ফাহিম নামের অর্থ কি? | Fahim Name Meaning In Bengali

0

ফাহিম নামের অর্থ কি?

ফাহিম, Fahim নামটি এত বেশি পরিচিত একটি নাম আমাদের সমাজে যে প্রায়ই সবাই শুনে থাকবেন। ফাহিম নামটি শুধু এর সহজ সাবলীল উচ্চারণ ও ভাষা মাধুর্যের কারণে বেশি জনপ্রিয়। পরিবারের লোকদের তাদের পুত্র সন্তানের জন্য এই নামটি বিশেষভাবে পছন্দ করে থাকেন। আপনার কি জানতে ইচ্ছা করছে এই পরিচিত নামটির অর্থ কি? অথবা এই নামটি সম্পর্কে বিস্তারিত আরো না জানা কিছু তথ্য? তাহলে আপনাকে এই পোস্টটি শেষ পর্যন্ত পড়তে হবে।

আমাদের আজকের পোস্টটি সাজানো হয়েছে ফাহিম নামের অর্থ কি, Fahim namer ortho ki, ফাহিম নামের বাংলা বানান, আরবি বানান, ইংরেজি বানান, বিভিন্ন ভাষায় এই নামটির অর্থও এর ইসলামিক গুরুত্ব ইত্যাদি নিয়ে। আপনি আপনার সন্তানের জন্য কোন নামটি রাখবেন সেটি অবশ্যই আপনার সিদ্ধান্ত কিন্তু সব কিছুরই ভালো – খারাপ দুটি দিকই থাকে। সেটা নামের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। তাই নাম রাখার পূর্বে অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে নাম রাখতে হবে।

আরও দেখুন:

ফাহিম নামের অর্থ কি? (Fahim namer ortho ki)

ফাহিম নামের অর্থ কি বোধশক্তিসম্পন্ন, মেধাবী, বুদ্ধিমান ছেলেদেরকে আরবরা ফাহিম বলে অভিহিত করতো। আর সেখান থেকেই এই নামটি আরবের বাহিরেও ছড়িয়ে পড়েছে। যার বোধশক্তি ভালো তাকেই ফাহিম বলা হয়।

ফাহিম কোন লিঙ্গের নাম?

ছেলে শিশুদের নাম। এই নামটি মেযেদের জন্য উপযুক্ত নয়।

ফাহিম নামের উৎপত্তি কোথা থেকে?

রিফাত নামটি আরবি ভাষা থেকে এসেছে। আরবি ভাষায় এর অর্থের বেশ চমৎকার। বুদ্ধিমান বা মেধাবী ব্যক্তিকেই ফাহিম বলা হয়।

  • ফাহিম নামের আরবি বানান কি: ফাহিম নামের আরবি বানান হলো – فهيم
  • ফাহিম নামের উর্দু বানান কি: ফাহিম নামের উর্দু বানান হলো – فہیم
  • ফাহিম নামের ইংরেজি বানান কি: ফাহিম নামের ইংরেজি বানান হলো – Fahim
  • ফাহিম নামের হিন্দি বানান কি: ফাহিম নামের হিন্দি বানান হলো – फहीम

ফাহিম নামের বাংলা অর্থ কি?

ফাহিম নামটির বাংলা অর্থ হলো মেধাবী ফাহিম নামটি ব্যবহৃত হয়।

ফাহিম নামের ইংরেজি অর্থ কি?

ফাহিম নামটি অন্য ভাষার নামের অর্থ ইংরেজিতেও প্রকাশ করা যায়। ইংরেজি ফাহিম নামের অর্থ হলো Sensible (বোধশক্তিসম্পন্ন), intelligent (মেধাবী), intelligent ( বুদ্ধিমান) ইত্যাদি।

ফাহিম নামের আরবি অর্থ কি?

ফাহিম আরবি ভাষার একটি জনপ্রিয় শব্দ। এই শব্দটিই পরবর্তীতে নামের রূপান্তরিত হয়েছে। ফাহিম নামটির আরবি অর্থ হলো বোধশক্তিসম্পন্ন, বুদ্ধিমান, মেধাবী ব্যক্তি, যার বুদ্ধি প্রশসংসার দাবি রাখে তাকেই ফাহম বলা হয়।

ফাহিম নামটি কি ইসলামিক?

