ইরা নামের অর্থ কি? | Ira Name Meaning In Bengali

0

ইরা নামের অর্থ কি ?

মানুষ আজকাল নামকে খুব কঠিন করে ফেলছে। তারা আনকমনের পাল্লায় পড়েকঠিন নাম রাখছে। যা মানুষ সহজে উচ্চারণ করতে পারছে না। পরবর্তীতে মানুষ তার নিজের মতো করে সর্টকাট উপায়ে ব্যক্তিকে ডাকছে। আর যার ফলে ব্যক্তির আসল নাম হারিয়ে যাচ্ছে। তাই প্রতিটি বাবা-মার উচিত এমন নাম তার সন্তানের জন্য রাখা যা যেমন অর্থের দিক থেকে সুন্দর তেমনি সহজ ও সাবলীল। উচ্চারণে সহজ হলেও মানুষ অর্থের দিকে খেয়াল করেনা অনেক সময়। কিন্তু অর্থের দিকে খেয়াল করা সবচেয়ে জরুরি বিষয় নামের ক্ষেত্রে।

কারণ আপনি যখন একটি খারাপ  আপনার সন্তানের জন্য রেখে দিবেন তখন তা কিন্তু তাকে সারাজীবন বহন করে চলতে হবে। কারণ একটি নাম একবারের জন্যই রাখা হয় এবং তা অপরিবর্তনীয়। পরবর্তীতে আপনি নাম পরিবর্তন করল মানুষ ভুলক্রমে হলেও ঐ নামেই ডাকতে থাকে। তাই নাম রাখার ক্ষেত্রে সকল বিষয়গুলো আপনার মাথায় রাখা উচিত।

আজকে আমরা নতুন ও সুন্দর একটি নাম নিয়ে আপনাদের সাথে কথা বলব সেটি হচ্ছে আপনি ইরা। আপনি কি ইরা নামের অর্থ কি সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে চলুন এই নামের সকল বিষয় আপনাদের সামনে তুলে ধরি যা আপনার জানা খুবই জরুরী নাম রাখার পূর্বে। 

আজকের পোস্টটির মাধ্যমে আপনি জানতে পারবেন Ira namer ortho ki, ইরা নামের অর্থ কি, ইরা নামটি কি ইসলামিক নাম কিনা, ইরা নামের আরবি অর্থ কি, ইরা নামের বাংলা অর্থ কি, ইরা নামের ইংরেজি অর্থ কি, ইরা নামের সাথে সংযুক্ত আরো কিছু নাম সম্বলিত এই তথ্যবহুল পোস্ট।

আরো দেখুন:

 

ইরা নামের অর্থ কি ? (Ira namer ortho ki)

ইরা নামের অর্থ আগুন জালানো, আগুন ইত্যাদি। এই নামটি এসেছে আরবী ভাষা থেকে। আর সেখানে এর অর্থ অনুযায়ী এর অর্থ প্রকাশ করা হয়েছে। আগুনের সাথে ইরা নামের একটি সম্পর্ক রয়েছে।

ইরা কোন লিঙ্গের নাম?

ইরা হচ্ছে মেয়ে বাবুদের নাম। সকল প্রকার নামেরই একটি লিঙ্গভেদ থাকে যার মাধ্যমে নামটি শুনলেই। বোঝা যায় নামটি ছেলে শিশুদের নাকি মেয়ে শিশুদের।

ইরা নামের উৎপত্তি কোথা থেকে?

ইরা নামটির উৎপত্তি হয়েছে আরবি ভাষা থেকে। আরবি ভাষায় যে কোন নামের অর্থগুলো সাধারণত হয়ে থাকে সুন্দর এবং মুসলিমদের কাছে তা হয়ে থাকে বেশ জনপ্রিয়। আরবি ভাষার নামের অর্থগুলো খুবই গুরুত্বপূর্ণ ও অর্থবহ হয়ে থাকে।

ইরা নামের বাংলা অর্থ কি ?

আপনি বাঙ্গালীদের মাঝে সবচেয়ে বেশি সহজ ও সাবলীল নাম হিসেবে ইরা নামটি দেখতে পাবেন। তারা খুব বেশি পরিমাণে এই নামটি ডাকনাম হিসেবে রেখে থাকেন। কারণ এটি যেমন উচ্চারণের সহজ তেমনি এর অর্থও সুন্দর। ইরা নামের অর্থ হল আগুন জালানো, আগুন ইত্যাদি। 

ইরা নামের ইংরেজি অর্থ কি ?

