জান্নাত নামের অর্থ কি? | Jannat Name Meaning In Bengali

0
Rate this post

জান্নাত নামের অর্থ কি?

কিছু নাম এমন থাকে যা মানুষকে তার জীবনের উদ্দেশ্য কি তা স্মরণ করিয়ে দেয় বারবার। যা শুনলে নিজেকে ঐ নামের মতো করেই তৈরি করতে ইচ্ছে করে। বারবার মনে পরে আমার গন্তব্য এটাই, আমাকে ঐখানেই যেতে হবে। সেই নামগুলোর মধ্যে জান্নাত নামের অর্থ কি নামটি হলো একটি। এই নাম একজন মুসলিমের কাছে অনেক আরাধ্যের একটি নাম। এই নাম একজন মুসলিমের জীবন ও মরণের লক্ষ্য।

মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্যই আর এর পুরষ্কার হিসেবে আল্লাহ তার জন্য রেখেছেন সুন্দর ও এমন এক জায়গা যা কোন চোখ দেখেনি, কোন কান শুনেনি, কোন মস্তিষ্ক তা কল্পনা করতে পারে না এমন একটি জায়গা যার নাম জান্নাত। এই নামটি শুনেননি এমন লোক খুব কমই রয়েছে বিশেষ করে সকল মুসলিমের কাছেই এই নামটি পরিচিত একটি নাম।

আমাদের আজকের নাম পর্যালোচনায় রয়েছে জান্নাত নামের অর্থ কি। জান্নাত নামটির তাৎপর্য নিয়েই আমরা আলোচনা করবো আজ। জান্নাত নামের অর্থ কি, / Jannat namer ortho ki, জান্নাত নামের বাংলা বানান কি, জান্নাত নামের আরবি বানান কি, জান্নাত নামের ইংরেজি বানান কি, জান্নাত নামের উর্দু বানান কি, জান্নাত নামের আরবি অর্থ কি, জান্নাত নামের বাংলা অর্থ কি, জান্নাত নামের জনপ্রিয় কেমন, জান্নাত নামটি কি ইসলামিক নাম কিনা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবো আজ। শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল।

আরো দেখুন: সুলতানা নামের অর্থ কি?

জান্নাত নামের অর্থ কি ? (Jannat namer ortho ki)

জান্নাত নামের অর্থ কি অর্থ হলো বাগান বা উদ্যান। বাগান বলতে আমরা এমন একটি জায়গাকেই বুঝাই যেখানে ব্যক্তি তার মনের হারানো আনন্দ ও খুশি খুঁজে পায়, প্রশান্তি পায়, যা দেখলেই চোখ জুড়িয়ে যায় বারবার। এই জান্নাতের ফারসি অর্থ হলো বেহেশত বা স্বর্গ।

জান্নাত কোন লিঙ্গের নাম?

জান্নাত মুসলিম কন্যা শিশুদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত একটি নাম। এই নামের অনেক মেয়ে রয়েছে সারাবিশ্ব জুড়ে। জান্নাত নামটি মেয়ে শিশুদের ক্ষেত্রেই প্রযোজ্য।

জান্নাত নামের উৎপত্তি কোথা থেকে?

জান্নাত একটি আরবি শব্দ। ইসলামের মূল বিষয়ের মধ্যে এই জান্নাত অন্যতম একটি বিষয়। এই জান্নাতের কথা আল্লাহ কোরআন পাকে বহুবার বলেছেন। জান্নাত শুধু আরবি শব্দ নয় এটি কোরআনি ও ইসলামিক শব্দও বটে।

  • জান্নাত নামের আরবি বানান কি: জান্নাত নামের আরবি বানান হলো – جنات 
  • জান্নাত নামের উর্দু বানান কি: জান্নাত নামের উর্দু বানান হলো – جنت
  • জান্নাত নামের ইংরেজি বানান কি: জান্নাত নামের ইংরেজি বানান হলো – Jannat
  • জান্নাত নামের হিন্দি বানান কি: জান্নাত নামের হিন্দি বানান হলো – जन्नत

জান্নাত নামের বাংলা অর্থ কি?

জান্নাত নামের অর্থ কি জান্নাত আরবি শব্দের পাশাপাশি এটি একটি কোরআনিক শব্দও। আর এটি মুসলিমদের কাছে বেশি পরিচিত এই জন্যই যে, কারণ এই জান্নাতই প্রতিটি ব্যক্তির গন্তব্য স্থান। সকল হিসাব নিকাশ শেষে ব্যক্তি হয় জান্নাতে যাবেন না নয় জাহান্নামে। জাহান্নাম হচ্ছে চির আজাবের স্থান আর তাই প্রতিটি ব্যক্তি যেমনই হোক তার আশা থাকে সে জান্নাতেরই বাসিন্দা হবেন।

জান্নাত নামের বাংলা অর্থ হলো বাগান বা উদ্যান। যেখানে ফুল, লতা-পাতা, ঝর্ণা, বহমান নদী আরো সুন্দর সুন্দর জিনিস থাকে তাকেই জান্নাত বলা হয়। এক কথা সকল সুখের স্থান যেখানে কোন দুঃখের ছোয়া নেই।

জান্নাত নামের ইংরেজি অর্থ কি?

