BTS Full form in Bengali | বি টি এস আর্মি সম্পূর্ণ অর্থ কি?

0

BTS Full form in Bengali বা বি টি এস -এর পূর্ণরূপ

BTS Full form in Bengali বা বি টি এস ফুল ফর্ম কি? ফেসবুক বা অন্যান্য সোশ্যাাল মিডিয়ার কল্যাণে হয়তো আপনি অনেকবারই BTS এর নাম শুনে থাকবেন কিন্তু এর ফুল ফর্ম বা BTS Full form in Bengali না দেওয়ার থাকার কারণে অনেকেই এর অর্থ সম্পর্কে অজ্ঞ। BTS হলো কোরিয়ান একটা বুলেটপ্রুফ বয় স্কাউটস বা ব্যাংটান বয়েজ নামেই বেশি পরিচিত যার এর নামের বাংলা অর্থ প্রকাশ করে থাকে।

 

আজকে আমরা এই পোস্টের BTS Full form in Benglai জানবো। BTS এর জনপ্রিয়তা সারাবিশ্বেই রয়েছে কিন্তু এদের নিয়ে বিতর্কের শেষ নেই তারমধ্যে অন্যতম একটি হচ্ছে এদের বডি ল্যাঙ্গুয়েজ মেয়েদের মতো এবং মেয়েদের মতোই অনেকটা দেখতে এরা যা নিয়ে ফেসবুকে অনেক বেশি ট্রল হয়ে থাকে বাংলাদেশ, ভারতে। 

 

তাদের গানের লিরিক্সেও বেশকিছু বিতর্কিত বিষয় পাওয়া গেছে যেহেতু তাদের মধ্যে বেশিরভাগই ধর্মকে মানে না তাই তাদের অনেক লিরিক্সই স্রষ্টা বিরোধী যা একজন ধার্মিক মানুষকে বিভ্রান্ত করবে বিশেষ করে মুসলিম জনগোষ্ঠীকে। তাই আমাদের আজকের পোস্টের উদ্দেশ্য হচ্ছে আপনাকে BTS Form in Bengali সম্পর্কে জানানো একে প্রমোট করা বা এর সাথে আপনাকে সম্পর্কিত হতে হবে এমন কিছুই নেই অর্থাৎ সম্পূর্ণ আর্টিকেলটি একটি তথ্যবহুল আর্টিকেল ব্যতীত কিছুই নয়!

BTS এর Instagram 

BTS মানে কি? BTS Full form in Bengali

 

BTS, এর Full form হচ্ছে, Bangtan Sonyeondan (ব্যাংটান সোনিওন্ডান)। এটি একটি কোরিয়ান “বুলেটপ্রুফ বয় স্কাউটস” বা “ব্যাংটান বয়েজ”। এটি দক্ষিণ কোরিয়ার একটি কে-পপ (কোরিয়ান পপ মিউজিক) ব্যাান্ড যা ২০১৯ সালের শেষের দিকে আন্তর্জাতিক স্টারডম অর্জন করে এবং মানুষের কাছে তাদের পরিচয় তুলে ধরতে সক্ষম হয় তারা।

আর ও পড়ুন:

১৫০+ আবেগী ফেসবুক আইডির নাম

১৫০+ হাত কাটা পিক ২০২৩ | বর্ণ দিয়ে হাত কাটা পিক Download

BTS কেন এত জনপ্রিয়?

BTS Full form in Bengali

BTS কে প্রতিভার পাওয়ার হাউসও বলা হয়ে থাকে। বিটিএসে অনেক প্রতিভাবান তরুণ রয়েছেন। তারা তাদের কাজ শুধু গান করা নয় তারা র‌্যাপ করে এবং সাথে নাচ করে। এছাড়া তাদের মিউজিক ভিডিওর মাধ্যমে তাদের অভিনয় দক্ষতারও প্রকাশ করে থাকে। 

 

গান করা ছাড়াও বিটিএস তাদের সক্রিয় ভূমিকার জন্য বেশ জনপ্রিয় যেমন: মানসিক স্বাস্থ্য, যুব সংস্কৃতি মতো বিয়য়গুলিকে প্রমোট করার মাধ্যমে সাামাজিক সচেতনতা বৃদ্ধি করে তাদের গানের মাধ্যমে। তাদের গান ও সামাজিক কাজের জন্য তারা বেশ কিছু বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড এবং সেরা পপ ডুও/গ্রুপ পারফলম্যান্সের জন্য গ্রামি এ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরষ্কার জিতেছে। 

 

যারা কে-পপ অর্থাৎ কোরিয়ান পপ সঙ্গীত পছন্দ করে থাকেন সে সকল দর্শক বা ভক্তদেরকে BTS Army বলা হয়েছে থাকে। বিটিএস এই পপ গ্রুপের সাফল্যের মূল কারণ হচ্ছে যে তাদের সঙ্গীতে প্রতি গভীর ভালোবাসা রয়েছে এবং এর মাধ্যমেই তারা দর্শকদের বেশি আকর্ষণ করে থাকে।

 

সারাবিশ্বে K-pop এর বিশাল ফ্যানবেস রয়েছে কিন্তু তন্মধ্যে মেয়ে ফ্যাানবেসের সংখ্যাই সবচেয়ে বেশি। মেয়েরা তাদের সুন্দর মুখশ্রী দ্বারাই বেশি আকর্ষিত হয়ে থাকে। আর এই কে-পপ গ্রুপটি মেয়েদের কাছে বেশি জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এরা তাদের ভক্তদের সাথে সরাসরি সাক্ষাৎ করে থাকে তাদের সাথে কথা বলে এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখায় যা তাদের ফ্যানরা বেশি পছন্দ করে থাকে।

 

BTS গ্রুপের সাত সদস্যের নাম কি?

