হোসেন নামের অর্থ কি?

0

হোসেন নামের অর্থ কি? | (Hossen Name Meaning In Bengali)

হোসেন নামের অর্থ কি নামটি মুসলিমদের কাছে খুবই পরিচিত একটি নাম। প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর কনিষ্ঠ নাতি হোসাইন (রাঃ)। তিনি তাকে প্রচন্ড ভালোবাসতেন। সবাই সাধারণত হোসেন বলে থাকে কিন্তু নামটির হবে হোসাইন। লোকে মুখে সহজে উচ্চারণের জন্য নামটি হোসেন হয়ে গেছে। তিনি ছিলেন আলী (রাঃ) ও ফাতেমা (রাঃ) পুত্র ও নবীজির কলিজার টুকরো।

আজ হয়তো আপনি আমাদের পোস্টটি পড়তে শুরু করেছেন হোসেন নাম সম্পর্কে জানতে। তাহলে আপনার জন্য বলবো এই পোস্টে থাকছে হোসেন নামের অর্থ কি, Hossen namer ortho ki, হোসেন নামের আরবি বানান কি, হোসেন নামের ইংরেজি, বাংলা বানান কি, হোসেন নামটি কি ইসলামি নাম কিনা, আপনি কি আপনার সন্তানের জন্য হোসেন নামটি রাখতে পারবেন কিনা, হোসেন নামের ইতিহাস ইত্যাদি বষয় নিয়েই আমাদের আজকের পোস্ট।

আরো দেখুন: রাইসা নামের অর্থ কি?

হোসেন নামের অর্থ কি?  Hossen namer ortho ki

হোসেন নামের অর্থ চৎকার, সুন্দর, সুদর্শন, ভালো ইত্যাদি। নামটির অর্থ দেখলে বোঝা যায় যে, এর অর্থ কতই না সুন্দর।

হোসেন কোন লিঙ্গের নাম?

নামটি শুনলেই বোঝা যায় এই ছেলে শিশুদের নাম। আপনার প্রিয় পুত্র সন্তানের জন্য আপনি নামটি রাখতে পারেন।

হোসেন নামের উৎপত্তি কোথা থেকে?

হোসেন নামের উৎপত্তি আরবি ভাষা থেকে। আরব ভাষায় হোসেনে অর্থ খুবই গুরুত্বর্ণ ও সুন্দর। তাই এই নামটিই রাখা সঠিক সিদ্ধান্ত হবে বলা যায়।

  • হোসেন নামের আরবি বানান কি: হোসেন নামের আরবি বানান হলো – حسين
  • হোসেন নামের উর্দু বানান কি: হোসেন নামের উর্দু বানান হলো – حسين
  • হোসেন নামের ইংরেজি বানান কি:  হোসেন নামের ইংরেজি বানান হলো – Hossen
  • হোসেননামের হিন্দি বানান কি: হোসেন নামের হিন্দি বানান হলো – हुसैन

হোসেন নামের বাংলা অর্থ কি?

হোসেন নামের বাংলা অর্থ চৎকার, সুন্দর, সুদর্শন, ভালো ইত্যাদি। বাহ্যিকভাবে সুন্দর, সুদর্শন ব্যক্তিকে হোসেন বলা হয়।

হোসেন নামের ইংরেজি অর্থ কি?

অন্য ভাষার মতো ইংরেজিতেও কিছু অর্থ রয়েছে হোসেন নামের। হোসেন নামের ইংরেজি অর্থগুলো হলো Nice (চমৎকার), Beatiful (সুন্দর), Good (ভালো), Handsome (সুদর্শন) ইত্যাদি।

হোসেন নামের আরবি অর্থ কি?

হোসেন নামটি আরবি হোসাইন এর একটি রূপ যা লোকমুখে পরিবর্তন হতে হতে হোসেন হয়েছে। আরবি হোসেন অর্থ সুন্দর, সুদর্শন, ভদ্র, ভালো আরচণবিশিষ্ট। ভালো আচরণবিশিষ্ট ব্যক্তিকে আরবরা হোসাইন বা হোসেন বলে ডাকতো।

হোসেন নামটি কি ইসলামিক?

