স্টাইলিশ ফেসবুক বায়ো স্ট্যাটাস | Best Facebook Bio Style
স্টাইলিশ ফেসবুক বায়ো স্ট্যাটাস | Best Facebook Bio Style
আপনি যদি ফেসবুক বায়ো সম্পর্কে জানতে চান। তাহলে আজকের আর্টিকেল টি আপনার জন্য অনেক বেশি প্রয়োজনীয়। কারন আজকে wikinaim আপনার সাথে চমৎকার কিছু ফেসবুক বায়ো শেয়ার করবো। যে Facebook Bio গুলো অবশ্যই অনেক ভালো লাগবে আপনার।
দেখুন, বর্তমান সময়ে আমরা কমবেশি সবাই FB ব্যবহার করি। এখন অন্যদের থেকে যদি আপনার ফেসবুক আইডি টা একটু ভিন্ন হয়। তাহলে বিষয়টা আপনার কাছে আর্কষনীয় বলে মনে হবে। আর অন্যদের থেকে নিজের ফেসবুক আইডি কে আর্কষনীয় করার। অন্যতম একটি উপায় হলো, ফেসবুক বায়ো।
মূলত এখন আমি আপনাকে সেরা কিছু ফেসবুক বায়ো সম্পর্কে বলবো৷ যেগুলো এখন অনেক বেশি জনপ্রিয়। তাই আপনি যদি এই ফেসবুক বায়ো গুলো আপনার আইডি তে ব্যবহার করেন। তাহলে আপনার ফেসবুক আইডি টা অনেক আর্কষনীয় হবে।
আরো দেখুন:
ফেসবুক স্টাইলিশ বায়ো সাজাবেন যেভাবে?
প্রথমে আপনাকে জেনে নিতে হবে যে, আপনার ফেসবুক স্টাইলিশ বায়ো সাজাবেন কিভাবে। কারন, আপনি যেভাবে আপনার Facebook Id কে সাজাবেন। আপনাকে সেইরকম Facebook Bio সংগ্রহ করতে হবে।
তো আপনি যখন ফেসবুক স্টাইলিশ বায়ো সাজাবেন৷ তখন আপনাকে খেয়াল রাখতে হবে। যেন সঠিকভাবে ফেসবুক বায়ো সাজানো হয়। আর সেই কারনে আপনাকে আপনার ফেসবুক প্রোফাইল এর এডিট (Edit) অপশনে যেতে হবে।
তারপর আপনি যেভাবে আপনার প্রোফাইল কে ফেসবুক বায়ো দিয়ে সাজাতে চান। আপনি তখন আপনার পছন্দমতো সাজিয়ে নিতে পারবেন। চলুন এবার তাহলে জনপ্রিয়তার শীর্ষে থাকা সেই Stylish Facebook Bio গুলো সম্পর্কে জেনে নেয়া যাক।
ছেলেদের ফেসবুক বায়ো | Facebook Bio For Boy
দেখুন সবার শুরুতে আমি ছেলেদের ফেসবুক বায়ো (Boy Fb Bio) নিয়ে আলোচনা করবো। তো আপনি যদি একজন ছেলে হয়ে থাকেন। তাহলে আজকের এই ছেলেদের ফেসবুক বায়ো গুলো আপনার জন্য অনেক বেশি প্রয়োজনীয়। চলুন এবার তাহলে সেই Facebook Bio For Boy গুলো জেনে নেয়া যাক।
ছেলেদের ফেসবুক বায়ো💬
আমি মানুষ হিসেবে অনেক বুদ্ধিমান। বলতে পারেন, আমি জন্মগত ভাবেই একজন বুদ্ধিমান মানুষ। তবে স্কুল কলেজ এর মধ্যে থাকা যে পড়ারশোনার ব্যবস্থা আছে। সেটি আমার বুদ্ধিমত্তা কে নষ্ট করে দিয়েছে।
