। অপটিক্যাল ফাইবার তিনটি অংশে বিভক্ত থাকে। যেমনঃ কোর, ক্ল্যাডিং এবং প্লাস্টিক জ্যাকেট। 

অপটিক্যাল ফাইবার এর কেন্দ্রের অংশই হচ্ছে কোর। কোর অংশটি পাতলা কাঁচ দিয়ে তৈরি করা হয়। এই কোরের চারপাশে যে আবরণ টি থাকে তাকে বলা হয় ক্ল্যাডিং। আর এই ক্ল্যাডিং এর আবরণ হিসেবে থাকে প্লাস্টিক জ্যাকেট। 

এবার বুঝলেন তো অপটিক্যাল ফাইবার টা মূলত কি বা কেনো ব্যবহার করা হয়। তাহলে চলুন এবার জেনে নেই অপটিক্যাল ফাইবার এর প্রকারভেদ নিয়ে। 

আর ও পড়ুন:

অপটিক্যাল ফাইবার কত প্রকার? 

অপ্টিক্যাল ফাইবার কে বিভিন্ন ভাগে ভাগ করা যায় বা হয়েছে। যেমনঃ 

>> অপটিক্যাল ফাইবার তৈরির উপাদান এর উপর ভিত্তি করে ২ ভাগে ভাগ করা হয়েছে। সেগুলোঃ 

  •  গ্লাস ফাইবারঃ এটি অত্যান্ত সূক্ষ কাঁচ দিয়ে তৈরি করা হয়। 
  • প্লাস্টিক অপটিক্যাল ফাইবারঃ এটি মূলত Polymethylmethacrylate উপাদান দিয়ে তৈরি করা হয়। 

>> প্রতিসরণ সূচক এর উপর ভিত্তি করেও ২ ভাগে ভাগ করা হয়েছে এই অপটিক্যাল ফাইবার। সেগুলোঃ 

  • মোনো মুড (Mono mode) অপটিক্যাল ফাইবারঃ এই ফাইবারের কোর অংশ সব সময় সরু থাকে। এর ব্যাস ৫ µm কিংবা এর কম হয়ে থাকে এবং এর ক্ল্যাডিং বলা চলে, বেশ বড় হয়। 
  • মাল্টি মুড (Multi-mode) অপটিক্যাল ফাইবারঃ এই ফাইবারে সাধারণত দুইটি সেগমেন্ট মুড অপটিক্যাল ফাইবার থাকে। যেমনঃ (০১) স্টেপ ইনডেক্স এবং (০২) গ্রেডেড ইনডেক্স। এই দুইটি সেগমেন্ট নিয়েই এই মাল্টি মুড অপটিক্যাল ফাইবার। 

>> আলোর বিচ্ছুরণ এর উপর ভিত্তি করে এখানেও অপটিক্যাল ফাইবার কে দুই ভাগে ভাগ করা হয়েছে। সেগুলোঃ 

  • সিঙ্গেল মুড ফাইবারঃ যেখানে দীর্ঘ দূরত্ব আছে সেখানে সংকেত পাঠানোর জন্য মূলত এই ফাইবার ব্যবহার করা হয়। 
  • মাল্টি-মুড ফাইবারঃ এই ফাইবারটি সাধারণত স্বপ্ল দূরত্বের সংকেত এর জন্য ব্যবহার করা হয়। 

এই হলো অপটিক্যাল ফাইবার এর প্রকারভেদ। বিভিন্ন কাজ অনুযায়ী এই অপটিক্যাল ফাইবার বিভিন্ন যায়গায় ব্যবহার করা হয়। 

এবার চলুন জেনে নেই, স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার এর মধ্যে পার্থক্য সম্পর্কে। 

