দুর্গা পূজার শুভেচ্ছা | দুর্গা পূজার স্ট্যাটাস

0
Rate this post

দুর্গা পূজার শুভেচ্ছা | দূর্গা পূজার ছবি | দুর্গা পূজার স্ট্যাটাস

আপনি কি দুর্গা পূজার শুভেচ্ছা বাণী খুঁজছেন? দেখে নিন চমৎকার সব Durga puja status. সেই সাথে আরো দেখুন দুর্গাপূজা কবিতা এবং হৃদয় জুড়ে যাওয়ার মত সব দুর্গা পূজার ছন্দ গুলো দেখুন। আর আজকের আলোচিত কোন দুর্গা পূজার শুভেচ্ছা বাণী গুলো আপনার সবচেয়ে ভালো লাগবে। তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। (New Durga Puja Status 2022).

প্রিয় বন্ধুরা, আমরা বেশ ভালো করেই জানি যে দীর্ঘ একটা বছর অপেক্ষা করার পরে। আমাদের সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ একটি উৎসব ফিরে আসে। আর সে কারণে এই উৎসব কে ঘিরে চলে যত আয়োজন। কারণ এই দুর্গা পুজো কে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব হিসাবে ধরা হয়ে থাকে। সেজন্য আমাদের প্রত্যেকের মনে একটা সুপ্ত উন্মাদনা কাজ করে। কারণ আমরা দীর্ঘ এক বছর পরে মায়ের দেখা পাই। আর এই পুজো তে আমরা সবাই চাই যেন প্রিয় মানুষ গুলো কে দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে দেওয়ার যায়।

আরো দেখুন: দুর্গা পূজার সময় সূচি ২০২২.

সেজন্য আমাদের ইন্টারনেট থেকে দুর্গা পূজার শুভেচ্ছা বাণী গুলো খুঁজতে হয়। তো আপনি যাতে চমৎকার সব দূর্গা পূজার শুভেচ্ছা বাণী সম্পর্কে জানতে পারেন। এবং হৃদয় জুড়ানো সব দুর্গা পূজার স্ট্যাটাস গুলো সবার সাথে শেয়ার করতে পারেন। সে জন্য মূলত আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে। আমার আশা নয় বরং দীর্ঘ বিশ্বাস আছে যে। আজকের আলোচিত এই দুর্গা পূজার শুভেচ্ছা বাণী গুলো আপনার অনেক ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলুন সরাসরি সেই দুর্গা পূজার শুভেচ্ছা বাণী গুলো জেনে নেওয়া যাক।

দুর্গা পূজার শুভেচ্ছা

প্রিয় বন্ধুরা, সবার শুরুতেই আমি আপনাকে চমৎকার সব দূর্গা পূজার শুভেচ্ছা স্ট্যাটাস শেয়ার করব। মূলত এই ধরনের দুর্গা পূজার শুভেচ্ছা স্ট্যাটাস গুলো। আপনি আপনার প্রিয় মানুষ এর সাথে শেয়ার করতে পারবেন। এবং এই স্ট্যাটাস গুলোর মাধ্যমে আপনি তাদের শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। চলুন সবার শুরুতেই দুর্গা পূজার শুভেচ্ছা স্ট্যাটাস গুলো জেনে নেওয়া যাক।

🙏দুর্গা পূজার শুভেচ্ছা🙏

একটি বছরের অপেক্ষার অবসান হয়েছে আজ। তোমার জীবনে ফুরিয়ে দাও যত আছে ব্যস্ততা আর কাজ। মা যে এসেছে সবার ঘরে। তাই মা কে তোমরা বেঁধে নাও নিজের অন্তরে। প্রার্থনা করো মন ভরে। মা যেন আমাদের সবার মঙ্গল করে।

🙏দুর্গা পূজার শুভেচ্ছা🙏

আমাদের জীবনে যত আছে অশুভ শক্তি। তা আর থাকবে না বিস্তৃত। কারণ শরৎকালের সেই ঢাকের তালে মা যে আবার ফিরে এসেছে। আমরা যেন সবাই সুখে থাকি এটাই মায়ের কাছে আশীর্বাদ চাই।