ছেলেদের ফেসবুক বায়ো💬
তুমি কেমন, সেটা কখনই আবিস্কার করার চিন্তা করবে না। কারন এই কাজে তুমি বৃথা সময় নষ্ট করবে। বরং তুমি তোমাকে ভালোভাবে তৈরি করার জন্য চেস্টা করো। এতে করে তোমার জীবন সুন্দর হবে।
ছেলেদের ফেসবুক বায়ো💬
আজকে যে দিন পার করছো। সেই দিনকে ভালো করে উপভোগ করার চেস্টা করবো। কাল কি হবে, সেটা কেউ বলতে পারে না। তাই যা করার আজকেই করো।
Facebook Bio For Boy💬
আমার জন্মগ্রহন করার একটা উদ্দেশ্যে আছে। আর সেটি হলো, আমি এই পৃথিবীতে সত্য কে ধারন করার জন্য জন্মগ্রহণ করেছি। আমি কখনও নিজে কে সেরা হওয়ার জন্য জন্ম গ্রহন করিনি।
ছেলেদের ফেসবুক বায়ো💬
একজন মানুষ এর সাথে অন্য একজন মানুষ এর পথে ভিন্নতা থাকবে। এটা হলো স্বাভাবিক একটা বিষয়। কিন্তুু এই চিন্তা টি কখনই করবেন না যে। সেই মানুষ টা ভুল পথে হাঁটছে। আর আপনি সঠিক পথে হাঁটছেন।
ছেলেদের ফেসবুক বায়ো💬
আপনি যতোদিন এই পৃথিবী তে বেঁচে থাকবেন। ততোদিন শুধু হাসতে থাকবেন। কারন হাসি কে নিজের মধ্যে আগলে ধরতে হয়। আর প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে নিজের মুখে হাসি রাখার চেস্টা করুন।
Facebook Bio For Boy💬
আমি সর্বদা শেখার জন্য শিক্ষা গ্রহন করেছি। আমি কখনও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য স্কুল এবং কলেজে যাইনি। কারন আমি সুশিক্ষিত হওয়ার পাশাপাশি নিজেকে স্বশিক্ষিত করার চেস্টা করেছি।
ছেলেদের ফেসবুক বায়ো💬
তুমি যে পথে চলছো, আমি তার উল্টো পথে হাঁটতে পারি। কিন্তুু সেই কারনে তুমি এটা ভেবো না যে। আমি ভুল পথে হাঁটছি। কারন, কে সঠিক পথে হাঁটছে সে পথের গন্তব্যে গেলেই বোঝা যাবে।
ছেলেদের ফেসবুক বায়ো💬
আমি সবসময় একটু ভিন্ন ভাবে থাকতে পছন্দ করি। আমি চাই আমি যেন একটু আলাদা হই। আর এটা আমার ব্যক্তিগত অভ্যাস। ধরে নিতে পারো, এটা হলো আমার জন্মগত একটা অভ্যাস।
ছেলেদের ফেসবুক বায়ো💬
আমরা সবাই নিজের জীবনের ভুল থেকে শিক্ষা নিয়ে থাকি। আর এই ভুল গুলো থেকে একটা মানুষ যে শিক্ষা নিতে পারে। সেই জ্ঞান টুকু আপনি কোনো বই এর মধ্যে খুজে পাবেন না। কারন জীবনের ভুল গুলো যা শেখায়, তা হলো বাস্তবতা।
ছেলেদের ফেসবুক বায়ো💬