স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার এর মধ্যে পার্থক্য

স্যাটালাইট  অপটিক্যাল ফাইবার 
প্রাকৃতিক বিপর্যয় কিংবা দুর্যোগের সময় স্যাটালাইট এর সিগন্যাল পেতে সমস্যা হয় অনেক সময়।  অন্যদিকে, এ ধরণের সমস্যা অপটিক্যাল ফাইবার এর ক্ষেত্রে হয় না। 
স্যাটালাইট হচ্ছে তার বিহীন যোগাযোগ মাধ্যম।  অপটিক্যাল ফাইবার তার যুক্ত যোগাযোগ মাধ্যম। 
স্যাটালাইট ধীর গতি সম্পন্ন হয়ে থাকে।  অপটিক্যাল ফাইবার দ্রুত গতি সম্পন্ন হয়ে থাকে। 
মাইক্রোওয়েব তরঙ্গের মাধ্যমে স্যাটালাইট তথ্যপ্রেরণ করে।  আলো কিংবা সংকেত ব্যবহার করার মাধ্যমে অপটিক্যাল ফাইবার তথ্যপ্রেরণ করে। 
স্যাটালাইট সাধারণত মহাশূন্যে অবস্থান করে।  এদিকে, সমুদ্রে পৃষ্ঠে অবস্থান করে অপটিক্যাল ফাইবার। 

 

এগুলোর মাধ্যমেই পার্থক্য করা যায় স্যাটালাইট এবং অপটিক্যাল ফাইবার এর মাধ্যমে। এবার চলুন জেনে নেই, বাংলাদেশে অপটিক্যাল ফাইবার জয়েন্ট মেশিন এর দাম সম্পর্কে। 

অপটিক্যাল ফাইবার জয়েন্ট মেশিন এর দাম

ব্যবহার এবং কার্যকারী ক্ষমতার উপর নির্ভর করে অপটিক্যাল ফাইবার জয়েন্ট মেশিন এর দাম। চলুন দাম গুলো সম্পর্কে ধারণা নেয়া যাক। 

অপটিক্যাল ফাইবার জয়েন্ট মেশিন এর নাম  দাম (টাকা) 
Inno View3 Touch Screen Fusion Splicer Machine ২,২০,০০০
Fiber Cleaver FC-6S Optical Splicer Mahine ১২,০০০ 
AC-Net F-90X Splicer Machine ১,১৫,০০০
Fully Automatic DVP-760 Light Weight Splicer Machine ১,০০,৫০০
AI-9 Optical Fiber Fusion Splicer Machine ৯৫,০০০ 
Electrode for Signal Fire Ai-7C / Ai-8C / Ai-9 ৬,০০০ 
Splicer Machine dvp ৭৬০ lightweight 500g Altitude UsB ৯৯,০০০ 
AC NET F ৯০ X OPTICAL FIBRE SPLICER MACHINE ১,১৮,০০০ 
AC-Net F-90X Optical Fiber Splicer Machine ১,১৪,০০০ 
Shinho X-900 Fiber Splicer Auto-Adaptive Machine  ১,২৫,০০০ 
Optical Fiber Cleaver for AI-8C / AI-9 Cutter ১১,৫০০ 
AI-8C FTTH Fiber Optic Splicing Machine ৯২,০০০ 

 

অপটিক্যাল ফাইবার প্রশ্ন উত্তর

(০১) অপটিক্যাল ফাইবার কি দিয়ে তৈরি?

উত্তরঃ সিলিকা এবং প্লাস্টিক। 

(০২) অপটিক্যাল ফাইবার কেনো ব্যবহার করা হয়?

উত্তরঃ টেলিযোগাযোগ এর জন্য।

(০৩) অপটিক্যাল ফাইবার মূলত কি করে? 

উত্তরঃ সংকেত এর মাধ্যমে তথ্য প্রেরণ করে। 

>>> সর্বশেষে বলা যায়,অপটিক্যাল ফাইবার কি আছে বলেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সংকেত এর মাধ্যমে তথ্য প্রেরণ করা যায়। অপটিক্যাল ফাইবার সমুদ্রে পৃষ্ঠে অবস্থান করে তার কার্য সম্পাদন করে। তাই বলাই যায়, অপটিক্যাল ফাইবার এর প্রয়োজনীয়তা অপরিহার্য। 

Leave A Reply

Your email address will not be published.