আদিবা নামের অর্থ কি? | Adiba Name Meaning In Bengali

0

আদিবা নামের অর্থ কি?

নাম একজন মানুষের জীবনে গুরুত্বপূর্ণ বিষয়। সেই সৃষ্টির শুরু থেকেই মানুষের পরিচয়ের প্রধান হচ্ছে এই নাম। ব্যক্তির কাজ তার নামকে করে সম্মানিত বা অপমানিত। ইতিহাসে এমন অনেক নাম আছে যা মানুষ ভালো হিসেবে স্মরণ আবার এমন অনেক নামও আছে যা ধিক্কার দিয়ে স্মরণ করে। ব্যক্তি তার কাজের দ্বারা তার নামকে সুন্দর ও সম্মানিত করে তোলে। আজকে আমরা নতুন একটি নাম নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। নামটি হলো আদিবা নামের অর্থ কি । আদিবা একটি সুন্দর ও অর্থপূর্ণ নাম বাংলাদেশে।

আমাদের আজকের নাম পর্যালোচনায় রয়েছে আদিবা (Adiba) নামটি। আদিবা নামটির তাৎপর্য নিয়েই আমরা আলোচনা করবো আজ। আদিবা নামের অর্থ কি, Adiba namer ortho ki, আদিবা নামের বাংলা বানান কি, আদিবা নামের আরবি বানান কি, আদিবা নামের ইংরেজি বানান কি, আদিবা নামের উর্দু বানান কি, আদিবা নামের আরবি অর্থ কি, আদিবা নামের বাংলা অর্থ কি, আদিবা নামের জনপ্রিয় কেমন, আদিবা নামটি কি ইসলামিক নাম কিনা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবো আজ। শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল।

আরো দেখুন:

আদিবা কোন লিঙ্গের নাম?

আদিবা নামের অর্থ কি নামটি মেয়ে শিশুদের নাম। যে কোন নামের ছেলে ও মেয়ে লিঙ্গভেদ থাকে। ছেলেদের নাম আলাদা হয় আর মেয়েদের নাম আলাদা হয়। আর আদিবা নামটি মেয়েদের নাম এই ক্ষেত্রে।

আদিবা নামের উৎপত্তি কোথা থেকে?

আদিবা নামটি যে ভাষা থেকে এসেছে তার নাম হলো আরবি। আরবি ভাষায় এর চমৎকার, অর্থ দেখা যায়। যে কোন নামের সুন্দর অর্থ নামটিকে মানুষের কাছে সমাদৃত করে তুলে যেমন এই আদিবা নামটি।

  • আদিবা নামের আরবি বানান কি: আদিবা নামের আরবি বানান হলো – أديبة
  • আদিবা নামের উর্দু বানান কি: আদিবা নামের উর্দু বানান হলো – ادیبہ
  • আদিবা নামের ইংরেজি বানান কি: আদিবা নামের ইংরেজি বানান হলো – Adiba
  • আদিবা নামের হিন্দি বানান কি: আদিবা নামের হিন্দি বানান হলো – अदिबा

আদিবা নামের বাংলা অর্থ কি?

আদিবা নামের অর্থ কি বাংলা অর্থ আপনাকে মুগ্ধ করবে। সুন্দর নাম ব্যক্তিকে তার ব্যক্তিত্বের প্রকাশ ঘটাতে সাহায্য করে। সুন্দর শিষ্টাচার বিশিষ্ট মেয়েদেরকে আদিবা বলে। আদিবা অনেক আগের নাম, বহু আগ থেকেই নামটির প্রচলন আছে আমাদের সমাজে আদিবা নামের ইংরেজি অর্থ কি

আদিবা নামটির ইংরেজি অর্থ ও চমকপ্রদ। প্রতিটি মানুষই সুন্দর নাম আর সুন্দর অর্থ তার থাকুক এটা চায়। আদিবা নামের ইংরেজি অর্থ হলো Good Characteristics (চমৎকার চরিত্র), Great manners (দুর্দান্ত শিষ্টাচার)।

আদিবা নামের আরবি অর্থ কি?

আদিবা নামটির উৎপত্তিস্থল হলো আরবি ভাষা। আরবি আদিবা নামের অর্থ ও একটি সুন্দর অর্থ। আরবরা সুন্দর বৈশিষ্ট্যসম্পন্ন নারীদেরকে আদিবা বলে ডাকতো, যাদের শিষ্টাচার ছিল উত্তম পর্যায়ের আর আচরণ, চরিত্র ছিল উত্তম।

আদিবা নামটি কি ইসলামিক?

