ইসরাত নামের অর্থ কি?

0

ইসরাত নামের অর্থ কি? | Israt Name Meaning In Bengali

ইসরাত নামের অর্থ কি নামটি অনেক জানা শোনা একটি নাম মনে হয় শুনলেই তাইনা? কিন্তু কখনো এই নাম সম্পর্কে ঐভাবে ভালো করে জানার সুযোগ হয়তো হয়নি। আপনার পরিবারেই হয়তো ইসরাত নামের কেউ আছেন বাবংশে। কিন্তু এই ইসরাত নামটি আসলে কোন ভাষার শব্দ এবং এর অর্থই বা কি আপনি হয়তো জানেন না। আজ তাই ইসরাত নামের অর্থ কি সম্পর্কে জানার জন্য আপনি অনলাইনের সাহয্য নিয়েছেন এবং অনেক পোস্টের মাঝে আপনার কাছে এই পোস্টটিই ভালো মনে হয়েছে কারণ এই পোস্টটিতেই বিস্তারিত সকল তথ্য রয়েছে ইসরাত নামের অর্থ কি সম্পর্কে।

ইসরাত নামের অর্থ কি পোস্টটিতে আপনি জানতে পারবেন নামটির অর্থ, ইসরাত নামের অর্থ কি, ইসরাত নামের ইসলামিক অর্থ ও গুরুত্ব, ইসরাতা নামের ভিন্ন ভিন্ন ভাষায় (বাংলা, আরবি, ইংরেজি) এর অর্থ, Israt namer ortho ki, ইসরাত নামের জনপ্রিয় ব্যক্তিত্ব আছেন কিনা সেই সম্পর্কে বিষদ আলোচনা থাকছে। তাই ধৈর্যের সাথে পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।

আরো দেখুন: আরিশা নামের অর্থ কি?

ইসরাত নামের অর্থ কি? (Israt namer ortho ki) 

ইসরাত নামের অর্থ রয়েছে অনেকগুলো এবং প্রতিটি অর্থই এই নামকে করেছে সমৃদ্ধ। ইসরাত নামের অর্থ হলো কোমল, খাঁটি, পরিবার, রাজবংশ, জ্ঞানী মৃদ্যু, সম্ভ্রান্ত, জ্ঞানীইত্যাদি। নামটির অর্থগুলো খুবই সুন্দর হওয়ায় এই নামটি বাবা – মারা পছন্দ করে থাকেন বেশিরভাগ সময়ই।

ইসরাত কোন লিঙ্গের নাম?

ইসরাত নামটি মেয়ে শিশুদের নাম। মেয়ে শিশুদের ক্ষেত্রেই এই নামটি প্রযোজ্য। পিতা মাতারা এই নামটি তাদের মেয়ে সন্তানের জন্য প্রায়ই পছন্দ করে থাকেন।

ইসরাত নামের উৎপত্তি কোথা থেকে?

ইসরাত নামটির উৎপত্তি হয়েছে আরবি ভাষা থেকে। আর আরবি ভাষার নামগুলো হয় বেশ সুন্দর ও আকর্ষণীয়। এর উপর যদি কোন নামের অর্থ সুন্দর হয় তাহলে তো কথাই নেই।

  • ইসরাত নামের আরবি বানান কি: ইসরাত নামের আরবি বানান হলো – إسرات
  • ইসরাত নামের (ইসরাত) ইংরেজি বানান কি: Israt নামের (ইসরাত) ইংরেজি বানান হলো – Israt / Ishrat
  • ইসরাত নামের হিন্দি বানান কি: ইসরাত নামের হিন্দি বানান হলো – इसरातो

ইসরাত নামের বাংলা অর্থ কি?

ইসরাত নামের বাংলা অর্থ হলো কোমল, খাটি, পরিবার, রাজবংশ, জ্ঞানী মুদ্য, সম্ভান্ত, জ্ঞানী ইত্যাদি। উচ্চবংশীয় কন্যাদেরকে ইসরাত নামের ডাকা হয়ে থাকে।

ইসরাত নামের ইংরেজি অর্থ কি?

ইসরাত নামটির ইংরেজি অর্থ হলো Dynasty (রাজবংশ), Family (পরিবার), Wise (জ্ঞানী), Sacred (পবিত্র), Soft (কোমল), Pure (থাটি), Nobel (সম্ভান্ত) ইত্যাদি। অন্য ভাষার লোকদের জানার সুবিধার জন্য এর ইংরেজি অর্থ ও রয়েছে। বাংলা, আরবির মতো এর ইংরেজি অর্থ ও সুন্দর।

ইসরাত নামের আরবি অর্থ কি?