আমি অন্য কোনো মানুষ এর পছন্দের মানুষ হতে চাইনা। বরং যদি কেউ আমাকে পছন্দ করে। সেটা অন্য বিষয়। কিন্তুু আমি জোর করে কাউকে পছন্দ করতে বলবো না।
Facebook Bio For Boy💬
আপনার জীবনে আসা প্রতিটা মূহূর্তের জন্য সঠিক সিন্ধান্ত নেয়ার চিন্তা করবেন। তবে মনে রাখবেন, কোনো ক্ষনস্থায়ী সময় এর জন্য। ভুল করে কখনও দীর্ঘস্থায়ী সিন্ধান্ত নিয়ে ফেলবেন।
ছেলেদের ফেসবুক বায়ো💬
হতে পারে তুমি অন্য একজন মানুষের ভালো দিক গুলোর সাথে মোকাবিলা করতে পারছো না। তাই বলে কখনই তুমি তার খারাপ দিকের সাথে মোকাবেলা করতে যাবে না। যদি এটা করে, তবে তুমি বোকামির পরিচয় দিবে।
ছেলেদের ফেসবুক বায়ো💬
আমি যা কিছু জানিনা, আপনি আমাকে সেই বিষয় গুলো জানিয়ে দিন। আর আপনি যে বিষয়ে জানেন না। সেই বিষয় গুলো আমার কাছ থেকে শিখে নেন৷ এতে করে আমাদের বোঝাপড়া অনেক ভালো হবে।
Facebook Bio For Boy💬
তুমি আমাকর কখনই বিবেচনা করতে আসবে না। কারন, অন্য কোনো ব্যক্তি আমাকে নিয়ে পর্যবেক্ষন করুক। অন্য কোনো ব্যক্তি আমাকে নিয়ে বিবেচনা করুক। এটা আমি কখনও পছন্দ করি না।
ছেলেদের ফেসবুক বায়ো💬
একজন মানুষ যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। তখন সেই মানুষটা একেবারে শুদ্ধ ভাবে জন্ম গ্রহন করে। ঠিক তেমনি ভাবে আপনাকে শুদ্ধভাবে মরতে হবে৷ আর এটাই আমাদের সবার উদ্দেশ্য হওয়া উচিত।
ছেলেদের ফেসবুক বায়ো💬
তুমি জেনে রাখো, আমি হলাম এই পৃথিবীর শ্রেষ্ট সাহসী একজন ব্যক্তি। আর আমি আমার মধ্যে থাকা সাহসের পরিচয় সর্বদা দিতে চাই। হুমমম, এটা তো আমার জন্মগত অভ্যাস।
Facebook Bio For Boy💬
আমি আমাকে অনেক বেশি ভালোবাসি৷ আর আমার মধ্যে থাকা ভালোবাসার মধ্যে কেউ বাধা হয়ে দাঁড়ানোর চেস্টা করবেন। এটা আমি একেবারে পছন্দ করি না।
ছেলেদের ফেসবুক বায়ো💬
আমার জীবনে যখন যা কিছুর প্রয়োজন হয়েছে। আমি তার সবগুলোর প্রয়োজন মেটানোর চেস্টা করি। তবে আমার পূরণ করা সেই প্রয়োজন গুলি কতদিন স্থায়ী থাকবে। তা আমি কখনই বলতে পারবো না৷
Facebook Bio For Boy💬
আপনাকে আমার ফেসবুক বায়ো তে স্বাগতম। কিন্তুু অতি দুঃখের সাথে আপনাকে একটা কথা জানাচ্ছি। আর সেই কথাটি হলো, এই ছোট্ট একটা ফেসবুক বায়ো এর মাধ্যমে। আমি কখনই আমাকে নিয়ে বর্ননা করতে পারবো না।