🙏দুর্গা পূজার শুভেচ্ছা🙏

মা তুমি আমাদের চেতনা দাও, তুমি আমাদের জীবনের সকল কালো অন্ধকার দূর করে দাও। আমরা যেন কাটিয়ে তুলতে পারি আমাদের জীবনে আসা সকল তমসা। তোমাকে জানাচ্ছি শুভ শারদীয়ও শুভেচ্ছা।

🙏দুর্গা পূজার শুভেচ্ছা🙏

মায়ের মন্দিরে সেই ঢাকের আওয়াজ। ছুটে মায়ের কাছে যাওয়া। প্রাণ খুলে সব বলে দাও দুর্গা মায়ের কাছে। তোমার আছে যত চাওয়া।

🙏দুর্গা পূজার শুভেচ্ছা🙏

এসেছে দুর্গা পুজো তোমাকে জানাই প্রণাম। ভুলে যাও তুমি মনে রাখা সব রাগ আর অভিমান। করে নাও তুমি সবাই কে আপন। কারণ মা যে থাকবে আর কিছুক্ষণ।

🙏দুর্গা পূজার শুভেচ্ছা🙏

তাকিয়ে দেখো বৃষ্টির মাঝে ওই শরতের আকাশ। বাতাসে দেখো আসছে শিউলি ফুলের গন্ধ। খুলে দাও ওই মনের দুয়ার। মনের সুখে করে নাও যত আছে আনন্দ।

🙏দুর্গা পূজার শুভেচ্ছা🙏

এক বছর পর মা আসেন আমাদের সবার ঘরে। সেজন্যই তো আমরা মাকে স্মরণ করে নেই আমাদের সবার মন ভরে। জ্বালিয়ে দাও ওই প্রদীপের আলো। মা যেন আমাদের করে ভালো।

🙏দুর্গা পূজার শুভেচ্ছা🙏

নানান রঙ্গে রাঙ্গিয়ে দাও তোমার ওই শহর। কারণ শেষ হতে চলেছে একটি বছরের অপেক্ষার প্রহর। তাকিয়ে দেখো ঢাকের তালে দুর্গা মা যে আবার ফিরে এসেছে।

🙏দুর্গা পূজার শুভেচ্ছা🙏

তুমি কি দেখতে পাচ্ছ সেই ধুপ, দ্বীপ আর শাঁখের আওয়াজ? তুমি কি শুনতে পাচ্ছো, আকাশের ধ্বনিত হচ্ছে ঢাকের শব্দ। যদি তুমি শুনতে পাও। তাহলে তোমাকে জানাচ্ছি শুভ শারদীয়া শুভেচ্ছা।

🙏দুর্গা পূজার শুভেচ্ছা🙏

দুর্গা মা তুমি হলে মহামায়া। তুমি হলে সকল ধরনের পাপের বিনাশক। তুমি আমাদের সকল বিপদ থেকে উদ্ধার কর। উত্তপ্ত মরুর বুকে তুমি আমাদের ছায়া দান করো। তাইতো তুমি আমাদের মাঝে ফিরে এলে আমরা আবার সকল সুখ  ফিরে পাই।

🙏দুর্গা পূজার শুভেচ্ছা🙏

দুর্গা মা যেভাবে অশুর কে বধ করেছিল। ঠিক সেইভাবে পৃথিবীতে থাকা সমস্ত পাপাচারিদের বধ করার জন্য মা আবার ফিরে এসেছে। সেজন্য তোমাকে মন ভরে জানাচ্ছি, দূর্গা পূজার শুভেচ্ছা।

🙏দুর্গা পূজার শুভেচ্ছা🙏

বাতাসে ভাসছে ঢাকের বাজনা। আকাশে ভাসছে খুশির গান। আমি তোমাকে জানাচ্ছি শত শত প্রণাম। দুর্গা মা যে আবার ফিরে এসেছে আমাদের সবার মাঝে।