নামের অর্থ যদি ভিন্ন ভাষায় থাকে তাহলে সেই নাম সম্পর্কে জানা ও বুঝা সহজ হয়ে যায় ঐ ভিন্ন ভালোবাসার মানুষটির জন্য।  আর সেজন্যই প্রতিটি নামের যথাসম্ভব অন্য ভাষায় অর্থ দেওয়া উচিত। একেবারেই না হলেও অন্তত ইংরেজি ভাষায় দেওয়া উচিত যাতে করে তারা অনুবাদ করে জানা যায়। ইংরেজি ভাষায় ইরা নামের অর্থ হল Kindle fire (আগুন জালানো), Fire (আগুন) ইত্যাদি।

ইরা নামের আরবি অর্থ কি?

ইরা নামটি এসেছে আরবি ভাষা থেকে। আপনি আরবী সাহিত্য ঘাটলে অনেক জায়গায় ইরা নামটি যেতে পারেন। আরবি ভাষা থেকে উৎপন্ন হয় যে নামগুলো সেই নামগুলোর যেমন অর্থের দিক থেকে সুন্দর হয় তেমনি তার সহজ ও সাবলীল ও গুরু গম্ভীর হয়ে থাকে, যার একটি মাধুর্যতা থাকে। আর এই জন্যই সারা বিশ্বের মুসলিমদের কাছে আরবি ভাষার নাম সবচেয়ে শ্রেষ্ঠ নাম। আরবি ভাষায় ইরা নামের অর্থ হল আগুন জালানো, আগুন ইত্যাদি

ইরা নামটি কি ইসলামিক?

হ্যাঁ, ইরা একটি ইসলামিক নাম। আপনি নিশ্চিন্তে আপনার কন্যা শিশুর জন্য ইরা নামটি বাছাই করতে পারেন। একজন মুসলিম হিসেবে প্রতিটি বাবা – মায়ের দায়িত্ব হচ্ছে তার সন্তানের জন্য ইসলামিক নাম রাখা। কিন্তু বর্তমান যুগের অনেক বাবা-মা এই আধুনিকতার ছোঁয়ায় ইসলাম থেকে দূরে সরে যাচ্ছেন, নিজের ধর্ম থেকে দূরে সরে যাচ্ছেন। তাই নাম রাখার ক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে। একটি সুন্দর নাম আপনার শিশুটির জীবনে পরোক্ষ না হলেও প্রত্যক্ষ প্রভাব ফেলবে এবং তাকে কিছুটা হলেও এটা বোঝাবে তোমার নামের গুণে গুণান্বিত হতে হবে তোমাকে। 

ইরা নামের সাথে যুক্ত কিছু নাম 

ইরা নামের অর্থ কি নামটি কোন ব্যক্তির ডাক নাম। এই নামটির সাথে আরো কিছু নাম যোগ করলে নামটি সম্পূর্ণ হবে। তাই প্রচলিত কিছু নামের তালিকা নিচে উল্লেখ করা হলো।

  • ইরা খান আয়াত। 
  • ইরা কোহিনুর। 
  • শিশির ইরা।  
  • ইরা হক। 
  • ইরা আলী। 
  • ইরা খাতুন। 
  • ইরা চৌধুরী। 
  • ইরা রহমান। 
  • ইরা সরকার। 
  • ইরা মালিক। 
  • আফসানা ইরা। 
  • ইসরাত ইরা। 
  • ইরা আয়েশা হক। 
  • ইরা আক্তার হুমায়রা। 
  • ফারজানা হক ইরা। 
  • ইরা আমিন। 
  • হক ইরা।
  • মোহাম্মদ রুহি। 
  • ইরা চৌধুরি। 
  • ইরা জেনিফা। 

আরো দেখুন:

ইরা নামটি কি জনপ্রিয়?

জ্বি, বাংলাদেশে ইরা নামটি জনপ্রিয় অনেক। ইরা নামটির উৎপত্তি আরবি ভাষা থেকে হয়েছে এবং এর আকর্ষণীয় কিছু অর্থ রয়েছে। নামটি যেমন ছোট ও উচ্চারণে সহজ আর সাবলীল তাই এই নামের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাচ্ছে দিন দিন। এই নামটি প্রচুর পরিমাণে মানুষ জন তাদের কন্যা সন্তানের জন্য রেখে থাকেন আপনার পছন্দের একটি নামও হতে পারে এই ইরা নামটি।

পরিশেষে : আজ আপনারা জেনেছেন এই পোস্টের মাধ্যমে,ইরা নামের অর্থ কি, Ira namer ortho ki, Ira নামের আরবি অর্থ কি, ইরা নামের বাংলা অর্থ কি, ইরা নামের জনপ্রিয় কেমন, ইরা নামটি কি ইসলামিক নাম কিনা ইত্যাদি বিষয় গুলো যা আপনাদের উপকৃত করেছে ধরে নিচ্ছি। আপনাদের মঙ্গল কামনায় আজ পোস্টটি এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তীতে নতুন ও সুন্দর একটি নাম নিয়ে হাজির হবো আপনাদের সামনে।

Leave A Reply

Your email address will not be published.