দুর্গা পূজার সময় সূচি ২০২৩ | Durga Puja 2023 Date

0

দুর্গা পূজার সময় সূচি ২০২৩ | দুর্গাপূজা আর কতদিন বাকি 2023

আপনি কি দুর্গা পূজার সময় সূচি সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে দেখে নিন এই বছরের Schedule of Durga Puja 2023 সম্পর্কে। আরো জেনে নিন, দুর্গা পূজা কত তারিখে শুরু হবে। সেই সাথে আপনাকে জানাবো, দুর্গা পূজা আর কতদিন বাকি আছে।

আমরা যারা সনাতন ধর্মালম্বী আছি। তাদের দুর্গাপূজা হলো মহা একটি উৎসবের নাম। দীর্ঘ একটা বছর অপেক্ষা করার পরে যখন শরৎকালে দূর থেকে সাদা কাশ ফুলের মেলা দেখা যায়। ঠিক সেই সময়ে দুর্গা মায়ের আগমন ঘটে। আর এই দুর্গা মায়ের আগমন কে ঘিরেই চলে আমাদের বিভিন্ন রকমের আয়োজন। মন্দিরে মন্দিরে পূজার্চনা, ঢাকের উপর কাঠির ডুমডুম বাজনা। সেই সাথে দুর্গা মায়ের চরণ স্পর্শ করে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় যে আনন্দ অনুভব হয়। তা আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। মূলত এই দিনটি কে ফিরে পাওয়ার জন্য আমরা সনাতন ধর্মাবলম্বীরা পুরো একটা বছর ধরে অপেক্ষা করি। আর যখন সেই দিন টি ফিরে আসে। তখন আমরা জমজমাট ভাবে দুর্গা মায়ের পূজা করি।

তো আমরা সবাই জানি যে, এই দুর্গা পূজা নির্দিষ্ট একটি সময়ে অনুষ্ঠিত হয়। এবং প্রতি বছরের ন্যায় এই বছরেও পঞ্জিকার নিয়ম রীতি অনুযায়ী দুর্গা পূজা অনুষ্ঠিত হবেম আর সে কারণেই আমাদের দুর্গা পূজার সময় সূচি জেনে নেওয়া টা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। মূলত আজকের এই আলোচনার মাধ্যমে আমি আপনাকে দুর্গা পূজার সময় সূচি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যাতে করে আপনি আগে থেকেই জানতে পারেন যে। এই বছরের দূর্গা পূজা কবে অনুষ্ঠিত হবে। এবং সেই সাথে আমি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে। দুর্গা পূজা আর কতদিন বাকি আছে 2023. আর আপনি যদি এই বিষয় গুলো সম্পর্কে জানতে চান। তাহলে অবশ্যই আপনাকে আজকের পুরো লেখা টি মনোযোগ দিয়ে পড়তে হবে।

আরো দেখুন: দুর্গা পূজার শুভেচ্ছা বাণী.

দুর্গা পূজা কত তারিখে?

যদিও বা উপরের টেবিলের মধ্যে আমি দুর্গা পূজার সময় সূচী উল্লেখ করেছি। তবে অনেকের মনে একটি প্রশ্ন জেগে থাকবে। আর সেই প্রশ্ন টি হল যে দুর্গা পূজা কত তারিখে। আর আপনার মনেও যদি এ ধরনের প্রশ্ন জেগে থাকে। তবে আমি আপনাকে বলব যে, দুর্গা পূজা অনুষ্ঠিত হবে ২০২3 সালের সেপ্টেম্বর মাসের ৩০ তারিখে। আর এই দিনে মূলত মহা পঞ্চমীর মাধ্যমে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

দুর্গাপূজা আর কতদিন বাকি 2023

সত্যি বলতে দুর্গা পূজার বেশ কয়েক দিন আগে আমি আমার এই আর্টিকেল টি পাবলিশ করেছি। তো আপনি যদি জানতে চান যে, দুর্গাপূজা আর কতদিন বাকি 2022. তাহলে আমার এই আর্টিকেল পাবলিশ করার তারিখ অনুযায়ী দুর্গা পূজার আর ২৭ দিন বাকি আছে। আর এই ২৭ দিন পরই শুরু হবে মা দুর্গার পূজা। আর আমাদের এক বছরের দীর্ঘ অপেক্ষার অবসান সেদিন ঘটবে, যেদিন মা দুর্গা আমাদের সবার মাঝে ফিরে আসবে।

দুর্গা পূজার সময় সূচি ২০২3

এবার আমি আপনাকে দুর্গা পূজার সময় সূচি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনি যাতে এই সময় সূচি সঠিক ভাবে বুঝতে পারেন। সে জন্য আমি নিচে একটি টেবিল প্রদান করব। যেখানে দুর্গা পূজার সময় সূচি কে স্পষ্ট ভাবে উল্লেখ করা হবে। এরপর আমি আপনাকে দুর্গা পূজা রিলেটেড আরও বেশ কিছু বিষয় ধারণা দেয়ার চেষ্টা করব। তো চলুন এবার সেই দুর্গা পূজার সময় সূচি ২০২3 দেখে নেওয়া যাক।

