ঐশী নামের অর্থ কি?

0

ঐশী নামের অর্থ কি? | Oishi Name Meaning In Bengali

মহান রবের এক ঐশী, Oishi বাণী হচ্ছে পবিত্র কোরআন। পবিত্র কোরআণ হচ্ছে আসমানি কিতাব বা আল্লাহর এক ঐশীবাণী। এই ৰাণী আল্লাহ মানুষের হেদায়তের জন্য প্রেরণ করেছেন যা তার নিজের কথা। এই ঐশীবাণী তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর উপরে নাজিল করেছেন যাতে যুগে যুগে, কালে কালে মানুষ পথ ভুলে গেলে সঠিক পথের দিশা পেতে পারে।

মহান রব থেকে দূরে সরে গেলে বা শয়তানের প্ররোচনায় পরলে আবার ফেরত আসতে পারে সেই জন্যই এই বাণী। এই কোরআণকে বলা হয় জীবন ব্যবস্থা তার মানে আপনি জীবনের যাই করুন না কেন বা যেই সমস্যাতেই পড়ুন না কেন তার সকল সমাধান এই কোরআনেই পাবেন। আজ এই ঐশী নামের অর্থ কি নিয়েই আমরা কথা বলবো।

আর্টিকেলটিতে যা যা থাকছে আপনার জন্য ঐশী নামের অর্থ কি, Oishi namer ortho ki, ঐশীনামটি কি ইসলামিক নাম কিনা, ঐশী নামের আরবি বানান, ঐশীনামের বাংলা বানান, ঐশীনামের ইংরেজি বানান ও অর্থ, ঐশী নামের সাথে সংযুক্ত কিছু নাম ইত্যাদি বিষয়গুলো নিয়েই। দেরি না করে চলুন শুরু করে দেয়া যাক।

আরো দেখুন: সুলতানা নামের অর্থ কি?

ঐশী নামের অর্থ কি? (Oishi namer ortho ki)  

ঐশী নামের অর্থ কি অর্থ ঐশ্বরিক বা ঈশ্বর হতে প্রাপ্ত। মহান রবের বাণী কোরআন আর একেই বলা হয় ঐশ্বরিক বাণীকারণ এটি আসমান থেকে নাযিল হয়েছে যা মানুষের ভাষা নয়।

ঐশী কোন লিঙ্গের নাম?

ঐশী হচ্ছে বাংলাদেশে প্রচলিত একটি মেয়েদের নাম। বাংলাদেশের বাবা – মায়ের কাছে অনেক সুন্দর ও ভালো লাগার একটি নাম এই ঐশী। আর এটি তারা তাদের মেয়েদের জন্যই রেখে থাকেন। এটি ছেলেদের নাম নয়।

ঐশী নামের উৎপত্তি কোথা থেকে?

যেহেতু ঐশী শব্দটি কোরআনে জন্য প্রযোজ্য তার মানে এটি একটি কোরআনিক ভাষার শব্দ বা আরবি ভাষার শব্দ। কারণ আমরা জানি কোরআনের ভাষা আরবি ভাষা যা একটি সমৃদ্ধশালী ভাষা সকল প্রকার ভাষা থেকে।

  • ঐশী নামের আরবি বানান কি: ঐশী নামের আরবি বানান হলো – أويشي
  • ঐশী নামের উর্দু বানান কি: এশী নামের উর্দু বানান হলো – اوشی
  • ঐশী নামের ইংরেজি বানান কি: এশী নামের ইংরেজি বানান হলো – Oishi
  • ঐশী নামের হিন্দি বানান কি: ঐশী নামের হিন্দি বানান হলো – ओशि

ঐশী নামের বাংলা অর্থ কি?

আল্লাহর বাণীকে ঐশীবাণী বলা হয়। আর ঐশী শব্দের অর্থ হলো ঈশ্বর হতে প্রাপ্ত বা ঐশ্বরিক। যা আল্লাহর কাছ থেকে আছে তাকেই ঐশুরকি বলা হয়ে থাকে।

ঐশী নামের ইংরেজি অর্থ কি?

ঐশী শব্দটির সাথে সকল ভাষার লোকেরাই পরিচিত কারণ কোরআন শুধু এক জাতির জন্য প্রেরণ হয়নি সারা বিশ্বের সকল মানুষ আর সকল জাতির জন্যই এই ভাষা প্রেরণ করা হয়েছে। তাই এই ঐশী নামের অর্থ ইংরেজিতেও রয়েছে। ইংরেজি ঐশী নামের অর্থ হলো Divine (ঐশ্বরিক), Received from God (ঈশ্বর হতে প্রাপ্ত) ইত্যাদি।

ঐশী নামের আরবি অর্থ কি?