হোসেন নামের অর্থের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন যে নামটি একটি ইসলামিক নাম। নামটির অর্থ সুদর, ভদ্র, ভালো আচরণবিশিষ্ট ব্যক্তি। তাই আপনি চাইলে আপনার সন্তানের জন্য নামটি পছন্দ করতেই পারেন। কিন্তু নাম রাখার পূর্বে অবশ্যই ভালোভাবে তাৰ অর্থা ও গুরুত্ব জেনে নিবেন। একটি ভালো নাম মানুষের আজীবনের সম্পদ তাই ইসলামে সুন্দর নাম রাখার প্রতি গুরুত্ব দেয়া হয়েছে।

হোসেন শব্দ দিয়ে কিছু নাম

আপনাদের জন্য হোসেন নামটির সাথে মিল রেখে আপনি আরো কি কি নাম রাখতে পারেন তার একটি তালিকা নিচে দেয়া হলো।

  • হোসেন ইসলাম। 
  • হোসেন মালিক। 
  • শিহান হোসেন। 
  • নূর হোসেন। 
  • শাহ হোসেন। 
  • রানা হোসেন। 
  • হোসেন চৌধুরী। 
  • হোনেন হাসান। 
  • নুরুল হোসেন। 
  • হোসেন ইকতিদার। 
  • জাকির হোসেন। 
  • সাদ্দাম হোসেন। 
  • হোসেন সরকার।
  • হোসেন শাহরিয়া।
  • হোসেন আহমেদ।
  • সাজ্জাদ হোসেন। 
  • ফিরোজ হোসেন। 
  • আহনাফ হোসেন। 
  • সাখাওয়াত হোসেন। 
  • হোসেন বিন হাশিদ।

আরো দেখুন:

হোসেন নামটি কি জনপ্রিয়?

হোসাইন (রাঃ) মুসলিমদের কাছে একটি পরিচিত নাম। তিনি ছিলেন মহানবীর হযরত মোহাম্মদ (সাঃ) এর প্রিয় দৌহিত্র। তার বাবা হযরত আলী (রাঃ) ছিলেন ইসলামের চতুর্থ খলীফা ও তার আম্মা ফাতেমা (রাঃ) হচ্ছেন বেহেশতের নারীদের সরদার। প্রিয় নবীর কাছ থেকেই তিনি ইসলামের বিষয়গুলোর শিক্ষা নেন। নবীর শিক্ষা তিনি তার আজীবন কাজে লাগান। ইমাম হোসাইন (রাঃ) কে আল্লাহর রাসূল প্রচন্ড ভালোবাসতেন তিনি ছিলেন তার প্রাণপ্রিয় দৌহিত্র।

ইমাম হোসাইন (রাঃ) কে ১০ই মুহররম হিজরী ৬১ সনে অত্যাচারীশাসক ইয়াজিদ কারবালার প্রান্তরে নির্মমভাবে হত্যা করেন আর তিনি আল্লাহর ইচ্ছায় শহীদ হন। হোসাইন (রাঃ) এর এই ইতিহাস ও ইসলামে তার গুরুতুই তার নামকে অমর করে রেখেছে মুসলিমদের কাছে। তাইতো এই নামটি সারাবিশ্বের মুসলিমদের কাছে ভীষণরকম প্রিয়। এই নামটি শুধু বাংলাদেশে নয় সারাবিশ্বের যেখানেই মুসলিমরা রয়েছে সবখানেই নামটি জনপ্রিয়তার শীর্ষে। 

পরিসমাপ্তি: হোসেন নামের অর্থ কি, Hossen namer ortho ki, হোসেন নামটি কি ইসলামি কিনা, হোসেন নামটি কি জনপ্রিয় কিনা, হোসেন নামের বাংলা, আরবি, ইংরেজি বানানসহ আরো বেশ কিছু তথ্য সাজিয়ে আপনাদের সামনের উপস্থাপন করার চেষ্টা করেছি। আশার করছি হোসেন নামের অর্থ কি জেনে আপনারা উপকৃত হয়েছে। নাম রাখার ক্ষেত্রে আপনি তার অর্থ ও গুরুত্ব সঠিকভাবে জেনে নিয়েই তারপর নামটি রাখুন কারণ একজন মুসলিম হিসেবে নামের গুরুতা এই দুনিয়াতে যেমন আছে তেমনি ঐ দুনিয়াতেও আছে।

এমন অনেক মাতা-পিতাই আছে অজ্ঞাতশত অসুন্দর ও খারাপ নাম রেখে দেন যা তার সন্তানের দুই জগতের জন্যই ক্ষতি ডেকে আনে। তাই নামের ক্ষেত্রে সচেতনতা বেশ জরুরি একটি বিষয়। 

Leave A Reply

Your email address will not be published.