মহালয়া ২৫ সেপ্টেম্বর, (রবিবার), ২০২৩ ২:৫৫ মিনিট ৫৬ সেকেন্ড (দিন)
মহা পঞ্চমী ৩০ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৩ —–
মহা ষষ্ঠী ১ অক্টোবর, (শনিবার), ২০২৩ ৮:৩৫ মিনিট ৫০ সেকেন্ড (দিন)
মহা সপ্তমী ২ অক্টোবর, (রবিবার), ২০২৩ ৬:২১ মিনিট ৪২ সেকেন্ড (রাত)
মহা অষ্টমী ৩ অক্টোবর, (সোমবার), ২০২৩ ৩:৫৯ মিনিট ১৮ সেকেন্ড (দিন)
মহা নবমী ৪ অক্টোবর, (মঙ্গলবার), ২০২৩ ৩:৫৯ মিনিট ১৮ সেকেন্ড (দিন)
বিজয়া দশমী ৫ অক্টোবর, (বুধবার), ২০২৩ ১১:১০ মিনিট ৭ সেকেন্ড (দিন)

উপরে আপনি টেবিল আকারে দুর্গা পূজার সময় সূচী দেখতে পাচ্ছেন। তবে  একটা বিষয় বলে রাখা উচিত যে। অষ্টমীর দিনে যে সন্ধি পূজা করা হয়। সে সময় টা এই টেবিল এর মধ্যে উল্লেখ করা হয়নি। আর এই সন্ধি পূজা অনুষ্ঠিত হবে বিকাল ৩:২৫ মিনিট ১৮ সেকেন্ড এর মধ্যে। এবং এই সন্ধি পূজা শেষ হবে ৪:২৩ মিনিট ১৮ সেকেন্ডের মধ্যে।

Durga Puja 2023 F&Q

Q: দুর্গা অর্থ কি?

A: দুর্গা অর্থ হল, যিনি দুর্গতি নাশ করেন। যিনি সকল প্রকার সংকট থেকে রক্ষা করেন। মূলত এই দুর্গা দেবী “দুর্গম”- নামক একটি অসুর কে বধ করেছিলেন। আর এই দুর্গ দেবী হল মা পার্বতীর বিশেষ একটি রূপ। সনাতন ধর্মলম্বীরা মা দুর্গা কে মহা শক্তির রূপ হিসেবে চিনে থাকে।

Q: দেবী দুর্গার বাবার নাম কি?

A: দেবী দুর্গার বাবার নাম হল, পার্বতী গিরিরাজ। তিনি ছিলেন পর্বতের দেবতা। আর সে কারণে তাকে হিমাবণ নামে ডাকা হতো। আর দেবী দুর্গার বাবার স্ত্রী হলেন, দেবী মেনকার কন্যা।

Q: মা দুর্গার অস্ত্রের নাম কি?

A: আমরা মা দুর্গার দশ টি হাতে দশ রকমের অস্ত্র দেখতে পাই। আর পুরাণের দেওয়া তথ্য অনুযায়ী, দেবী দুর্গার দশটি হাত সৃষ্টি হয়েছে, ব্রহ্মা, বিষ্ণু, নৈঋত, ঈশান, বায়ু, অগ্নি, কুবের, যম, ইন্দ্র, বরুণ এর মাধ্যমে। যেন মা দুর্গা এই 10 টি হাতের মাধ্যমে দশ দিক থেকে মহিষাসুর কে বধ করতে পারে।

Q: দেবী দুর্গার বাহনের নাম কি?

A: যদিও বা আমরা মা দুর্গার প্রতিমা তে বাহন হিসেবে সিংহ দেখতে পাই। তবে পুরাণের দেওয়া তথ্য অনুযায়ী দেবী দুর্গার বাহনের নাম হল সিংহ।

Q: মা দুর্গার দশটি হাত কেন?

A: আমরা মা দুর্গার দশটি হাত দেখতে পাই। মূলত এই দশ টি হাত বিভিন্ন দেবতাদের তেজস্বী থেকে তৈরি হয়েছে। সেই সময়ে মহিষাসুর নামক একটি অসুর কে বধ করার জন্য। মা দুর্গা যেন দশ দিক থেকে তাকে আক্রমণ করতে পারে। সে কারণেই মা দুর্গার দশটি হাত এর সৃষ্টি হয়েছিল।

Q: দেবী দুর্গার বিভিন্ন নাম

A: দেবী দুর্গার অনেক রকমের নাম রয়েছে। যেমন, যোগমায়া, অম্বিকা, বৈষ্ণবী, মহামায়া, মহিষাসুর সংহারিনী, নারায়ণী।

দুর্গা পূজার সময় সূচি নিয়ে কিছু কথা

একজন সনাতন ধর্মাবলম্বী হিসেবে অবশ্যই আমাদের সবার দুর্গা পূজার সময় সূচী সম্পর্কে জেনে নেওয়া উচিত। আর আপনি যাতে খুব সহজেই এই দুর্গা পূজার সময় সূচি সম্পর্কে জানতে পারেন। সে জন্য আজকে আমি আপনাকে উক্ত সময় সূচী কে টেবিল আকার উল্লেখ করেছি। আশা করি আপনি এই টেবিল থেকে আপনি চলতি বছরের দূর্গা পূজার সময়সূচী জেনে নিতে পারবেন।

Leave A Reply

Your email address will not be published.