মেয়েদের ফেসবুক বায়ো | Facebook Bio For Girls
উপরে আপনি ছেলেদের ফেসবুক বায়ো সম্পর্কে জানতে পেরেছেন। তবে ছেলেদের ফেসবুক বায়ো শেয়ার করার পাশাপাশি এবার আমি আপনাকে চমৎকার সব মেয়েদের ফেসবুক বায়ো নিয়ে কথা বলবো। কারন, বর্তমান সময়ে ছেলেদের পাশাপাশি মেয়েরাও ফেসবুক ব্যবহার করে থাকে।
তো মেয়েদের মধ্যে এমন অনেকেই আছেন। যারা মূলত স্টাইলিশ ফেসবুক বায়ো খুজে থাকে। চলুন এবার সেই জনপ্রিয় মেয়েদের ফেসবুক বায়ো (Girls Fb Bio) গুলোর সাথে পরিচিত হওয়া যাক।
মেয়েদের ফেসবুক বায়ো💬
তোমার কাছে আমি বিশ্রি হতে পারি। কিন্তুু বাস্তব অর্থে আমি কখনই বিশ্রি ছিলাম না। তোমার কাছে আমি অনেক লাজুক হতে পারি। কিন্তুু বাস্তব অর্থে আমি কখনই লাজুক ছিলাম না। আমি হলাম আমার মতো। যাকে আমি আমার মধ্যে লালন পালন করে আসছি।
Facebook Bio For Girls💬
আমার বাবার কাছে আমি হলাম, সত্যিকারের এক রাজকন্যা। আর যে মানুষটা কে আমি ভালোবাসি৷ সেই মানুষটার কাছে আমি হলাম একটি রাজরানি। তাই আমাকে কখনও অবহেলা করতে এসো না।
মেয়েদের ফেসবুক বায়ো💬
আমার এখন আনন্দ করার বয়স। তাই এই বয়সে আমি নানা রকমের মজা করবো। কিন্তুু তুমি আমার ফেসবুক বায়ে দেখে আমাকে পর্যবেক্ষন করবে না। যদি করো, তাহলে তুমি তোমার বোকামির পরিচয় দিবে।
মেয়েদের ফেসবুক বায়ো💬
আমি মানুষ টা একটু ভিন্ন রকম। আমি জীবনে চলার পথে কিছু কিছু বিষয় কে সারা জীবন মনে রাখি। আবার জীবনে চলার পথে এমন কিছু বিষয় আছে। যা আমি আমার জীবনে কখনই মনে রাখতে চাইনা।
Facebook Bio For Girls💬
সামান্য একটা ফেসবুক বায়ো দেখে তুমি আমাকে বিবেচনা করবে। মনে রেখো, আমি হলাম অতল। যার কোনো কুল কীনারা তুমি খুজে পাবে না। তাই ফেসবুক বায়ো তে নয়, বরং তুমি আমাকে বাস্তবিক ভাবে বোঝার চেস্টা করো।
মেয়েদের ফেসবুক বায়ো💬
অন্য মেয়েদের সাথে আমাকে কখনই বিচার করবে না৷ কারন আমি কখনই অন্যান্য সবার মতো হতে চাই না। বরং আমি আমাকে আমার মতো করে সাজিয়ে নিতে চাই। এটা আমার কাছে অনেক বেশি তৃপ্তি প্রদান করে থাকে।
মেয়েদের ফেসবুক বায়ো💬
আপনি আমার প্রোফাইলে ঘুরতে এসেছেন। শুনুন, এমন মানুষ আমি একদমই পছন্দ করিনা। যদি আপনি আমার ফেসবুক প্রোফাইলে ঘুরাঘুরি করতে চান। তাহলে অবশ্যই আমার পারমিশন নিবেন। তারপর আমার প্রোফাইলে ঘুরতে আসবেন।