ইসরাত নামের আরবি অর্থ হলো কোমল, খাঁটি, পরিবার, রাজবংশ, জ্ঞান, সম্ভ্রান্ত, জ্ঞানী ইত্যাদি। জ্ঞানী এবং রাজবংশীয় মেয়েদেরকে আরবিতে ইসবাত নামের ডাকা হতো এবং হয়। এই স মেয়েরা ছিল সকলের কাছে সম্মান নারী।

ইসরাত নামটি কি ইসলামিক?

যে কোন নাম রাখার পূর্বে তার ইসলামিক ইতিহাস ও ইসলামিক গুরুত্ব ও অর্থ দেখা উচিত একজন মুসলিম হিসেবে। যারা অন্য ধর্মের লোক তারা নামের ক্ষেত্রে এত কিছু লক্ষ্য করেন না। তারা ট্রেন্ড অনুযায়ীৰা কোন নায়ক – নায়িকা বা গায়ক – গায়িকার নাম রেখে দেন সন্তানের জন্য। কিন্তু ইসলামে তা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আপনাকে আপনার সন্তানের নাম এমন কোন নামে রাখা যাবে না যার নেতিবাচক অর্থ রয়েছে।

ইসলামের ইতিহাসে অনেক প্রসিদ্ধ ও মহান ব্যক্তি রয়েছেন যাদের অবদান আজও ইসলামের ইতিহাসের পাতায় স্বার্ণাক্ষরে লেখা আছে। আর তাদের নামগুলোকেই ইসলামে বেশি গুরুত্ব সহকারে রাখতে বলা হয়েছে যাতে ছোট শিশুটি বড় হয়ে সেই নামের মতোই মহান হওয়া চেষ্টা করে। এক্ষেত্রে ইসলামিক একটি সুন্দর নাম হলো ইসরাত। এই নামটি আপনি নিশ্চিনে রাখতে পারেন আপনার আদরের কন্যা সন্তানের জন্য।

ইসরাত শব্দ দিয়ে কিছু নাম

ইসরাত নামটি মেয়ে শিশুদের সুন্দর একটি ডাক নাম কিন্তু মানুষের তো একটি নামের পাশাপাশি আরো কিছু নাম থাকে। কোন নামগুরো ইসরাত নামটির সাথে সামঞ্জস্য পূর্ণ হয় তার কিছু সাজেশন নিচে দেয়া হলো।

  • ইসরাত আলবিন। 
  • ইসরাত জেনিফা। 
  • ইসরাত তিশা। 
  • ইনরাত পারভিন। 
  • ইসরাত সাবেরা। 
  • ইসরাত রহমান। 
  • ইসরাত আক্তার। 
  • ইসরাত সরকার। 
  • ইসরাত খাতুন।
  • ইসরাত রাইদা। 
  • ইসরাত জাহান ইমু। 
  • ইসরাত জাহান। 
  • ইভা ফারজানা হক। 
  • ইসরাত রাফিয়া। 
  • তাসনিম ইসরাত। 
  • মাইশা ইসরাত। 
  • ইসরাত মিম। 
  • ইসরাত নিহাদ। 
  • ইসরাত মিম।

আরো দেখুন:

ইসরাত নামটি কি জনপ্রিয়?

ইসরাত নামের বিখ্যাত কোন ব্যক্তির নাম এখন পর্যন্ত জানা যায়নি। কিন্তু এই ইসরাত নামটি মুসলিমদের কাছে বেশ জনপ্রিয় এর অর্থ ও সৌন্দর্য্যের কারণে।

ইসরাত নামটি বাংলাদেশে অনেক বেশিই রাখা হয়ে থাকে। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ও অনান্য মুসলিম দেশে নামটির বেশ জনপ্রিয়তা রয়েছে।

পরিসমাপ্তি: ইসরাত নামের অর্থ কি,  পোস্টটিতে আপনি আরো জানতে পেরেছেন ইসরাত নামের অর্থ কি,   Israt namer ortho ki, ইসরাত নামের ইসলামিক অর্থ ও গুরুত্ব, ইসরাত। নামের ভিন্ন ভিন্ন ভাষায় (বাংলা, আরবি, ইংরেজি) এর অর্থ, ইসরাত নামের জনপ্রিয় ব্যক্তিত্ব আছেন কিনা সেই সম্পর্কে আরো বিস্তারিত কিছু আলোচনা দৈর্ঘ্যের সাথে পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Leave A Reply

Your email address will not be published.