🙏দুর্গা পূজার শুভেচ্ছা🙏

এ বছরের দুর্গা পূজাটা তোমার অনেক ভালো কাটুক। এই আশা করেই তোমাকে জানাচ্ছি শুভ শারদীয়া দুর্গা পূজার শুভেচ্ছা। মা যেন তোমার প্রতি সহায় হোন।

🙏দুর্গা পূজার শুভেচ্ছা🙏

দেবী দুর্গার আগমনে আমাদের সবার জীবনে যেন সুখের ছোঁয়া লাগে। সবাই যেন মায়ের আশীর্বাদ পায়। সে কারণে দুর্গা মায়ের প্রতি রইল শত শত প্রণাম।

🙏দুর্গা পূজার শুভেচ্ছা🙏

ফিরে এসেছে সেই খুশির শরৎ। বাতাসে বইছে হিমেল হাওয়া। ঢাকের উপরে বাজছে কাঠির আওয়াজ। খুলে বলে দাও তোমার মায়ের কাছে আছে যত চাওয়া।

দূর্গা পূজার ছবি

দুর্গা পূজার স্ট্যাটাস

প্রিয় বন্ধু, উপরের আলোচনা তে আপনি চমৎকার সব দূর্গা পূজার শুভেচ্ছা স্ট্যাটাস গুলো সম্পর্কে জানতে পেরেছেন। মূলত আলোচিত এই শুভেচ্ছা স্ট্যাটাস গুলো আপনি আপনার প্রিয় জনের মধ্যে শেয়ার করতে পারবেন। এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। তবে এ গুলোর পাশাপাশি এবার আমি আপনাকে চমৎকার সব দুর্গা পূজার স্ট্যাটাস শেয়ার করব। যে গুলো আপনি আপনার সোশ্যাল মিডিয়া গুলো তে পোস্ট করতে পারবেন। চলুন এবার তাহলে সেই দুর্গা পূজার স্ট্যাটাস (Durga Puja Status) গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

🔱 দুর্গা পূজার স্ট্যাটাস 🔱

সপ্তমীর সেই শুরুর দিনে মাকে বলবো। আমার মনে আছে যত দুঃখ তা সব যেন চলে যায়। অষ্টমী তে অঞ্জলি দিয়ে সাজবো মায়ের সাজে। নবমীতে মনটা থাকবে একটু উদাস। কারণ দশমী তে মা যে আমাদের ছেড়ে চলে যাবে। তাই দুর্গা মায়ের কাছে চাইবো আশীর্বাদ। যেন আমি সুখে থাকতে পারি।

🔱 দুর্গা পূজার স্ট্যাটাস 🔱

শিউলি ফুলের সুবাসে ভরা সেই শরৎ আবার ফিরে এলো। দূর থেকে দেখা যায় কাশবন থেকে ভেসে আসছে সেই সাদা রঙের ভেলা। চারিদিকে তাকিয়ে দেখি দুর্গা পূজার উচ্ছ্বাস। চারদিকে আজ মেটে উঠেছে দুর্গা মায়ের মেলা।

🔱 দুর্গা পূজার স্ট্যাটাস 🔱

ষষ্ঠীর দিনে আমাদের মনে থাকে খুশি। সপ্তমীতে আমরা ঘুড়ি মায়ের মন্দিরে মন্দিরে। অষ্টমীতে অঞ্জলি দেই মায়ের চরণ তলে। নবমিতে চলে আড্ডা। দেখতে দেখতে দশমি চলে আসে। বেজে যায় মায়ের বিদায় বেলা।

🔱 দুর্গা পূজার স্ট্যাটাস 🔱

মনের মধ্যে আজ কেন জানি অনেক আনন্দ লাগে। সব কিছুই যেন আজকে নতুন রূপে সাজে। মা যে আবার ফিরে এসেছে আমাদের এই মাঝে। বনের পাখি গুলো দিয়েছে ডাক। মা দুর্গা ফিরে আসাতে সকল দুর্গতি নাশ হয়ে যাক।

🔱 দুর্গা পূজার স্ট্যাটাস 🔱

মা দুর্গা আবার ফিরে এসেছে। তাই তৈরি হয়েছে ঢাকি। মা দুর্গার কাছে একটাই চাওয়া। এবারের পূজো তে আমরা যেন সবাই অনেক আনন্দে থাকি। তুমি আমাদের আশীর্বাদ করো মা।