Facebook Bio For Girls💬
আমি মানুষ হিসেবে কেমন। সেটা কিন্তুু আমি নিজেও জানিনা। তবে যেসব মানুষ আমাকে খারাপ বলে। যে মানুষ গুলো আমার চরিত্র নিয়ে কথা বলে৷ আমি সর্বদা সেই মানুষ গুলোর কাছ থেকে দুরে থাকার চেস্টা করি।
মেয়েদের ফেসবুক বায়ো💬
অন্যান্য সফল মানুষদের মতো আমিও একদিন সফল হবো। আমিও একদিন এই পৃথিবীর বুকে উঁচু হয়ে দাড়াবো৷ আর এই স্বপ্ন নিয়ে আমি আজও বেঁচে আছি। হয়তবা বাকি জীবনে এই চেস্টা চালিয়ে যাবো।
Facebook Bio For Girls💬
আপনার হাতে সময় কম থাকলে আপনি আমাকে ঘৃনা করতে পারেন৷ এতে আমার কোনো যায় আসবে না। কিন্তুু যে মানুষ গুলো আমাকে সত্যিকার অর্থে ভালোবাসে৷ সেই ভালোবাসার মানুষ গুলো কে নিয়ে আমি সর্বদাই ব্যস্ত থাকতে অনেক বেশি পছন্দ করি৷
মেয়েদের ফেসবুক বায়ো💬
আমরা মানুষ হিসেবে জীবনের দিকে অনবরত তাকিয়ে থাকি। আর জীবন সর্বদা মানুষ এর দিকে তাকিয়ে থাকা। সত্যি বলছি, এই দুজনের তাকানোর মধ্যে একটা আলাদা রকমের ভালোলাগা কাজ করে। যা মুখে বলে বুঝিয়ে দিতে পারবো না।
মেয়েদের ফেসবুক বায়ো💬
আমি কখনই অন্য কোনো মানুষের প্রিয়জন হতে পারিনি৷ যতোবার কারো প্রিয়জন হওয়ার চেস্টা করেছি৷ ততোবার আমি সেই মানুষ গুলোর কাছে প্রয়োজন এর মধ্যেই সীমাবদ্ধ ছিলাম।
Facebook Bio For Girls💬
আমি মানুষটা সত্যি একটু অন্যরকম। আমার মায়ের কাছে আমি অনেক ঝগড়াটে একটা মানুষ। আমার যে ভাই রয়েছে, তার কাছে আমি একটা আল্লাদী মেয়ে। আর আমার বাবার কাছে আমি সাক্ষাৎ একটি রাজকন্যা। হুমম, মানুষ হিসেবে আমি একটু অন্য রকমের।
মেয়েদের ফেসবুক বায়ো💬
আমাকে ভালো না লাগলে, তুমি আমার থেকে কয়েক আলোকবর্ষ দুরে থাকো। কারন আমি সেই মানুষ গুলো কে নিয়ে ব্যস্ত থাকতে চাই। যে মানুষ গুলো আমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে।
ফেসবুক বায়ো স্ট্যাটাস | Facebook Bio Status
উপরের আলোচনা থেকে আপনি ছেলেদের ফেসবুক বায়ো এবং মেয়েদের ফেসবুক বায়ো সম্পর্কে জানতে পেরেছেন। তবে এবার আমি আপনাকে এমন কিছু Facebook Bio শেয়ার করবো। যে গুলো আপনি আপনার ফেসবুক প্রোফাইলে ব্যবহার করতে পারবেন।
