ফাতেমা নামের অর্থ কি?

0

ফাতেমা নামের অর্থ কি? | (Fatema Name Meaning In Bengali)

বাংলাদেশের জনপ্রিয় ও খুবই পরিচিত একটি নাম ফাতেমা। বাংলাদেশের অনেক মেয়েদের নামই ফাতেমা। তাই আপনি হয়তো এই নামের গুরুত্ব কতটুকু, ফাতেমা নামের অর্থ কি (Fatema namer ortho ki), ফাতেমা নামটি কেন এত জনপ্রিয়, ফাতেমা কি ইসলামিক নাম কিনা, এই ধরণের অনেক প্রশ্নই আপনার মাথায় আসছে আপনার শিশুটি বা অন্য কারো নাম রাখার পূর্বে। আপনার এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই আমাদের আজকের আর্টিকেল।

ফাতেমা নামের অর্থ কি এই ভিন্ন ভিন্ন ভাষায় এই নামের অর্থ কি সকল কিছুই আমরা বিস্তারিত আলোচনা করবো আজকের এই আর্টিকেলটিতে। আপনারা জানবেন ফাতেমা নামের অর্থ কি প্রশ্নের উত্তর পেতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।

আরো দেখুন: রাইসা নামের অর্থ কি?

ফাতেমা নামের অর্থ কি? (Fatema namer ortho ki)

ফাতেমা একটি সন্দর ও মিষ্টি নাম ফাতেমা নামের অর্থ “সদ্য দুধ ছাড়ানো শিশু”। রূপক অর্থে আপনি বলতে পারেন যে, ফাতেমা নামের অর্থ বলতে আসলে নবজাতক শিশুকেই বুঝানো হচ্ছে এখানে।

ফাতেমা নামের উৎপত্তি কোথা থেকে?

প্রিয় নবীর সর্বকনিষ্ঠ ও সবচেয়ে আদরের মেয়ের নাম ফাতেমা। ফাতেমা নামটি আরবি ভাষার শব্দ। আর এখান থেকেই এই নামের উৎপত্তি। ফাতেমা নামের অর্থ “সদ্য দুধ ছাড়ানো শিশু”।

ফাতেমা কোন লিঙ্গের নাম?

ফাতেমা মেয়ে শিশুদের নাম। ফাতেমা স্ত্রী লিঙ্গের নাম। মেয়েদের ক্ষেত্রেই এই নাম ব্যবহার উপযোগী।

  • ফাতেমা নামের আরবি বানান কি : ফাতেমা নামের আরবি বানান – فاطمہ
  • ফাতেমা নামের উর্দু বানান কি : ফাতেমা নামের উর্দু বানান – فاطمہ
  • ফাতেমা নামের ইংরেজি বানান কি : ফাতেমা নামের ইংরেজি বানান – Fatema
  • ফাতেমা নামের হিন্দি বানান কি : ফাতেমা নামের হিন্দি বানান – फातिमा

ফাতেমা কোন ভাষার নাম?

ফাতেমা আরবি ভাষা থেকে আগত একটি মিষ্টি ভাষা। এই ভাষা থেকেই এর জনপ্রিয়তা সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে।

ফাতেমা নামের বাংলা অর্থ কি?

ফাতেমা নামের বাংলা অর্থ অবুঝ শিশু। যে শিশুকে মাত্রই দুধ ছাড়ানো হয়েছে তাকে ফাতেমা বলা হয়।

ফাতেমা নামের ইংরেজি অর্থ কি?

ফাতেমা নামের ইংরেজি অর্থ ও খুব সুন্দর। ফাতেমা নামের ইংরেজি অর্থ হলো: Newly weaned baby.

ফাতেমা নামের আরবি অর্থ কি?

প্রিয় নবীর সর্বকনিষ্ঠ ও সবচেয়ে আদরের মেয়ের নাম ফাতেমা। ফাতেমা নামটি আরবি ভাষার শব্দ। আর এখান থেকেই এই নামের উৎপত্তি। ফাতেমা নামের অর্থ সদ্য দুধ ছাড়ানো শিশু”।

ফাতেমা নামটি কি ইসলামিক?

যে চারজন মহিয়ষী নারীর কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। যারা সবচেয়ে বেশি সম্মানিত ও জান্নাতি তাদের মধ্যে ফাতেমা (রাঃ) একজন চারজনের নাম হলো মরিয়ম, আছিয়া, খাদিজা ও ফাতেমা। উক্ত আলোচনা ও আরবি অর্থ বিশ্লেষণ করে আমরা দেখতে পাই এটি একটি ইসলামিক নাম। বাংলাদেশের অনেক মেয়ের নামই ফাতেমা। বাবা ও মায়েরা এই নাম তাদের কন্যা সন্তানের ক্ষেত্রে অনেক আদর ও ভালোবেসে রাখেন।

ফাতেমা শব্দ দিয়ে কিছু নাম

  • ফাতেমা নূর।
  • ফাতেমা নাওয়াব।
  • ফাতেমা আলী।
  • ফাতেমা হক।
  • শেখ ফাতেমা।
  • ফাতেমা শারমিন। 
  • ইব্রাহিম ফাতেমা।
  • ফাতেমা রহমান।
  • ফাতেমা রতন। 
  • ফাতেমা খান।
  • ফাতেমা মিম। 
  • ফাতেমা মিসেস। 
  • ফাতেমা রুমাইয়া। 
  • ফাতেমা ইমাম। 
  • ফাতেমা সুমাইয়া।
  • ফাতেমা কামাল।
  • ফাতেমা খান।
  • ফাতেমা চৌধুরী। 
  • ফাতেমা শেখ। 
  • ফাতেমা বেগম। 
  • ফাতেমা জুবায়ের। 
  • ফাতেমা মুহাম্মদ। 
  • ফাতেমা খাতুন।
  • ফাতেমা আক্তর। 
  • ফাতেমা সুলতানা।

আরো দেখুন:

ফাতেমা নামটি কি জনপ্রিয়?

হ্যাঁ বাংলাদেশে ও বাংলাদেশের বাইরে সকল মুসলিম দেশেই ফাতেমা নামটি ভীষণরকম ভাবে জনপ্রিয়। সকল মুসলিম পিতা মাতারই এই নামটি পছন্দের শীর্ষে রয়েছে তাদের কন্যার জন্য।

ফাতেমা (রাঃ) প্রিয় নবীর সবচেয়ে আদরের কন্যা ছিলেন। ফাতেমা (রাঃ) কে নবীজী এত ভালোবাসতেন যে তিনি বলেন, “ যে ফাতেমা কষ্ট দেয় সে যেন আমাকেই কষ্ট দেয়, আর যে ফাতেমা ভালোবাসে সে যেন আমাকেই ভালোবাসে।”

বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়াসহ মুসলিম দেশগুলোতে এই নামটি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে।

শেষ কথা: আমি আশা করছি পর্যাপ্ত তথ্য দিয়ে আপনাদেরকে ফাতেমা নামের ব্যপারে জানাতে পেরেছি। ফাতেমা নামের অর্থ কি (Fatema namer ortho ki), ফাতেমা নামের বানান বিস্তারিত তথ্য ছিল আর্টিকেলটিতে। সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোন প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।

Leave A Reply

Your email address will not be published.