🔱 দুর্গা পূজার স্ট্যাটাস 🔱

বাজলো কাশি ঢাকের তালে। মা আবার ফিরে এসেছে সেই চিরচেনা শরৎকালে। আকাশে তাকিয়ে দেখো শরতের মৃদু হাওয়ায় ভাসছে মেঘের ভেলা। আমরা কাটিয়ে দিচ্ছি আমাদের সময়। কাটিয়ে দিচ্ছি আমাদের জীবনের বেলা। তাই মা কে তুমি আপন করে নাও। কারণ দুর্গা মা ফিরে এসেছে আমাদের কাছে।

🔱 দুর্গা পূজার স্ট্যাটাস 🔱

মন্দিরের ঐ ঢাকের মাঝে পড়ছে কাঠি। এবার পুজো হবে জমজমাটি। এই দুর্গা পূজো নিয়ে আমাদের আছে কত রকমের আশা। দূর্গা মা তুমি আমাদের একমাত্র ভরসা। তাই তুমি পূরণ করে দাও আমাদের মনে থাকা সকল আশা ভরসা।

🔱 দুর্গা পূজার স্ট্যাটাস 🔱

শরৎকালে ভেসে ওঠে নতুন নতুন কাশবন। সেই সময়ে ঘটে আমাদের দুর্গা মায়ের আগমন। ঢাকের বাজনা বাজিয়ে আমরা মাকে করে নেই বরন। পুজোর সময় আমরা সবাই মিলে শ্রদ্ধা ঞ্জলি দেই। আর সেই সাথে স্পর্শ করি দুর্গা মায়ের চরণ। যেন বাকিটা জীবন মা আমাদের সুখে শান্তিতে রাখে।

🔱 দুর্গা পূজার স্ট্যাটাস 🔱

দুর্গা মা আবার ফিরে এসেছে পরিচিত সেই শরৎ কালে। পাখিরা যেন সবাই গান গাইছে বসে গাছের ডালে। মা দুর্গার আগমনে বিনাশ হবে সকল পাপাচার। এই আকুতি মায়ের কাছে করি সর্বদা। মা তুমি আশীর্বাদ দাও। আমরা যেন প্রতি বছর তোমার এই আগমন কে বরণ করে নিতে পারি।

🔱 দুর্গা পূজার স্ট্যাটাস 🔱

মা দুর্গার আশীর্বাদে যেন তোমার সারাটা জীবন সুখে শান্তিতে কাটে। তোমার জীবনে থাকা সকল অন্ধকার একবারে দূরে চলে যায়। সেই আশা এবং প্রত্যাশা নিয়ে আমি তোমাকে জানাচ্ছি দুর্গা মায়ের শুভেচ্ছা। আশা করি তোমার এই দুর্গ পুজো টি অনেক ভালো কাটবে।

🔱 দুর্গা পূজার স্ট্যাটাস 🔱

আমি প্রতি টি দুর্গাপূজা খুব আনন্দ করে কাটাই। কারণ আমি দীর্ঘ এক বছর অপেক্ষা করার পরে এই মা দুর্গার চরম স্পর্শ করতে পারি। যেহেতু শরৎকালের সেই সাদা কাশ বনের সময়ে মা দুর্গা আবার ফিরে এসেছে। তাই আমি কোন ভাবেই আমার মায়ের চরণে স্পর্শ না করে থাকতে পারবো না। কারণ মা দূর্গা চলে যাওয়ার পরে আবার আমাকে একটা বছর অপেক্ষা করতে হবে।

🔱 দুর্গা পূজার স্ট্যাটাস 🔱

যে আমার এই স্ট্যাটাস টি পড়ছো তাকে বলছি। তুমি আমার জীবনের স্পেশাল একজন মানুষ। তাই এই শারদীও শুভেচ্ছা টি সর্ব প্রথম তোমাকে জানিয়ে দিলাম। আশা করি প্রতি বছরের মতো তুমি এই বছরের দুর্গা পুজো টি অনেক সুখে কাটিয়ে দিতে পারবে।