অর্থ্যাৎ, আপনি ছেলে হলেও এই ধরনের ফেসবুক বায়ো গুলো ব্যবহার করতে পারবেন। এবং আপনি যদি মেয়ে হয়ে থাকেন। তাহলেও আপনি এই ধরনের ফেসবুক বায়ো গুলো ব্যবহার করতে পারবেন। চলুন এবার তাহলে সেই ফেসবুক বায়ো স্ট্যাটাস গুলো সম্পর্কে জেনে নেয়া যাক।
ফেসবুক বায়ো স্ট্যাটাস💬
তুমি জীবনে ঝুঁকি নাও। যদি তুমি জিতে যাও। তবে তুমি অন্যদের কাছে অন্যতম হয়ে যাবে। কিন্তুু তুমি যদি হেরে যাও। তাহলে তুমি পরবর্তী প্রজন্মের জন্য পথ দেখিয়ে দিবে।
ফেসবুক বায়ো স্ট্যাটাস💬
আমি বৃষ্টির মতো শীতল, আমি রাতের ঘুটঘুটে কালো অন্ধকার। আমি গভীর রাতের একফালি চাঁদ। আমাকে সেই কাক ডাকা ভোরের সূর্য।
Facebook Bio Status💬
আপনি আমার সম্পর্কে জানতে এসেছেন। বাহ! আপনাকে স্বাগতম। বলুন, আপনি আমার কাছ থেকে কি কি জানতে চান। আমি আপনার উত্তর দেয়ার জন্য প্রস্তুত আছি।
ফেসবুক বায়ো স্ট্যাটাস💬
এটা আমার ফেসবুক বায়ো। তবে এই ছোট্ট একটা বায়ো তে আমি আমাকে বর্ননা করতে পারবো না। যদি আপনি আমার সম্পর্কে জানতে চান। তাহলে আমাকে মেসেজ করুন।
ফেসবুক বায়ো স্ট্যাটাস💬
দিনের ঐ সূর্যটার কাছ থেকে শিক্ষা নাও। চেয়ে দেখো, দুর আকাশের সূর্যটা কিভাবে দীপ্তমান হয়ে আছে। কিভাবে সে নিজেও আগুনের মতো জ্বলছে। আর কিভাবে এই পৃথিবী কে আলোয় আলোকিত করে রেখেছে।
Facebook Bio Status💬
আমি রাতের আকাশে থাকা চাঁদের মতো হতে যায়। একফালি চাঁদের আলো যেভাবে পৃথিবীর বুকে শীতলতা নিয়ে আসে৷ আমি ঠিক তেমনি ভাবে আমার জীবনকে আলোয় আলোকিত করতে চাই।
ফেসবুক বায়ো স্ট্যাটাস💬
ভালো এবং বাসা, যখন আপনার কাছে এই দুটো বিষয় থাকবে। তখন আপনি জীবনের আসল অর্থ বুঝতে পারবেন। তবে যখন এই দুটোর একটা আপনার জীবন থেকে হারিয়ে যাবে। তখন আপনি বুঝবেন, বাস্তবতা কি।
ফেসবুক বায়ো স্ট্যাটাস💬
আমি হলাম এমন একজন মানুষ। যাকে বোঝার মতো অন্য কেউ নেই। তাই আমি আমার মতো থাকার চেস্টা করি। হুমমম! আমি আমাকেই বেশি ভালোবাসি।
Facebook Bio Status💬
আমাকে জানতে এসেছেন। বাহ! তবে আপনি নিজেও নিজেকে জানুন। কারন, আপনি কোনো সাধারন কিছু নন। আপনার মধ্যে এমন কিছু লুকিয়ে আছে। যা আপনি এখনও খুজেই পাননি।
ফেসবুক বায়ো স্ট্যাটাস💬
যখন আপনি অন্য কারো বিষয়ে জানবেন। তখন তার ভালো দিকগুলো সামনে রাখার চেস্টা করুন। যদি আপনার কাছে ভালো দিকগুলোর সংখ্যা বেশি মনে হয়। তবে সেই মানুষটার খারাপ দিকে যাওয়ার প্রয়োজন নেই।
