ইমরান নামের অর্থ কি?

0

ইমরান নামের অর্থ কি? | Imran Name Meaning In Bengali

ইসলামে ধর্মে সুন্দর নাম রাখার তাগিদ দেয়া হয়েছে। সুন্দর একটি নাম একটি শিশুর মানসিক বিকাশে ভূমিকা রাখে। যখন একটি শিশু বয়সের সাথে সাথে বুঝতে পারে তার নামটির একটি সুন্দর অর্থ রয়েছে

তখন সে প্রচন্ড খুশি হয় ও ভালো লাগ কাজ করে তার মধ্যে। তাই সুন্দর নাম পাওয়া প্রতিটি শিশুর অধিকার। কাল কিয়ামতের দিন আল্লাহ তাওয়ালাও মানুষকে তার নাম দ্বারাই ডাক দিবেন। একটি সুন্দর নাম শিশুকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে সহযোগিতা করে।

আমাদের আজকের নাম পর্যালোচনায় রয়েছে ইমরান নামের অর্থ কি। ইমরান নামটির তাৎপর্য নিয়েই আমরা আলোচনা করবো আজ। ইমরান নামের অর্থ কি, Imran namer ortho ki,  ইমরান নামের বাংলা বানান কি, ইমরান নামের আরবি বানান কি, ইমরান নামের ইংরেজি বানান কি, ইমরান নামের উর্দু বানান কি, ইমরান নামের আরবি অর্থ কি, ইমরান নামের বাংলা অর্থ কি, ইমরান নামের জনপ্রিয় কেমন, ইমরান নামটি কি ইসলামিক নাম কিনা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবো আজ। শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল।

আরো দেখুন: রাফসান নামের অর্থ কি?

ইমরান নামের অর্থ কি?  Imran namer ortho ki

ইমরান নামটি কোরআনে রয়েছে। ইমরান নামটির অর্থ অর্জন, সুখ, উন্নতি, অগ্রগতি ইত্যাদি। এগিয়ে যাওয়া, ভারো কিছু অর্জনকেই ইমরান বলা হয়।

ইমরান কোন লিঙ্গের নাম?

ইমরান (Imran) নামটি মুসলিম বিশ্বে খুবই পরিচিত একটি নাম। মুসলিম পিতা-মাতা তাদের পুত্র সন্তানের জন্য নামটি রেখে থাকেন। এটি ছেলে শিশুদের নাম। বাবা-মা তাদের ছেলে শিশুদের জন্যই নামটি পছন্দ করে থাকেন।

ইমরান নামের উৎপত্তি কোথা থেকে?

ইমরান নামটির উৎপত্তি আরবি থেকে। ইমরান নামে পবিত্র কোরআনে একটি সূরাই রয়েছে। তাহলে বুঝাই যায় নামটি কত গুরুত্বপূর্ণ। সূরাটির নাম আলে ইমরান এবং কোরআনে সরাসরি ও নামটির উল্লেখ রয়েছে।

  • ইমরান নামের আরবি বানান কি: ইমরান নামের আরবি বানান হলো – عمران
  • ইমরান নামের উর্দু বানান কি: ইমরান নামের উর্দু বানান হলো – عمران
  • ইমরান নামের ইংরেজি বানান কি: ইমরান নামের ইংরেজি বানান হলো Emran / Imran
  • ইমরান নামের হিন্দি বানান কি: ইমরান নামের হিন্দি বানান হলো – इमरान

ইমরান নামের বাংলা অর্থ কি?

ইমরান নামটি কোরআনে রয়েছে। ইমরান নামটির বাংলা অর্থ হচ্ছে অর্জন, সুখ, উন্নতি, অক্ষগতি ইত্যাদি। এগিয়ে যাওয়া, ভারো কিছু অর্জনকেই ইমরান বলা হয়। তাই ইমরান নামটি খুবই সুন্দর একটি নাম আপনার সন্তানের জন্য।

ইমরান নামের ইংরেজি অর্থ কি?

ইমরান নামের ইংরেজি অর্থ হলো Prosperity (সমৃদ্ধি), Progress (অগ্রগতি) ইত্যাদি। 

ইমরান নামের আরবি অর্থ কি?

ইমরান নামের আরবি অর্থ হলো সমৃদ্ধি, অগ্রগতি, উন্নতি অরবি ভাষায় সমৃদ্ধি, অগ্রগতি বুঝাতে ইমরান শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। কেরমানে এই নামে একটি সূরাই আল্লাহ তাওয়ালা নাযিল করেছেন।

ইমরান নামটি কি ইসলামিক?

