হাবিবা নামের অর্থ কি? | Habiba Name Meaning In Bengali

0

হাবিবা নামের অর্থ কি?

যুগ যুগ ধরে নামই মানুষকে স্মরণীয় করে রাখে তাদের কাজের মাধ্যমে। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় বীর আর লোকসকল আছেন তাদের নামই ধরেই তাদের কাজকে স্মরণ এবং শিক্ষা গ্রহণ করে থাকে মানুষ। তাই এই নামের গুরুত্ব অনেক মানবজীবনে। মানুষরে তার নিজের পরিবার বা সন্তানের জন্য সব সময়ই চান একটি সুন্দর আর আকর্ষণীয় নাম রাখার জন্য। আর ইসলামে তো সরাসরি বলা হয়েছে সুন্দর নাম রাখার জন্য সন্তানের জন্য।

আপনি কি আপনার সদ্যজাত সন্তানের জন্য সুন্দর একটি নাম খুঁজছেন বা আপনি কি হাবিবা নামের অর্থ কি খুঁজছেন তাহলে আজকের পোস্ট আপনার জন্যই।

আমাদের আজকের নাম পর্যালোচনায় রয়েছে হাবিবা নামের অর্থ কি। হাবিবা নামটির তাৎপর্য নিয়েই আমরা আলোচনা করবো আজ। হাবিবা নামের অর্থ কি, Habiba namer ortho ki, হাবিবা নামের বাংলা বানান কি, হাবিবা নামের আরবি বানান কি, হাবিবা নামের ইংরেজি বানান কি, হাবিবা নামের উর্দু বানান কি. হাবিবা নামের আরবি অর্থ কি, হাবিবা নামের বাংলা অর্থ কি, হাবিবা নামের জনপ্রিয় কেমন, হাবিবা নামটি কি ইসলামিক নাম কিনা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবো আজ। শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল।

আরো দেখুন: নাদিয়া নামের অর্থ কি?

হাবিবা কোন লিঙ্গের নাম?

হাবিবা নামটি মেয়েদের সুন্দর সেই অনেক আগ থেকেই ব্যবহৃত একটি নাম। এই নামটি বেশির ভাগ পিতা – মাতাই তাদের মেয়ে সন্তানের জন্য রেখে থাকেন। ছেলেদের জন্য এই নাম প্রযোজ্য নয়।

হাবিবা নামের উৎপত্তি কেন্দ্র থেকে?

প্রতিটি মানুষ আলাদা হয়ে যায় তার নামের মাধ্যমে হনজন থেকে। আর সেই নামগুলোর রয়েছে উৎপত্তিস্থল এক্ষেত্রে হাবিবা নামটি এসেছে আরবি ভাষা থেকে। 

হাবিবা নামের অর্থ কি? (Habiba namer ortho ki)

হাবিবা নামের অর্থ কি অর্থগুলো বেশ চমৎকার। হাবিবা নামের অর্থ হলো প্রিয়, প্রিয়তমা, প্রণয়ী ইত্যাদি। প্রিয় বা প্রিয়তমা নারীকেই হাবিবা বলে ডাকা হয়।

  • হাবিবা নামের আরবি বানান কি: হাবিবা নামের আরবি বানান হলো – حبيبة
  • হাবিবা নামের উর্দু বানান কি: হাবিবা নামের উর্দু বানান হলো – حبیبہ
  • হাবিবা নামের ইংরেজি বানান কি: – Habiba নামের (হাবিবা) ইংরেজি বানান হলো – Habiba
  • হাবিবা নামের হিন্দি বানান কি: হাবিবা নামের হিন্দি বানান হলো – हबीबा

হাবিবা নামের বাংলা অর্থ কি?

হাবিবা নামের অর্থ কি হাবিবা নামের বাংলা অর্থ হলো প্রিয়, প্রিয়তমা, প্রণয়ী ইত্যাদি। আরবি ভাষা থেকে এসেই এই নামটি বাংলায় বিশেষভাবে বিস্তার লাভ করেছে।

হাবিবা নামের ইংরেজি অর্থ কি?

হাবিবা নামটির ইংরেজি অর্থ ও খুবই সুন্দর। হাবিবা নামের ইংরেজি অর্থ হলো Dear (প্রিয়), Swetheart (প্রিয়তমা) ইত্যাদি। Who is a love one, called Haiba in English।

হাবিবা নামের আরবি অর্থ কি?

