আদিয়াত নামের অর্থ কি?

0

আদিয়াত নামের অর্থ কি? | Adiyat Name Meaning In Bengali

প্রতিটি বাবা-মায়েরই সন্তান জন্ম নেওয়ার আগে ইচ্ছা থাকে তার সন্তানের জন্য একটি সুন্দর আর উত্তম নাম রাখবেন। আর সেজন্য তারা সন্তান জন্মের পূর্বেই অনেক যাচাই-বাছাই করা শুরু করে দেন বা নাম সিলেকশন করা শুরু করে দেন। একজন মুসলিম হিসেবে প্রতিটি মুসলিম ব্যাক্তিই ইসলামের গভীরতার সাথে একটা সেতুবন্ধন করে দিবে যার মাধ্যমে সে বুঝতে পারবে সে একজন মুসলিম এবং তাকে ইসলামিক সকল শিষ্টাচার মেনে চলতে হবে এবং যেই বিষয়গুলো তাকে সচেতনতার সাথে খেয়াল রাখতে হবে।

ঠিক তেমনি একটি অসাধারণ নাম নিয়ে আজকে আমরা কথা বলব যেটি আপনি নিশ্চয়ই অনেকবার শুনেছেন। সেই নামটি হচ্ছে আদিয়াত নামের অর্থ কি।

আজকের পোস্টটির মাধ্যমে আপনি জানতে পারবেন Adiyat namer ortho ki, আদিয়াত নামের অর্থ কি, আদিয়াত নামটি কি ইসলামিক নাম কিনা, আদিয়াত নামের আরবি অর্থ কি, আদিয়াত নামের বাংলা অর্থ কি, আদিয়াত নামের ইংরেজি অর্থ কি, আদিয়াত নামের সাথে সংযুক্ত আরো কিছু নাম সম্বলিত এই তথ্যবহুল পোস্ট।

আরো দেখুন: অরিন নামের অর্থ কি?

আদিয়াত নামের অর্থ কি ? (Adiyat namer ortho ki)

আদিয়াত নামের অর্থ কি একটি চমৎকার অর্থ দিয়ে থাকেন আদিয়াত নামের অর্থ হলো অভিযানকারী যিনি। যিনি কোন ভালো উদ্দেশ্যে, কোন কিছু জয় করার উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন তাকে আদিয়াত বলা হয়ে থাকে।

আদিয়াত কোন লিঙ্গের নাম ?

আদিয়াত ছেলে শিশুদের একটি জনপ্রিয় নাম বাংলাদেশে এবং অন্যান্য মুসলিম দেশে। এই নামটি আপনি মেয়ে শিশুদের ক্ষেত্রে রাখতে পারবেন না। 

আদিয়াত নামের উৎপত্তি কোথা থেকে ?

আদিয়াত নামটির উৎপত্তি হয়েছে আরবি ভাষা থেকে। আরবি ভাষায় যে কোন নামের অর্থগুলো সাধারণত হয়ে থাকে সুন্দর এবং মুসলিমদের কাছে তা হয়ে থাকে বেশ জনপ্রিয়। আরবি ভাষার নামের অর্থগুলো খুবই গুরুত্বপূর্ণ ও অর্থবহ হয়ে থাকে।

  • আদিয়াত নামের আরবি বানান কি: আদিয়াত নামের আরবি বানান হলো – عديات
  • আদিয়াত নামের উর্দু বানান কি: আদিয়াত নামের উর্দু বানান হলো – ادیت
  • আদিয়াত নামের ইংরেজি বানান কি: আদিয়াত নামের ইংরেজি বানান হলো –
  • আদিয়াত নামের হিন্দি বানান কি: আদিয়াত নামের হিন্দি বানান হলো – आदियात्

আদিয়াত নামের বাংলা অর্থ কি ?

আদিয়াত নামের অর্থ কি বাঙ্গালীদের কাছে ততটা পরিচিত শব্দ না হলেও প্রযুক্তির কল্যাণে ও অর্থ জানার কারণে এই নামটি সম্পর্কে মানুষ জানছেন ও রাখছেন। আদিয়াত নামের বাংলা অর্থ হলো অভিযানকারী।

আদিয়াত নামের ইংরেজি অর্থ কি ?

আদিয়াত নামের ইংরেজি বানান খুবই সহজ। আপনি যখন এই নামের গুরুত্ব জানবেন তখন তা  আপনার ভিন্ন ভাষার বন্ধুর কাছেও বলতে পারবেন। তাই এখানে আদিয়াত নামের ইংরেজি অর্থ তুলে ধরা হলো।‌ আদিয়াত নামের ইংরেজি অর্থ হল Raider (অভিযানকারী)।  

আদিয়াত নামের আরবি অর্থ কি ?