ইমরান নামটি একটি ইসলামিক নাম। কারণ নামটির রয়েছে সুন্দর সুন্দর কিছু অর্থা নামটি যে একটি ইসলামিক নাম তা উপরের আলোচনা থেকেই আপনারা বুঝতে পারছেন। কিন্তু এমন অনেক নামই রয়েছে যা কোরআনে এসেছে কিন্তু তার মানে এই নয় যে, আপনি নামটি রাখতে পারবেন কারণ যে কোন নাম কোরআনে আসলেই যে তা ভালো নাম তা কিন্তু নয়। তাই নাম রাখার পুর্বে জেনে নিন। 

আমার পরিচিত এক ক্লাসমেট ছিল যার নাম রিয়া। একবার চিন্তা করে দেখুন কি সাংঘাতিক নাম তার বাবা-মা তার জন্য রেখেছেন কারণ রিয়া মানে সকল প্রকার খারাপের সমষ্টি বা অন্তরের খারাপ ভাবন। যখন সে তার এই নামের প্রকৃত অর্থ জানবে তখন তার কেমন লাগবে! তাই নাম রাখার পূর্বে বিজ্ঞ আলেমের পরামার্শ নিয়েই নাম রাখুন।

ইমরান শব্দ দিয়ে কিছু নাম

ইমরান শব্দ দিয়ে কিছু নাম নিচে উল্লেখ করা হলো আপনদের জন্য।

  • ইমরান মজুমদার।
  • ইমরান তাহমিদ।
  • ইমরান হোসেন অভি।
  • ইমরান তাহের।
  • ইমরান মির্জা। 
  • ইমরান হোসেন আরিফ। 
  • ইমরান রাফি। 
  • ইমরান নাজির।
  • ইমরান সরকার। 
  • ইমরান মাহমুদুল।
  • ইমরান খান। 
  • ইরমান ইসলাম। 
  • ইমরান চৌধুরী। 
  • ইমরান আলম।
  • ইমরান খন্দকার। 
  • ইমরান শিকদার।
  • ইমরান আয়াত। 
  • ইমরান হোসেন। 
  • ইমরান সুলতান। 
  • ইমরান হাসান।
  • ইমরান মাসবীহ। 
  • আব্দুল ইমরান।

আরো দেখুন:

ইমরান নামটি কি জনপ্রিয়?

ইমরান নামটি কতটা জনপ্রিয় তা উপরের কথাগুলো থেকেই বুঝতে পারছেন আশা করছি। ইমরান নামটি বাংলাদেশ ছাড়াও বিশ্বের মুসলিম দেশগুলোতে নামটি বেশ জনপ্রিয়।

  • ইমরান তাহের :  যিনি দক্ষিণ আফ্রিকার একজন বিখ্যাত ক্রিকেটার।
  • ইমরান খান : তিনি পাকিস্তানের একজন জনপ্রিয় ক্রিকেটার ছিলেন এবং বিশ্বকাপ জয়ী অধিনায়ক। বর্তমানে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ন্যায়-নীতিবান প্রধানমন্ত্রী এবং জনগণ তাকে প্রচন্ড ভালোবাসেন।
  • ইমরান মাহমুদুল : তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় সংঙ্গীতশিল্পী।

পরিসমাপ্তি: আজ আমরা আলোচনার চেষ্টা করেছি ইমরান নামের অর্থ কি, ইমরান নামের বাংলা বানান কি, ইমরান নামের আরবি বানান কি, ইমরান নামের ইংরেজি বানান কি, ইমরান নামের উর্দু বানান কি, ইমরান নামের আরবি অর্থ কি, ইমরান নামের বাংলা অর্থ কি, Imran Namer Ortho Ki, ইমরান নামের জনপ্রিয় কেমন, ইমরান নামটি কি ইসলামিক নাম কিনা ইত্যাদি বিষয় নিয়ে। শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আর্টিকেলটির মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন।

ইমরান নামের অর্থ কি এটি খুবই সুন্দর একটি নাম। আপনি চাইলে আপনার সন্তানের জন্য নামটি রাখতে পারেন। আরো সুন্দর সুন্দর নামের অর্থ জানতে আমাদের ওয়েবসাইটটির সাথে থাকুন ও অনান্য পোস্টগুলো দেখুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।

Leave A Reply

Your email address will not be published.