জান্নাত নামের অর্থ কি জান্নাত এমন একটি শব্দ যা সকল ভাষাভাষী লোকের কাছেই একটি পরিচিত ও প্রিয় শব্দ। ব্যক্তি যে ধর্মেরই হোক না কেন সকললেই বিশ্বাস করে মৃত্যুর পর ভালো কাজের জন্য প্রতিটি ব্যক্তিকে এমন একটি স্থান পুরষ্কার হিসেবে দেয়া হবে। ইংরেজিতে জান্নাত নামের অর্থ হলো Paradise (জান্নাত), Garden (বাগান) ইত্যাদি।

জান্নাত নামের আরবি অর্থ কি?

আরবি শব্দ জান্নাত যা সকল মুসলিমের আরাধ্য স্থান। এই স্থানটির জন্যই ব্যক্তি তার সারাজীবন মন্দ কর্ম বাদ দিয়ে এক আল্লাহর ও নবীর দেখানে সথে চলা যেন সে আল্লাহর দিদার ও জান্নাত লাভ করতে পারে।

পবিত্র কোরআনে বহুবার এই জান্নাতের কথা এসেছে যেন মানুষ তা না দেখে রবের গোলামী করে আর এটির তার জন্য একটা পরীক্ষা। যে না দেখেই বিশ্বাস করে তাকেই তো উত্তম পুরষ্কার দেয়া হয়ে থাকে। আরবি জান্নাত নামের অর্থ কি অর্থ হলো বাগান বা উদ্যান। আর ফরাসি ভাষায় এর অর্থ হলো বেহেশত।

জান্নাত নামটি কি ইসলামিক?

জান্নাত নামের অর্থ কি জান্নাত নামটি যে ইসলামিক একটি বলার কোন অবকাশ নেই। সবাই জানেন এই নামটি যে ইসলামের একটি গুরুত্বপূর্ণ নাম। পবিত্র কোরআনে বহুবার এই শব্দটি এসেছে শুধুমাত্র মানুষকে মনে করিয়ে দেয়ার জন্য যে তার কিভাবে চলা উচিত এবং তার বিনিময়ে আল্লাহ কি রেখেছেন তার জন্য। পবিত্র কোরআনের কয়েকটি এই জান্নাত শব্দটি যে এসেছে তার কয়েকটি উদাহরণ দেয়া হলো :

  • ১. সূরা আলে ইমরান, আয়াত – ১৩৩
  • ২. সূরা আল বায়্যিনাহ, আয়াত – ৮
  • ৩. সুরা আন নিসা, আয়াত – ১২৪

এইরকম আরো অনেক সূরাতেই জান্নাত কথাটি অনেকবার করে এসেছে। জান্নাত একটি চিরস্থায়ী আবাসের জায়গা। এখানে কোন দুঃখ নেই, কষ্ট নেই, দুনিয়াবি কোন ঝুট-ঝামেলা নেই শুধু শান্তি আর সুখই রয়েছে। জান্নাত এমন একটি জায়গা যা কখনোই কেউ দেখেনি। আমরা সবাই ব্যক্তিগতভাবে একেক বিষয়কে নিজেদের জীবনের লক্ষ্য বা গন্তব্য ভেবে থাকি যে, এটাই আমার জীবনের সব বা সফলতা। কিন্তু আল্লাহ কোরআনে ঠিক উল্টো কথাই বলেছেন, কোন ব্যক্তি তখনই সফল যখন সে জান্নাতে প্রবেশ করবে।

তার মানে আপনি জীবনে যাই করে থাকুন না কেন আপনার সফলতা তখনই আসবে যখন আপনি নিজেকে জান্নাতের বাসিন্দা হিসেবে আবিষ্কার করবেন, আল্লাহ আপনার সকল কিছু ক্ষমা করে আপনাকে জান্নাত দান করবেন। এই জান্নাত কেমন হবে দেখতে বা কি থাকবে এতে তা কেউই বলতে পারে না, যা একমাত্র আল্লাহই জানেন। তাই আপনাকে নিশ্চিন্ত হয়ে বলতেই পারি যে, জান্নাত নামের অর্থ কি নামটি আপনার মেয়ে শিশুর জন্য হবে একটি শ্রেষ্ঠ নাম।

জান্নাত শব্দ দিয়ে কিছু নাম

জান্নাত নামটি তো এমনিতেই খুব সুন্দর। এর সাথে আপনি আরো কি কি নাম যোগ করলে নামটি একটি সম্পূর্ণ নাম হবে তার জন্য কিছু সাজেশন নিচে দেয়া হলো।