ফাহিম নামটি একটি ইসলামিক নাম। এই নাম রাখার ক্ষেত্রে কোন প্রকার সমস্যা নেই। কিন্তু নাম বাছাইয়ের ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে যদি আপনি একজন মুসলিম হয়ে থাকেন। কারণ ইসলামে সুন্দর নাম ও অর্থের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। অনেক মানুষই ভুলবশত খারাপ নাম রেখে দেন তাদের সন্তানের জন্য যা অনেক খারাপ একটি কাজ। পরে জানার পরেও কিছুই করার থাকে না দেখা যায় নাম পরিবর্তন করে রাখলেও পরিচিত মানুষজন ঐ নামে ও বারে তা ধরেই ডাকতে থাকে। তাই একজন মুসলিম হিসেবে আপনার প্রধান দায়িত্ব সুন্দর ও ইসলামিক একটি নাম রাখা আপনার সন্তানের জন্য।

ফাহিম শব্দ দিয়ে কিছু নাম

ফাহিম নামটির সাথে যে যে নাম যোগ করলে নামটি আরো সুন্দর হয়ে উঠবে তার একটি তালিকা নিচে দেয়া হলো।

  • আতিকুল ইসলাম ফাহিম। 
  • ফাহিম মির্জা।
  • মোস্তাফিজুর রহমান ফাহিম। 
  • ফাহিম আহমেদ রাব্বি। 
  • ফাহিম ইসলাম ইমন। 
  • ফাহিম চৌধুরী রেজা। 
  • মেহেদী হাসান ফাহিম। 
  • নাফিস হাসান ফাহিম। 
  • ফয়সাল আহমেদ ফাহিম।
  • ইশরাক আহমেদ ফাহিম। 
  • ফাহিম মল্লিক। 
  • ফাহিম মুস্তাকিম। 
  • ফাহিম ইসলাম। 
  • ফাহিম ইকবাল খান। 
  • ফাহিম সাফি। 
  • ফাহিম আলী।
  • সাদিদ হাসান। 
  • ফাহিম আব্দুল ফাহিম।

আরও দেখুন:

ফাহিম নামটি কি জনপ্রিয়?

ফাহিম নামটি খুবই জনপ্রিয় সারাবিশ্বে। এই নামের বহু প্রতিভাবান ব্যক্তি রয়েছেন বাংলাদেশ ছাড়াও বিশ্বের অনান্য দেশে। ফাহিম নামের বিখ্যাত ব্যক্তিরা হলেন

ফাহিম নামটি বাংলাদেশ ছাড়াও বিশ্বের অনান্য দেশেও বেশ জনপ্রিয় একটি নাম। পাকিস্তান, আলবেনিয়া, ভারত, আমেরিকা, বসনিয়া ইত্যাদি দেশেও এই নামটি সুপরিচিত একটি নাম।

পরিসমাপ্তি: ফাহিম নামের অর্থ কি, ফাহিম নামের বাংলা বানান, Fahim namer ortho ki, আরবি বানান, ইংরেজি বানান, বিভিন্ন ভাষায় এই নামটির অর্থও এর ইসলামিক গুরুত্ব ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। উপরের আলোচনায় আপনি দেখতেই পাচ্ছেন যে ফাহিম নামের কত জ্ঞানী গুণীব্যক্তি রয়েছেন সারাবিশ্বে। তাই আপনি চাইলেও এই নামটি রাখতে পারেন আপনার আদরের পুত্র সন্তানের জন্য। পরবর্তী কোন প্রকার প্রশ্ন থাকলে আমাদের কমেন্টবক্সে আপনি তা আমাদেরকে জানাতে পারেন নিশ্চিন্তে। আমরা আপনাকে সর্বাত্তক সহযোগিতা করার চেষ্টা করবো।

Leave A Reply

Your email address will not be published.