আরবি ভাষায় হাবিবা / Habiba নামটিকে হাবিবি বলা হয়ে থাকে। আপনি হয়তো আরবদের মুখে অনেক বেশিই এই হারিবি শব্দটি শুনেছেন। প্রিয়তমা নারীদেরকে সম্বোধন করতে তারা হাবিবি শব্দটি ব্যবহার করে থাকে। এই হাবিবিই বাংলা এলে হাবিবা হয়ে গেছে। হাবিবা নামের অর্থ হলো প্রিয়, প্রিয়তমা, প্রণয়ী ইত্যাদি।

হাবিবা নামটি কি ইসলামিক?

প্রিয়তাম নারীদেরকে আরবরা হাবিবি বলে থাকে। আর এখান থেকে নামটি বাংলায় এসেছে এবং হয়ে গেছে হাবিবা। আর এই নামটি বাংলাদেশের মানুষের কাছে বেশ সুন্দর ও পছন্দনীয় একটি নাম। নামটির অর্থ সুন্দর এবং আরবি ভাষা থেকে আসায় এটি একটি ইসলামিক নাম বলা যায়। এটি যেমন বর্তমান যুগে ব্যবহৃত হচ্ছে তেমনি আগেও হতো। তাই এই নামটি রাখায় কোন প্রকার বাধা নেই। আপনি আপনার মেয়ে শিশুটির জন্য নামটি রাখতে পারেন।

কিন্তু ইসলামে নাম রাখার ক্ষেত্রে অর্থ ও ইসলামিক গুরুত্ব রয়েছে কিনা নামে তার প্রতি খেয়াল রাখতে বলা হয়েছে। কারণ কেয়ামতের দিন ব্যক্তিকে তার নাম ও তার পিতার নাম ধরে ডাকা হবে। তাই বোঝাই যাচ্ছে ইসলামে নামের গুরুত্ব কতখানি।

হাবিবা শব্দ দিয়ে কিছু নাম

হাবিবা নামটির সাথে আর কি কি নাম যোগ করলে নামটি আরো আকর্ষণীয় হয়ে উঠবে তার কিছু তালিকা নিচে দেয়া হলো আপনার সুবিধার জন্য। আপনার পছন্দ অনুযায়ী একটি নাম আপনি বাছাই করতে পারেন।

  • হাবিবা পারভিন। 
  • হাবিবা খায়রুল। 
  • উম্মে হাবিবা। 
  • হাবিবা বিনতে। 
  • আশরাফা হাবিবা। 
  • বিনতে আশরাফ। 
  • হাবিবা কুলসুম। 
  • হাবিবা মুনতাহা। 
  • হাবিবা উন্মে। 
  • জামাল হাবিবা। 
  • জামান হাবিবা খান।
  • মাইশা হাবিবা।
  • মেহেজোবিন হাবিবা। 
  • হাবিবা মাহমুদ। 
  • হাবিবা রুহি। 
  • হাবিবা রিফা।

আরো দেখুন:

হাবিবা নামটি কি জনপ্ৰিয়?

হাবিবা নামেরর তেমন কোন জনপ্রিয় ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি যদিও নামটি বেশ জনপ্রিয়। কিন্তু আপনার কন্যা হয়তো তাদের কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান নিয়ে নিতে পারে এবং হতে পারে সকলের কাছে প্রিয়।

হাবিবা নামটি জনপ্রিয়তা আকাশচুম্মী। এই নামটি সারাবিশ্বেই প্রচুর পরিমাণে ব্যবহার হয়। বিশ্বের অনান্য মুসলিম দেশে এই নামটি অনেক বেশি ব্যবহার করতে দেখা যায়। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, সেদি আরব, কাতার, তুরস্ক ও সারাবিশ্বেই এই নামটি প্রচলন ব্যপক।

পরিসমাপ্তি: উপরের আলোচনা থেকে আপনি বুঝতেই পারছেন হাবিবা নামটির জনপ্রিয়তা কতখানি। আর সবচেয়ে বড় বিষয় এই নামটির অর্থ খুবই সুন্দর। প্রিয় নারীদেরকেই হাবিবা বলে ডাকা হয়। তাই নামটি আপনি রাখতে পারেন।

Habiba namer ortho ki, হাবিবা নামের অর্থ কি. হাবিবা নামের বাংলা বানান কি, হাবিবা নামের আরবি বানান কি, হাবিবা নামের ইংরেজি বানান কি, হাবিবা নামের উদু বানান কি, হাবিবা নামের জনপ্রিয় কেমন, হাবিবা নামটি কি ইসলামিক নাম কিনা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে পোস্টটিতে শেষ পর্যন্ত পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

আর ও পড়ুন:

 

Leave A Reply

Your email address will not be published.