আরবেই কোরআন নাযিল হয়েছে আর তাদের কাছেই সবচেয়ে বেশি পরিচিত এই এশী শব্দটি আসলে এটি না বলে বলা উচিত সারা বিশ্বের মুসলিমদের কাছেই ঐশী শব্দটি পরিচিত। ঐশী নামের আরবি অর্থ ঐশ্বরিক বা ঈশ্বর হতে প্রাপ্ত। আসমান থেকে মহান রবের কাছে যে বাণী আসে তাকে ঐশীবাণীবা ঐশী বলা হয়।

ঐশা নামটি কি ইসলামিক?

 ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে আপনি সকল কিছুর সমাধান পেয়ে যাবেন সেটা যে কোন সমস্যাই হোক না কেন। আর কোরস্তান এমন এক বাণী যাতে কোন ভুল নেই পৃথিবীর ইতিহাসে যত বইই এসেছে সকল বইতেই কিছু না কিছু ভুল থেকেই যায় কিন্তু কোরআন তো মহান আল্লাহর বাণী এটিতো মানুষের লেখা কোন বই নয় তাই এতে দল থাকার বা হওয়ার কোন প্রশ্নই আসে না কারন মহান রব সকল ভুলে উর্ধ্বে তিনিই ভুলের পৃষ্টা তারা দ্বারা ভুল করা সম্ভব নয়।

উপরের আলোচনা থেকে আপনি বুঝতেই পারছেন যে এশী নামটি ন্দর অর্থ সম্পন্ন একটি ইসলামিক নাম কারণ এই নামটির সাথে সরাসরি কোরমানই জড়িত। তাই এই নামটি আপনি আপনার কন্যা সন্তানের জন্য রাখতে পারেন।

ঐশী শব্দ দিয়ে কিছু নাম

ঐশী নামটিতো মানুষ ডাক নাম হিসেবে ব্যবহার করে থাকেন। কিন্তু সাথে তো আরো কিছু নাম যোগ করতে হয়। কি কি নাম ঐশীনামটির সাথে আপনি যোগ করতে পারবেন তার একটি তালিকা দেয়া হলো।

  • উম্মে আক্তার ঐশী। 
  • ঐশী নাওয়ার। 
  • ঐশী মাহতাব। 
  • ঐশী শেষ। 
  • ঐশী আলী। 
  • ঐশী সরকার। 
  • ঐশী রহমান। 
  • ঐশী চৌধুরী। 
  • ঐশী হাসান। 
  • ঐশী আলম। 
  • আফিয়া ঐশী। 
  • মাইশা ঐশী। 
  • ঐশী আফসানা। 
  • ঐশী মেহজাবিন।
  • ঝুমুর ঐশী। 
  • ঐশী নিহাদ। 

আরো দেখুন:

ঐশী নামটি কি জনপ্রিয়?

ঐশীনামটি সারাবিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিমের কাছে জনপ্রিয় একটি নাম। সারাবিশ্বের সকল মুসলিমগণই নামটি তাদের কন্যা সন্তানের জন্য পছন্দ করে থাকেন। নামটি বাংলাদেশে পছন্দের শীর্ষে রয়েছে।

বাংলাদেশ ছাড়াও বিশ্বের অনান্য মুসলিম দেশ যেমন পাকিস্তান, ইন্দোনেশিয়া, সেদি আরব ও আরো কিছু মুসলিম দেশে এটি জনপ্রিয় একটি নাম।

পরিসমাপ্তি: নাম দিয়ে হয়তো কখনোই ব্যক্তির চরিত্রকে আইডিণ্টিফাই করা সম্ভব নয় কিন্তু সুন্দর নামের প্রভাব কিছুটা হলেও ব্যক্তির জীবনে পরে। তার এক্ষেত্রে এই ঐশী নামটি অসাধারণ একটি নাম হতে পারে আপনার শিশুটির জন্য।

উপরে আমরা আলোচনা করার চেষ্টা করেছি Oishi namer ortho ki, ঐশী নামের অর্থ কি, ঐশী নামটি কি ইসলামিক নাম কিনা, ঐশী নামের আরবি বানান ঐশী নামের বাংলা বানান, এশীনামের ইংরেজি বানান ও অর্থ, ঐশী নামের সাথে যুক্ত কিছু নাম ইত্যাদি বিষয়গুলো নিয়েই। শেষ পর্যন্ত পোস্টটি পরে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Leave A Reply

Your email address will not be published.