  • জান্নাতুল ফিরদাউস। 
  • সাইফা জান্নাত। 
  • সাবিহা জান্নাত রাইনা। 
  • নুসাইবা জান্নাত। 
  • জান্নাতুল আদন। 
  • সুমাইয়া জান্নাত।
  • নূর-ই-জান্নাত। 
  • আফিয়া জান্নাত। 
  • মেহেরিমা জান্নাত। 
  • সাদিয়া জান্নাত। 
  • কাশফিয়া জান্নাত। 
  • সামিরা জান্নাত।
  • আদিবা জান্নাত।
  • রাফিয়া জান্নাত।
  • খাতুনে জান্নাত। 
  • রওজাতুল জান্নাত। 
  • তাসফিয়া জান্নাত।
  • সাবিহা জান্নাত। 
  • মিফতাহুল জান্নাত।
  • মুমতাহিনা জান্নাত।
  • নূরে জান্নাত। 
  • আরোহী জান্নাত। 
  • তানহা জান্নাত।
  • ফারিহা জান্নাত।
  • জান্নাত আরা কর্ণা। 
  • জান্নাতুন আদন। 
  • জান্নাত নাঈমা। 
  • জান্নাত মাওয়া।

আরো দেখুন:

জান্নাত নামটি কি জনপ্রিয়?

পবিত্র কোরআনে সর্বমোট আটটি জান্নাতের কথা আল্লাহ উল্লেখ করেছেন। সর্বচেয়ে প্রথম জান্নাতটির নাম হলো জান্নাতুল ফিরদাউস আর এর পরে আছে জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া। জান্নাত নামটি মুসলিম বিশ্বে জনপ্রিয় হলেও এই নামের তেমন কোন জনপ্রিয় ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় নি।

আটটি জান্নাতের নাম হলো :

  1. জান্নাতুল ফিরদাউস : জান্নাতুল ফিরদাউস অর্থ হলো জান্নাতের সর্বশ্রেষ্ঠ বাগান।
  2. জান্নাতুল মাওয়া : জান্নাতুল মাওয়া অর্থ হলো বসবাসের জান্নাত।
  3. জান্নাতুল আদন : জান্নাতুল আদন এর অর্থ হলো অনন্ত সুখের বাগান।
  4. দারুল মাকাম : দারুল মাকাম এর অর্থ হলো বাড়ি।
  5. দারুন নাঈম : দারুন নাঈম অর্থ হলো নেয়ামতে পূর্ণ বাগান বা কানন।
  6. দারুল খুলদ : দারুল খুলদ এই জান্নাতের অর্থ হলো চিরস্থায়ী বাগান।
  7. দারুল কারার : দারুল কারার এই জান্নাতের অর্থ হলো আখেরাতের আলয়।
  8. দারুস সালাম : দারুস সালাম অর্থ হলো শান্তির নীড়।

জান্নাত নামের মেয়েরা কেমন হয় ?

জান্নাত নামের মেয়েরা কেমন হয় এই ব্যপারে তো সঠিকভাবে বলা যাচ্ছে না কারণ যে কোন ব্যক্তি কেমন হবে এটি তার পারিবারিক শিক্ষা, পারিপার্শ্বিক অবস্থা ও তার বেড়ে উঠার উপর নির্ভর করে। তাই কোন মানুষ সম্পর্কে সঠিকভাবে জানতে হলে তাকে দেখতে হবে, তার আচরণ পর্যবেক্ষণ করতে হবে, তার আশপাশের মানুষদের কাছ থেকে তার সম্পর্কে জিজ্ঞেস করতে হবে।

অনেকে নাম দেখে যে ব্যক্তির চরিত্র সম্পর্কে বলে দেন এটি মোটেও বিশ্বাসযোগ্য বিষয় নয় এবং এটি ইসলামী দৃষ্টিকোণ থেকেও সম্পূর্ণ নিষিদ্ধ একটি বিষয়। একজন মুসলিম হিসেবে আপনি কখনোই এগুলোতে বিশ্বাস করতে পারবেন না। ভালো নামের ব্যক্তিও তার কাজের কারণে খারাপ হতে পারে। 

পরিসমাপ্তি: উপরের জান্নাত নামের অর্থ কি বিস্তারিত আলোচনা থেকেই আপনারা বুঝতে পারছেন যে, জান্নাত নামটি কত সুন্দর আর গুরুত্বপূর্ণ একটি নাম মুসলিম সমাজে। এই নামটির কদর কতটা বেশি মুসলিম বিশ্বে। সারা বিশ্বের সকল মুসলিমদের কাছেই নামটি প্রিয় তাদের কন্যাদের জন্য। তাই আপনিও নিশ্চিন্তে এই নামটি আপনার সন্তানের জন্য রাখতে পারবেন।

আশা করছি উপরোক্ত বিষয়গুলো থেকে আপনি ভালোভাবে জানতে পেরেছেন জান্নাত নামের অর্থ কি, Jannat namer ortho ki, জান্নাত নামের বাংলা বানান কি, জান্নাত নামের আরবি বানান কি, জান্নাত নামের ইংরেজি বানান কি, জান্নাত নামের উর্দু বানান কি, জান্নাত নামের আরবি অর্থ কি, জান্নাত নামের বাংলা অর্থ কি, জান্নাত নামের জনপ্রিয় কেমন, জান্নাত নামটি কি ইসলামিক নাম কিনা ইত্যাদি বিষয় সম্পর্কে। পরবর্তী কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আপনি আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

Leave A Reply

Your email address will not be published.