🔱 দুর্গা পূজার স্ট্যাটাস 🔱

দুর্গা মায়ের আগমনে মেতে উঠুক আকাশের ওই হাওয়া। তুমি খুলে দাও তোমার মনের দুয়ার। দুর্গা মাকে বলে দাও তোমার মনের ভিতর আছে যত চাওয়া আর পাওয়া। মা দুর্গা যে সবার আপন তোমার আশা করবে পূরণ। যদি তুমি স্পর্শ করো দুর্গা মায়ের চরণ। তাই তোমাকে জানিয়ে দিচ্ছি দুর্গা পূজার শুভেচ্ছা।

🔱 দুর্গা পূজার স্ট্যাটাস 🔱

দুর্গা পূজার গন্ধ আজ আকাশে আর বাতাসে। শরতের ওই কাশ ফুলের সাদা মেলা যেন দূরের মাঝে অপরূপ ভেলায় ভাসে। জানিয়ে দিচ্ছি তোমাকে আমি, দুর্গা পুজোর আজ মহা সপ্তমী। থেকো না তুমি বদ্ধ ঘরে। ফিরে এসো সেই মুক্ত বাতাসে। আর দুর্গা মাকে নাও আপন করে। মায়ের আশীর্বাদে যেন আমাদের বাকিটা জীবন সুখে শান্তিতে কেটে যায়।

🔱 দুর্গা পূজার স্ট্যাটাস 🔱

এবারের দুর্গা পূজা টি একটু ভিন্ন রকম ভাবে কাটুক। এই আশা ব্যক্ত করে তোমাকে জানাচ্ছি দুর্গা পূজার শুভেচ্ছা। আশা করি দুর্গা মায়ের আশীর্বাদে তোমার জীবনের বাকিটা পথ আলোয় আলোকিত হয়ে উঠবে। তুমি এবং তোমার পরিবারের সকল মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে। শুভ শারদীয়া শুভেচ্ছা।

🔱 দুর্গা পূজার স্ট্যাটাস 🔱

ঢাকের ওই দরুম দুরুম আওয়াজ যেন জানিয়ে দিচ্ছে মায়ের আগমনের কথা। তাইতো আমি ভুলে গেছি আমার হৃদয়ের মধ্যে আছে যত ব্যথা। মায়ের সামনে গিয়ে দিব পুষ্প অঞ্জলি, স্পর্শ করব মায়ের চরণ। মা যেন আমার এই ভক্তি সাদরে করে নেয় বরণ।

দুর্গা পূজার শুভেচ্ছা বাণী

এতক্ষণ ধরে আপনি দূর্গা পূজার শুভেচ্ছা এবং দুর্গা পূজার স্ট্যাটাস গুলো দেখতে পেরেছেন। তবে এ গুলোর মধ্যে কোন দুর্গা পূজার শুভেচ্ছা স্ট্যাটাস গুলো আপনার সবচেয়ে ভালো লেগেছে। তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এবার আমি আপনাকে চমৎকার সব দূর্গা পূজার শুভেচ্ছা বাণী  শেয়ার করব। আশা করি এই সব দূর্গা পূজার শুভেচ্ছা বাণী গুলো আপনার অনেক ভালো লাগবে।

