বৃষ্টি নামের অর্থ কি? Brishty namer bangla meaning 2023

0

বৃষ্টি নামের অর্থ কি? | Brishty Name Meaning In Bengali

একটি শিশুর জন্মের পর তার নামের প্রয়োজন হয়। আর এই নাম ধরেই তাকে সবাই চিনে থাকেন। কিন্তু কোন একটি নাম রেখে দিলেই হবে না। সেই নামটির গুরুত্ব কেমন, সেই নামটির অর্থ কি , এসব ব্যাপারে বিস্তারিত জানতে হবে। তারপরই ব্যাক্তির নাম রাখার সিদ্ধান্ত নিতে পারেন। বাংলাদেশের প্রেক্ষাপটে বৃষ্টি নামটি খুবই জনপ্রিয়। এটি মেয়ে শিশুদের একটি ডাকনাম বাবা- মায়েরা তাদের কন্যা সন্তানের জন্য ভালোবেসে এই নামটি রেখে থাকেন।

কিন্তু প্রশ্ন হচ্ছে এই নামটির অর্থ কি? আপনি কি বৃষ্টি নামের অর্থ কি জানতে চাচ্ছেন বা সদ্যজাত সন্তানের জন্য এই নামটি রাখতে আগ্রহ প্রকাশ করছেন? কিন্তু এই নাম সম্পর্কে ততটা ভাল জানেন না? তাই আপনি অনলাইন সার্চ করছেন তো আপনাকে জানাই স্বাগতম। কারণ আমরা আজকের এই পোস্টে বৃষ্টি  নাম নিয়ে আলোচনা করবো। তো দেরি না করে চলুন শুরু করে দেওয়া যাক।

আজকের পোস্টটির মাধ্যমে আপনি জানতে পারবেন  Brishty namer ortho ki, বৃষ্টি নামের অর্থ কি, বৃষ্টি নামটি কি ইসলামিক নাম কিনা, বৃষ্টি নামের আরবি অর্থ কি, বৃষ্টি নামের বাংলা অর্থ কি, বৃষ্টি নামের ইংরেজি অর্থ কি, বৃষ্টি নামের সাথে সংযুক্ত আরো কিছু নাম সম্বলিত এই তথ্যবহুল পোস্ট।

আরো দেখুন: আবিদ নামের অর্থ কি?

বৃষ্টি নামের অর্থ কি ? (Brishty namer ortho ki)

বৃষ্টি নামের অর্থ কি অর্থ বারি, বর্ষা, পানি ইত্যাদি। বৃষ্টি বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই জনপ্রিয় একটি ডাকনাম। এই নামটি প্রচুর শোনা যায় বাঙ্গালীদের মাঝে।

বৃষ্টি কোন লিঙ্গের নাম ?

বৃষ্টি হচ্ছে মেয়ে বাবুদের নাম। সকল প্রকার নামেরই একটি লিঙ্গভেদ থাকে যার মাধ্যমে নামটি শুনলেই। বোঝা যায় নামটি ছেলে শিশুদের নাকি মেয়ে শিশুদের।

বৃষ্টি নামের উৎপত্তি কোথা থেকে ?

বৃষ্টি নামটির উৎপত্তি হয়েছে সংস্কৃত থেকে। সংস্কৃতিতে এর অর্থ হচ্ছে মুষলধারে বারি, পানি, বর্ষা ইত্যাদি।

  • বৃষ্টি নামের আরবি বানান কি: বৃষ্টি নামের আরবি বানান হলো – بريشتي
  • বৃষ্টি নামের উর্দু বানান কি: বৃষ্টি নামের উর্দু বানান হলো – برشتی۔
  • বৃষ্টি নামের ইংরেজি বানান কি: বৃষ্টি নামের ইংরেজি বানান হলো – Brishty
  • বৃষ্টি নামের হিন্দি বানান কি: বৃষ্টি নামের হিন্দি বানান হলো – ब्रिष्टी

বৃষ্টি নামের বাংলা অর্থ কি?

এমন অনেক নাম বা শব্দ রয়েছে যা সংস্কৃত থেকে বাংলা ভাষায় এসেছে ও মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছে। হয়তো একজন ব্যক্তি জানেও না যে এই নামটার উৎপত্তি কোথা থেকে হয়েছে বা সংস্কৃতি মানে কি! কিন্তু নামটার ব্যাপারে কিন্তু সে খুব ভাল করেই জানে ও বুঝে। ঠিক তেমনই একটি নাম হচ্ছে বৃষ্টি।বৃষ্টি নামের বাংলা অর্থ হচ্ছে বারি, বর্ষা।

বৃষ্টি নামের ইংরেজি অর্থ কি ?

অন্য ভাষাভাষী লোকেরা যেন  বৃষ্টি নামের অর্থ বুঝতে পারেন সেজন্য বৃষ্টি নামের ইংরেজি অর্থ তুলে ধরা হলো এখানে। বৃষ্টি নামের ইংরেজি অর্থ হল Rain (বর্ষা), Water (পানি)। 

বৃষ্টি নামের আরবি অর্থ কি?