জ্বি, আপনি নিশ্চয়ই উপরের আলোচনা থেকেই বুঝতে পারছেন যে, আদিবা একটি ইসলামিক নাম। একজন মুসলিম হিসেবে আপনার প্রথম এবং প্রধান দায়িত্ব হলো ইসলামিক ও রুচিশীল একটি নাম রাখা আপনার সন্তানের জন্য। এক্ষেত্রে আপনি বিভিন্ন সাহাবী ও উত্তম ব্যক্তি যাদের অবদান রয়েছে ইসলামে বা সুন্দর অর্থের কোন নাম যা ইসলামের সাথে সাংঘর্ষিক নয় এমন নাম আপনি নিশ্চিন্তে রাখতে পারেন আপনার সন্তানের জন্য। আপনাকে এই কথা মনে রাখতে হবে যে, এই নাম দ্বারাই সে দুনিয়া ও আখিরাতে পরিচিতি লাভ করবে। তাই নাম রাখার ক্ষেত্রে সচেতনতা জরুরি একটি বিষয়। তাই বলা বলা যায় আদিবা নামটি হতে পারে আপনার পছন্দের একটি নাম আপনার সন্তানের জন্য।

আদিবা শব্দ দিয়ে কিছু নাম?

ডাক নাম ছাড়াও মানুষের আরো কিছু নাম থাকে যা কাগজে কলমে উল্লেখ করে থাকে আর ডাক নামটিই ডাকা হয় সব সময়। তাই ডাক নামের সাথে আরো কি কি নাম যোগ করলে তা নামটির সৌন্দর্য ফুঁটিয়ে তুলবে তার একটি সাজেশন নিচে দেয়া হলো।

  • আদিবা শেখ।
  • আদিবা বিনতে জামাল। 
  • আশরাফ মাহদি আদিবা।
  • কুসুম জামান আদিবা।
  • আদিবা খাতুন।
  • পিংকি রহমান আদিবা।
  • খায়রুল আদিবা।
  • আদিবা হুমায়রা। 
  • আদিবা খানম। 
  • আদিবা সুলতানা।
  • নুসরাত জাহান আদিবা।
  • রাফিয়া তাসনিম আদিবা।
  • শারমিন জাহান আদিবা। 
  • আফিয়া আদিবা।
  • সামিয়া খান আদিবা। 
  • আদিবা রহমান।
  • আদিবা চৌধুরী। 
  • আদিবা ইসলাম। 
  • আদিবা বেগ। 
  • আদিবা মুহাম্মদ। 
  • আদিবা জান্নাত। 
  • আদিবা সুলতানা।

আরো দেখুন:

আদিবা নামটি কি জনপ্রিয়?

আদিবা নামের জনপ্রিয় কোন ব্যক্তিত্বকে যদিও খুঁজে পাওয়া যায়নি কিন্তু আপনার সন্তান এই নামের মতোই তার কর্ম ও উত্তম আচরণ দ্বারা মানুষের কাছে ভালোবাসার পাত্র হতে পারে এবং আপনাকে করতে পারে সম্মানিত পিতা – মাতা। আর এই জন্য চাই সুশিক্ষা ও পারিবারিক শিক্ষা, যা আপনাকেই দিতে হবে আপনার সন্তানকে। আদিবা নামটি বাংলাদেশ ছাড়াও পৃথিবীর অনান্য মুসলিম দেশেও প্রচলিত কিন্তু বাংলাদেশেই এর প্রচলন সবচেয়ে বেশি।

পরিসমাপ্তি:আদিবা নামের অর্থ কি নামটি শুনলে অনেকে মনে করেন এটা বুঝি মহিলাদের নাম কোন মডার্ণ নাম নয়। কিন্তু এই ধারণ ভুল ইসলামে এমন নামই রাখতে বলা হয়েছে যার সুন্দর ও ইসলামিক অর্থ রয়েছে। তাই এসব বিষয়গুলোর দিকে কখনোই খেয়াল করা উচিত নয়। যদি নামটি কল্যাণকর নাম হয় তাহলে সেই নামই রাখা উচিত শিশুর জন্য।

আদিবা নামের অর্থ কি, Adiba namer ortho ki, আদিবা নামের বাংলা বানান কি, আদিবা নামের আরবি বানান কি, আদিবা নামের ইংরেজি বানান কি, আদিবা নামের উর্দু বানান কি, আদিবা নামের আরবি অর্থ কি, আদিবা নামের বাংলা অর্থ কি, আদিবা নামের জনপ্রিয় কেমন, আদিবা নামটি কি ইসলামিক নাম কিনা ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। কোন প্রশ্ন বা নতুন কি নাম সম্পর্কে জানতে চান তা কমেন্টবক্সে আমাদের জানাতে ভুলবেন না যেন।

Leave A Reply

Your email address will not be published.