BTS Full form in Bengali

BTS গ্রুপে সাত জন সদস্য রয়েছে। তারা গানের গ্রুপে তাদের কার্যক্রম অনুযায়ী নতুন নাম দিয়েছে নিজেদের জন্য কিন্তু তাদের আসল নামও রয়েছে। চলুন দেখে নেই কার নাম কি..

  • Rap Monster আসল নাম: Kim Namjoon
  • Jin আসল নাম: Kim Seokijin
  • Suga আসল নাম: Min Yoongi
  • J-Hope আসল নাম: Jung hoseok
  • Jimin আসল নাম: Park Jimin
  • V.Real আসল নাম: Kim Taehyung
  • Jungkook আসল নাম: Jeon Jungkook

আর ও পড়ুন:

BTS Army Full meaning in Bengali বা বি টি এস আর্মি সম্পূর্ণ অর্থ কি?

 

সাধারণ আপনি শুনে থাকবেন যে, BTS নামটি শোনার সাথে সাথে Army শব্দটিও আপনি শুনে থাকবেন যেন মনে হয় এই দুটি আলাদা কোন শব্দ নয় যখনই একটির নাম আসে তখন আরেকটি অটোমেটিক্যালি চলে আসে। 

 

BTS ফ্যানবেজদের Army বলা হয়ে থাকে কিন্তু আমরা তো জানি যে, আর্মি বা Army এর ভিন্ন অর্থ অর্থাৎ যারা সামরিক বাহিনীতে কাজ করে থাকে তাদেরকে আর্মি বলা হয়। BTS ব্র্যান্ডের প্রথম একক সঙ্গীত ছিল “2 Cool 4 Skool” যা ২০১৩ সালের ৯ জুলাই প্রকাশিত হওয়ার পর পরই এর একটি বিশাল ফ্যানবেজ তৈরি হয় যাদের জন্য এই গানের জনপ্রিয় হয়েছেলি। আর এরপর থেকেই Army, BTS এর ফ্যানডম নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়।

 

Army এর পূর্ণরূপ হলো “Adorable Representative M.C For Youth”। এছাড়া “Army” নামটি BTS- এর পুরো নামের সাথেও সম্পর্কযুক্ত, “Bangtan Sonyeondam”, যা ইংরেজিতে “Bulletproof Boyscouts”। 

 

USBTSARMY.com হচ্ছে BTS এর একটি ওয়েবসাইট। তাদের এই ওয়েবসাইটের মতে, Army হলো সামরিক এবং BTS হলো বর্ম অর্থাৎ এটি একটি রূপক অর্থে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ, BTS Army দ্বারা এটাই বোঝানো হয় যে, একটি ব্যান্ড এবং তার ভক্তরা সব সময় একে অপরের পরিপূরক তারা ছাড়া একটি ব্যান্ড কিছুই না।

 

BTS এর জনপ্রিয় গানের তালিকা

 

BTS এর যাত্রা শুরু হয় ২০১৩ সালে তারপর থেকে ২০২৩ পর্যন্ত তাদের অনেক অ্যালবাম প্রকাশিত হয়েছে এবং সেখানের জনপ্রিয় অনেক গানের তালিকাও রয়েছে। তারমধ্যে বেশকিছু গান বেশ জনপ্রিয়তা অর্জন করেছে সেই সেখান থেকে কিছু গানের লিস্ট তুলে ধরা হলো তালিকাটিতে।

 

BTS Song Name Release Date
Dynamite 2020
Fake Love May 18. 2018
Butter May 21, 2021
Save ME May 2, 2016
2 Cool 4 Scool 2013
Wake up 2014
The most beautiful moment in life 2015
Youth 2016
Love yourself: Tear 2018
Map of the Soul: Persona 2019
Map of the Soul: 7 – The Journey 2020

 

BTS এর প্রতিষ্ঠাতা কে?

 

BTS এর আত্মপ্রকাশ ঘটে ২০১৩ সালে। BTS প্রথম সঙ্গীতের প্রযোজক এবং গীতিকার ছিলেন ব্যাং সি-হুক আর এভাবেই তার হাত ধরে কে-পপ লেবেল, বিগ হিট এন্টারটেইনমেন্টের পথচলা শুরু হয়।

 

BTS এর প্রথম গান কি ছিল?

 

BTS প্রথম দক্ষিণ কোরিয়াায় ২০১৩ সালের ১২ জুন আত্মপ্রকাশ করে তাদের প্রথম গান “নো মোর ড্রিম (No More Dream)” এর মাধ্যমে যা সেই সময় তাদের গাঁও ডিজিটাল চার্টে ১২৪ নম্বরে উঠে এসেছিল এবং প্রথম গানের কপি হিসেবে ৫০,০০০ কপি বিক্রি হয়েছিল।

 

BTS নিয়ে শেষকথা

BTS Full form in Bengali বা বি টি এস -এর পূর্ণরূপ কি তা নিয়ে ছিল আমাদের আজকের পোস্ট। পাশাপাশি যারা বি টি এস সদস্যেদের নাম জানতে না বা তাদের ফ্যানবেজকে কেন “Army” বলা হয় সেই সম্পর্কেও ছিল পোস্টে বিস্তারিত। এটি সম্পূর্ণরূপে একটি তথ্যবহুল পোস্ট যারা BTS সম্পর্কে জানতে না তাদের জন্য। পরবর্তীতে আরো নতুন কোন তথ্যবহুল পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের সামনে।

 

Leave A Reply

Your email address will not be published.