Brishti  বৃষ্টির নামটি এসেছে বাংলা ভাষা থেকে তাই এর কোন আরবি অর্থ নেই । কিন্তু ইসলামিক দিক থেকে এই বৃষ্টি নামটির অনেক গুরুত্ব রয়েছে। একে রহমতের পানিও বলা হয়ে থাকে। আল্লাহপাক যখন বান্দার উপর অনেক খুশি হন তখন তাকে বৃষ্টি প্রদান করেন। এজন্য একে রহমতের পানি বা বর্ষণ বলা হয়ে থাকে।

বৃষ্টি নামটি কি ইসলামিক ?

না, এটি ইসলামিক নাম নয়। এটি বাংলা ভাষার একটি নাম কিন্তু ইসলামের দিক থেকে অনেক গুরুত্ব রয়েছে। কারণ এটি হচ্ছে রহমতের পানি এবং মুসলিমদের কাছে এই বৃষ্টি আল্লাহর খুশি হওয়ার নিদর্শন। তাই এই নামটি আপনি আপনার সন্তানের জন্য রাখতে পারবেন কোন সমস্যা‌ নেই। কারণ এই নামটি শুধু তার দুনিয়াতে নয় তার আখিরাতেও প্রয়োজন হবে। কেয়ামতের দিন আল্লাহ ব্যক্তিকে তার ও তার পিতার নাম ধরে ডাক দিবেন এবং তারপরে তার হিসাব নিকাশ করবেন। তাই নামের গুরুত্ব শুধু যে এই দুনিয়াতে রয়েছে তা মোটেও নয়। পরবর্তী জীবনেও গুরুত্ব রয়েছেন। 

বৃষ্টি নামটির সাথে যুক্ত কিছু নাম 

বৃষ্টি নামের অর্থ কি নামটি কোন ব্যক্তির ডাক নাম। এই নামটির সাথে আরো কিছু নাম যোগ করলে নামটি সম্পূর্ণ হবে। তাই প্রচলিত কিছু নামের তালিকা নিচে উল্লেখ করা হলো।

  • বৃষ্টি খাতুন।
  • বৃষ্টি হাসান।
  • বৃষ্টি পারভীন।
  • বৃষ্টি সাবেরা।
  • বৃষ্টি মাহতাব।
  • বৃষ্টি নাওয়ার।
  • উম্মে আক্তার বৃষ্টি।
  • ছামিয়া খান বৃষ্টি।
  • আফিয়া বৃষ্টি।
  • সুমাইয়া মিম বৃষ্টি।
  • সুমাইয়া পারভিন বৃষ্টি।
  • সুমাইয়া আক্তার বৃষ্টি।
  • সুমাইয়া আফরিন বৃষ্টি।
  • সুমাইয়া সাদিয়া বৃষ্টি।
  • সুমাইয়া বৃষ্টি।
  • সুমাইয়া খালিদ বৃষ্টি।
  • সুমাইয়া আক্তার বৃষ্টি।
  • বৃষ্টি খাতুন।
  • বৃষ্টি বেগম।
  • বৃষ্টি খান।
  • বৃষ্টি চৌধুরী।
  • বৃষ্টি সরকার।
  • বৃষ্টি আহমেদ।
  • বৃষ্টি শেখ।

আরো দেখুন:

বৃষ্টি নামটি কি জনপ্রিয় ?

বৃষ্টি নামের অর্থ কি নামটি আধুনিক এবং সুন্দর নাম। এই নামটি অনেক আগে থেকেই পিতামাতার রেখে‌ আসছেন। কিন্তু অর্থ হয়ত ব্যক্তিবিশেষ ততটা ভালভাবে জানতেন না।  কিন্তু প্রযুক্তির কল্যাণে এবং অনলাইনের সহজলভ্যতার কারণে মানুষ আজ খুব সহজেই যে কোন বিষয় সম্পর্কে জানতে পারছেন। তাই এই নামটি জনপ্রিয় হয়ে উঠছে দিন দিন।  বৃষ্টি নামটি বাংলাদেশের বেশ জনপ্রিয় একটি ডাকনাম মেয়েদের জন্য।

শেষকথা

পরিশেষে: আজ আমরা এই পোষ্টের মাধ্যমে আপনাকে জানানোর চেষ্টা করেছি। Brishti namer ortho ki, বৃষ্টি নামের অর্থ কি সম্পর্কে কিন্তু যেকোন নাম কারো মুখে শুনেই রেখে দিবেন না নামটি সম্পর্কে ভালোভাবে না জানা থাকলে। আর একজন মুসলিম হিসেবে তো কখনই আপনার উচিত না এমন কোন নাম আপনার সন্তানের জন্য রাখা যায় ইসলাম শরীয়তসম্মত নয়। 

আর ও পড়ুন:

Leave A Reply

Your email address will not be published.