আদিয়াত আরবি ভাষার শব্দ। আরবি ভাষায় এর অর্থ থাকবে এটাই স্বাভাবিক। আরবরা যখন কারো নাম রাখে তখন তা নির্ভর করে ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য, তার পারিপার্শ্বিক অবস্থা, বেড়ে উঠার পরিবেশ, বংশমর্যাদা ইত্যাদি বিষয়ের উপরে। বেড়ে উঠার সাথে সাথে ব্যক্তির নাম পরিবর্তন হয়ে যেতে পারে। যখন ব্যক্তির বৈশিষ্ট্য ভালো দিক দেখা যায় তখন সে অনুযায়ী তার নাম নির্ধারণ করা হয় আর যদি খারাপ বৈশিষ্ট্য দেখা যায় তাহলে সে অনুযায়ী।

আদিয়াত নামটি কি ইসলামিক ?

হ্যাঁ, আদিয়াত একটি ইসলামিক নাম। ইসলামে অভিযানের গুরুত্ব অনেক বেশি। একজন মুসলিম তখনই অভিযানে যায় যখন ইসলামিক কোন বিষয়কে তার রক্ষা করতে হয় কাফেরের বিরুদ্ধে। কাফের-মুশরিকদের বিরুদ্ধে তখন সে অভিযান করে ইসলাম, আল্লাহর রাসূল ও আল্লাহর জন্য। শুধু যে যুদ্ধের ময়দানে এই অভিযান হয় এমন কিন্তু নয়। প্রতিমুহূর্তে একজন মুমিনকে তার নফসের সাথে ও শয়তানের সাথে যুদ্ধ করে যেতে হয় তার ঈমানকে রক্ষা করতে।

যেকোন নাম রাখার ক্ষেত্রে একজন মুসলিম হিসেবে আপনাকে অবশ্যই নামটির অর্থ সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে। কারণ পৃথিবীতে এমন বহু নাম রয়েছে যেগুলো ইসলামিক নাম তো নয়ই বরঞ্চ তার অর্থও খারাপ। তাই আপনাকে অবশ্যই সচেতন হতে হবে নাম রাখার পূর্বে। 

আদিয়াত নামের সাথে যুক্ত কিছু নাম 

আদিয়াত নামের অর্থ কি নামটি কোন ব্যক্তির ডাক নাম। এই নামটির সাথে আরো কিছু নাম যোগ করলে নামটি সম্পূর্ণ হবে। তাই প্রচলিত কিছু নামের তালিকা নিচে উল্লেখ করা হলো।

  • আদিয়াত জাকির হক।
  • আদিয়াত বিন হাশিদ।
  • আদিয়াত মুনতাসির।
  • আদিয়াত ইকতিদার।
  • আদিয়াত উদ্দিন।
  • আদিয়াত মাহতাব।
  • মাহবুব আদিয়াত।
  • নুরুল আদিয়াত।
  • আদিয়াত আহনাফ।
  • আদিয়াত তাহসিন।
  • আদিয়াত আহমেদ।
  • আদিয়াত শাহরিয়া।
  • আদিয়াত হাসান।
  • আদিয়াত চৌধুরী।
  • আদিয়াত রানা।
  • শাহ আদিয়াত।
  • নূর আদিয়াত।
  • শিহন আদিয়াত।

আরো দেখুন:

আদিয়াত নামটি কি জনপ্রিয় ?

বাংলাদেশের প্রেক্ষাপট আদিয়াত জনপ্রিয় একটি নাম। বাংলাদেশ ছাড়াও সারা বিশ্বের যত বাঙালি রয়েছেন তাদের কাছেও একটি পরিচিত নাম। আর তাছাড়া মুসলিমদের কাছে বেশ জনপ্রিয় নাম।

আদিয়াত নামের তেমন কোনো জনপ্রিয় ব্যক্তির খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি। পরবর্তীতে আমরা যদি পেয়ে থাকি তাহলে আমাদের পরবর্তী আপডেটে যোগ করে দেব। 

পরিশেষে: উপরে আমরা আদিয়াত নামের অর্থ কি (Adiyat namer ortho ki) থেকে শুরু করে আরো বিস্তারিত বিষয় আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনি সম্পূর্ণ পোস্টটি পড়েছেন এবং উপকৃত হয়েছেন। পরিশেষে একটি কথা বলে শেষ করতে চাই যে, কোন নাম রাখার ক্ষেত্রে প্রথমে ভালোভাবে যাচাই বাছাই করে নিবেন তারপর একটি নাম রাখার সিদ্ধান্ত নিবেন। 

Leave A Reply

Your email address will not be published.