Facebook Bio Status💬
একজন মানুষ কে এমনভাবে জানুন, যেন তার মধ্যে সত্য প্রকাশ পায়। এতে করে আপনি সেই মানুষটা কে অনেক সময় নিয়ে ভাবতে পারবেন৷
ফেসবুক বায়ো স্ট্যাটাস💬
আমার সম্পর্কে জানতে এসেছেন। তবে আপনি আমাকে জানতে পারবেন না৷ কারন আমি নিজেও নিজেকে চিনতে পারিনি।
ফেসবুক বায়ো স্ট্যাটাস💬
পৃথিবীতে আপনি দুই ধরনের ভালো মানুষ দেখতে পারবেন৷ ১| সত্যিকারের ভালো মানুষ। ২| লোক দেখানো ভালো মানুষ৷
Facebook Bio Status💬
আমি তোমাকে জানতে চাই। আমি তোমাকে খুব ভালো করে বুঝতে চাই। যেন, তোমার মাঝে গোটা পৃথিবী টা খুজে পাই।
ফেসবুকে স্টাইলিশ বায়ো | Facebook VIP Bio Stylish
আপনি ফেসবুক ব্যবহার করার সময় বিভিন্ন ধরনের Facebook Profile দেখতে পারবেন। যেগুলো দেখতে অনেকটা স্টাইলিশ মনে হয়। আসলে সত্যি কথা বলতে, সেই আইডি গুলো তে facebook vip bio stylish ব্যবহার করা হয়েছে।
তো চাইলে আপনিও সেরকম facebook vip bio ব্যবহার করে। আপনার প্রিয় ফেসবুক আইডি কে একেবারে স্টাইলিশ তৈরি করতে পারবেন। তবে সে জন্য আপনাকে নিজের Stylish FB Bio গুলো ব্যবহার করতে হবে।
( Facebook Stylish Bio )
[̲̅̅H̲̅][̲̅̅A̲̅][̲̅̅P̲̅][̲̅̅P̲̅][̲̅̅Y̲̅] [̲̅̅B̲̅][̲̅̅I̲̅][̲̅̅R̲̅][̲̅̅T̲̅][̲̅̅H̲̅][̲̅̅D̲̅][̲̅̅A̲̅][̲̅̅Y̲̅]
Facebook Stylish Bio #
…!!!нαρρу вιятн∂αу!!
₭ΘĐ ♛
ℛɨᎮ昇
░P░A░N░D░O░R░A░
◃───────────▹
Facebook Stylish Bio #
◥▔◣◢☬◣◈◢☬◣◢▔◤
⚀◈◈⚀ ★❍ ★⚀◈◈⚀
◢▂◤◥☬◤◈◥☬◤◥▂◣
◥◣◥◣★◢◤◢◤
Facebook Stylish Bio #
███████
██████
█████
█
█
Facebook Stylish Bio #
███████████
┏━━━━█━━━━┓
┗▒▣ 🎸🎸🎸 ▣▒┛
███████████
Facebook Stylish Bio #
▅▅▅▅
◥◤
★❍ ƚɘɾɑ ɧеɾȯ ❍★
◢◣
▅▅▅▅
Facebook Stylish Bio #
✽────◇◆◇────✽
🗼
🗼
🗼
🗼
🗼
🗼
Facebook Stylish Bio #
🗼
▂▃▅▇▇▇▇▇▇▇▇▇▅▃▂
▂▃▅▇▇▇▇▇▇▇▇▇▅▃▂
Facebook Stylish Bio #
🗼◆❃◆◆❃◆🗼
◆❃◆◆❃◆
◆❃☸❃◆
❃◆◆❃
◆❃◆
❤❖ ──🎲── ❖❤
Facebook Stylish Bio #
┏━━┓┏━━┳━━┳━━┓┏┓
┃┏┓┃┃┏┓┃┏┓┃┏┓┃┃┃
┃┗┛┗┫┃┃┃┗━┫┗━┓┃┃
┃┏━┓┃┃┃┣━┓┣━┓┃┗┛
┃┗━┛┃┗┛┃┗┛┃┗┛┃┏┓
┗━━━┻━━┻━━┻━━┛┗┛
Facebook Stylish Bio #
٠l ✮❂❂❂❂❂❂❂❂❂❂❂ ✮ ✮✇✇✇✇✇✇✇✇✇✮ ✫╬─✬ 🆄🇲🅰🆁✬─╬✫ ✫╬─✬🄼🄰🅂🅃🄴🅁✬─╬✫ ✮✇✇✇✇✇✇✇✇✇✮ ✮❂❂❂❂❂❂❂❂❂❂❂ ✮