  • শরৎকালে এসেছে মায়ের আগমন। দূর আকাশে তাকালেই দেখতে পাচ্ছি অসংখ্য সাদা মেঘের ভেলা। এই দুর্গা পুজো যেন আমাদের সবার ভালো কাটে। সে আশায় ব্যক্ত করব মায়ের কাছে।
  • মা দুর্গা তোমার চরম স্পর্শ করার মাধ্যমে যেন আমরা আমাদের জীবনের সকল কালো অন্ধকার দূর করতে পারি। তুমি আমাদের আশীর্বাদ করে দাও মা।
  • ঠাকের উপর পড়লো কাঠি, মা যে এসেছে ফিরে। তাইতো আমাদের সকল আয়োজন দুর্গা মাকে ঘিরে। চলছে উৎসব সবার মাঝে সবাই মাকে করেছে স্মরণ। মা তুমি আমাদের সবার ভক্তি সাদরে করে নাও বরণ।
  • পুজো মানেই আসবে শরৎ, পুজো মানেই আকাশে হিমেল হাওয়া। পুজো মানেই মুক্ত হৃদয়, পুজো মানেই আনন্দের ভেলা।
  • শরৎকালে বইছে রোদের ঝিলিক, পাচ্ছি শিউলি ফুলের গন্ধ। দূর্গা মা ফিরে এসেছে তাইতো আমাদের সবার মাঝেই আজ বইছে এত আনন্দ। সে কারণে তোমাকে জানাচ্ছি শুভ দুর্গা পূজার শুভেচ্ছা।
  • আসিয়াছে শরৎকাল আসিয়াছে মা দেবী দুর্গা। আসুন আমরা আমাদের সকল জাত পাত ধর্ম ভুলে সবাই মিলে মাকে করে নেই বরণ। যেন সবার মাঝে ফিরে আসে আনন্দ হাসির জোয়ার।
  • মা দুর্গা! আমরা যেন তোমার চরম স্পর্শ করার মাধ্যমে। আমাদের সকল পাপ মোচন করতে পারি। তোমার আশীর্বাদে যেন আমাদের জীবনে সুখের বন্যা বয়ে আসে। আর প্রতি বছরের মত তোমাকে যেন আমরা সাদরে বরণ করতে পারি।

প্রিয় বন্ধু, উপরে আপনি চমৎকার সব দুর্গা পূজার শুভেচ্ছা বাণী দেখতে পাচ্ছেন। মূলত আপনাদের যেন ভালো লাগে সেজন্য আমি এই ধরনের দুর্গা পূজার শুভেচ্ছা বাণী গুলো শেয়ার করেছি আপনার সাথে। আপনি চাইলে এই দুর্গা পূজার শুভেচ্ছা বাণী গুলো আপনার প্রিয় মানুষ গুলোর সাথে শেয়ার করতে পারবেন।

দুর্গা পূজার ছন্দ

আমাদের মহা উৎসবের নাম হল দুর্গা পূজা। আর এই দুর্গা পূজা কে ঘিরে আমরা বিভিন্ন রকমের আয়োজন করে থাকি। তবে আপনার এই আয়োজন কে আরো আনন্দ ঘন করার জন্য। এবার আমি আকর্ষণীয় সব দূর্গা পূজার ছন্দ শেয়ার করব আপনার সাথে। মূলত এই ধরনের দুর্গা পূজার ছন্দ গুলো আপনি আপনার পুজোর মুহূর্ত গুলো তে অন্যদের সাথে শেয়ার করতে পারবেন। চলুন এবার সেই দুর্গা পূজার ছন্দ গুলো জেনে নেওয়া যাক।

  • শরৎকালীন সেই সাদা মেঘের ভেলা। এসেছে দূর্গা মায়ের আগমন। তাইতো মোরা আনন্দে আছি। মাকে করে নিয়েছি সাদরে বরণ।
  • ঢাকের আওয়াজ বলে দিচ্ছে, হয়েছে দুর্গা মায়ের আসার পালা। মনের ভেতরে জাগছে গান। কারণ শুরু হয়েছে দুর্গা পুজোর মেলা।
  • মন্দিরে মন্দিরে চলছে মা দুর্গার আগমনী। কারণ মা দুর্গা করবে বিনাশ এই পৃথিবীর সকল অশুর শক্তি। সুখে শান্তিতে থাকবে এই পৃথিবীর সকল নিষ্পাপ প্রাণী।
  • আমার অনেক স্বপ্ন পূরণ করে, মাকে দেখছি দুচোখ ভরে। মা যেন আমাকে আশীর্বাদ করে। আমি সে জন্যই মায়ের চরণের স্পর্শ করছি হৃদয় জুড়ে।
  • এবারের পূজোতে আমার একটাই চাওয়া। আমার ইচ্ছা যেন হয় পাওয়া। সেটাই মায়ের কাছে করছি আবদার। তিনি যেন তার সন্তানের ইচ্ছা পূরণ করে বারবার।
  • ষষ্ঠী তে ভক্তি করি, সপ্তমী তে করি ঘোরাঘুরি, অষ্টমী তে মায়ের চরণে পুষ্পা ঞ্জলি দেই। নবমি তে খুব চিন্তায় পরি। কারণ দশমী তে যে মা আমাদের ছেড়ে চলে যাবে।
  • দশমীর দিনে আসলে জাগে মায়ের প্রতি অনেক ভালোবাসা। কারণ দীর্ঘ একটা বছর আবার অপেক্ষা করতে হবে। দুর্গা মাকে ফিরে পাওয়ার আশা।
  • শহরের সেই অলিগলি, মা বলে দিয়েছেন তোমরা থাকো এবার আমি চলি। আসছে বছর আবার আসবো তোমাদের কাছে। এভাবেই তোমরা আমাকে যাও ভালবেসে। তোমাদের প্রতি আমার আশীর্বাদ রইল।
  • দশমী চলে এসেছে মাকে করতে হবে বিসর্জন। এক বছরের অপেক্ষা  আজ ভেসে যাবে যত আছে সব আয়োজন। তুমি যদি চলে যাও মা করবো আমরা অপেক্ষা। প্রতি বছর থাকবো বসে কখন পাবো তোমার চরণ ভিক্ষা।
  • বিসর্জনের ঘণ্টা বাজে, মা যে চলে যাবে তার মত করে সাজে। সবার মন থাকবে উদাস। শুরু হবে আবার একটা বছরের অপেক্ষা। সবাই ভাববে আবার দীর্ঘদিন পর পাব দুর্গা মায়ের দেখা।

উপরে আপনি আকর্ষণীয় সব দূর্গা পূজার ছন্দ দেখতে পারছেন। আশা করি এই দুর্গা পূজার ছন্দ গুলো আপনার অনেক ভালো লেগেছে। তবে উপরে উল্লেখিত কোন দুর্গা পূজার ছন্দ টা আপনার অধিক ভালো লেগেছে। তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।

দূর্গা পূজার ছবি | Durga Puja Pictures

এতক্ষণ থেকে আপনি দুর্গা পূজা সম্পর্কিত বিভিন্ন বিষয় জানতে পেরেছেন। যেমন, প্রথমে আপনি জেনেছেন দুর্গা পূজার শুভেচ্ছা বাণী। এর পরে আপনি চমৎকার সব দূর্গা পূজার স্ট্যাটাস এবং দুর্গা পূজার ছন্দ জানতে পেরেছেন। তো এই বিষয় গুলো জানার পাশাপাশি এবার আপনাকে দুর্গা পূজার ছবি শেয়ার করব।

Durga Puja Pictures

দুর্গা পূজার শুভেচ্ছা ও কিছু কথা

প্রিয় পাঠক, দেখতে দেখতে আমরা আর্টিকেল এর শেষ পর্যন্ত চলে এসেছি। আর আপনার মূল্যবান সময় গুলো যেন ব্যর্থ না হয়। সে কারণে আজকের আর্টিকেলে আমি যথাযথ ভাবে দুর্গা পূজা সম্পর্কিত যাবতীয় বিষয় গুলো তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, আজকের এই আর্টিকেল এর মধ্যে আলোচিত দুর্গা পূজার শুভেচ্ছা বাণী গুলো আপনার অনেক ভালো লেগেছে। সেই সাথে আজকের আলোচিত দুর্গা পূজার ছন্দ, দূর্গা পূজার কবিতা এবং দুর্গা পূজার স্ট্যাটাস গুলো আপনার হৃদয় জুড়িয়ে দিতে সক্ষম হয়েছে। আর আপনি যদি এই ধরনের স্ট্যাটাস সম্পর্কে জানতে চান। তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন।

আর পুরো আর্টিকেল টি পড়ার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনার কোন কিছু জানার থাকে। তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। কারণ আপনাদের কমেন্ট মানে আমার নতুন কিছু লেখার আগ্রহ সৃষ্টি করে।

Leave A Reply

Your email address will not be published.