আবির নামের অর্থ কি?
আবির নামের অর্থ কি? | (Abir Name Meaning In Bengali)
“আবির” খুব পরিচিত একটি শব্দ কি মনে হচ্ছে আপনার? হ্যাঁ, এটি খুবই পরিচিত একটি নাম আমাদের দেশে। ছেলে শিশুদের নামের ক্ষেত্রে এই নামটি খুবই জনপ্রিয় ও পরিচিত। তাই হয়তো আজ আপনি এই নামটি সম্পর্কে বিস্তারিত জানতেই আমাদের পোস্টটি খুঁজে পেয়েছেন। আবির নামের অর্থ কি যে কেবল পরিচিত একটি নাম তা নয় এটি আধুনিক নামও বটে।
আমাদের পোস্টের মাধ্যমে আজ আপনি Abir namer ortho ki, আবির নামের অর্থ কি, আবির নামটির জনপ্রিয়তা, আবির নামটি কি ইসলামিক কিনা আরো কিছু তথ্যবহুল কথা জানতে পারবেন।
আরো দেখুন: তাসনিম নামের অর্থ কি?
আবির নামের অর্থ কি? Abir namer ortho ki
আবির নামের অর্থ হলো অতিক্রম বা ভ্রমণ। যেই ব্যক্তি কোন পথ পাড়ি বা অতিক্রম করেন বা ভ্রমণ করেন। তাকেই আবির বলা হয়।
আবির কোন লিঙ্গের নাম?
আবির ছেলে শিশুদের নাম। মেয়ে শিশুদের ক্ষেত্রে এই নাম রাখা হয় না। আবির নামের উৎপত্তি কোথা থেকে
আবির নামটির উৎপত্তি আরবি ভাষা থেকে। আরবি ভাষায় এর অর্থ মুসাফির। যিনি পথিক বা মুসাফির তাকেই আরবরা আবির বলে ডাকতো।
- আবির নামের আরবি বানান কি: আবির নামের আরবি বানান হলো – عبیر۔
- আবির নামের উর্দু বানান কি: আবির নামের উর্দু বানান হলো – عبیر۔
- আবির নামের ইংরেজি বানান কি: আবির নামের ইংরেজি বানান হলো – Abir
- আবির নামের হিন্দি বানান কি: আবির নামের হিন্দি বানান হলো- अबीर
আবির নামের বাংলা অর্থ কি?
আবির নামের বাংলা আভিধানিক অর্থ অতিক্রমকারী বা ভ্রমণকারী। অন্য কথা বা যায় মুসাফির বা পথিক।
আবির নামের ইংরেজি অর্থ কি?
আবির নামের ইংরেজি অর্থ হলো Pilgrim (পথিক), Traveller (ভ্রমণকারী)।
আবির নামের আরবি অর্থ কি?
আবির নামটির উৎপত্তি হচ্ছে আরবি ভাষা থেকে। আরবি ভাষায় এই নামের অর্থ মুসাফির বা পথিক। যিনি পথে পথে ঘুরেন বা বিশ্ব ভ্রমণ করেন বা কোন জায়গায় স্থায়ীভাবে অবস্থান করেন না তাকে পথিক বা মুসাফির বলা হয়।
আবির নামটি কি ইসলামিক?
যেহেতু আরবি ভাষা থেকে নামটির উৎপত্তি তাই অবশ্যই এটি একটি ইসলামিক নাম। কিন্তু সকল আরবি নামই কিন্তু ইসলামিক নাম নয়। আমাদের দেশের অনেক বাবা-মাই মনে করেন যে কোরআনে যে সকল নাম রয়েছে সবই সুন্দর আর ভালো নাম। কিন্তু তাদেরকে এই ব্যপারটাও বুঝতে হবে যে কোরআনেও তো জাহান্নামের নামও রয়েছে জান্নাতের পাশাপাশি। তাই ভালো-মন্দ যাচাই-বাছাই করতে হবে। এই নাম বিড়ম্বনায় দেখা যায় অনেকে মানুষিক কষ্টে ভুগেন কারণ তাদের বাবা-মায়েরা না বুঝে খারাপ নাম রেখে দিয়েছেন। তাই নিজে না বুঝলে নাম রখার পূর্বে অবশ্যই কোন বিজ্ঞ আলেম বা ব্যক্তিকে জিজ্ঞেস করেই নাম রাখা উচিত।
আবির শব্দ দিয়ে কিছু নাম
আবির শব্দ যোগে কিছু নাম নিচে তালিকা আকারে প্রকাশ করা হলো :
- রায়ান কবির আবির।
- ওমর ফারুক আবির।
- আবির আব্দুল্লাহ।
- আবির গাজী।
- আবির আহমেদ রাজু।
- মো: আবির।
- রাকিবুল ইসলাম আবির।
- আবির হোসেন।
- আবির রাজু।
- আবির কামাল।
- আবির ইসলাম।
- তরিকুল ইসলাম আবির।
- আবির খান।
- আবির তালুকদার।
- আব্দুল আবির।
- শাহ আলম আবির।
- আবির ইকবাল খান।
- ইরফানুর রহমান আবির।
আরো দেখুন:
আবির নামটি কি জনপ্রিয়?
আবির নামের কোন বরেণ্য ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু একটি সুন্দর নাম রাখার পাশাপাশি আপনি যদি আপনার সন্তানকে ঐভাবেই গড়ে তুলেন ঐ আদর্শে তাহলে অবশ্যই সেই একদিন হবে জনপ্রিয় কোন ব্যক্তিত্ব।
আবির/ Abir নামের অর্থ হলো পথিক বা মুসাফির। আপনি যদি আপনার শিশুকে এটি বলেন যে এই দুনিয়াতে আমরা সকলেই মুসাফির, আমাদের সকলকেই আল্লাহর দিকে একদিন চলে যেতে হবে, আমরা কেউই এখানে চিরদিনের জন্য আসেনি এবং এর জন্য অবশ্যই আমাদের ভালো কাজ করতে হবে এবং মন্দ কাজ থেকে নিজেদের বিরত রাখতে হবে। তাহলে আমরা সফল হবো দুনিয়া ও আখিরাতে।
পরিসমাপ্তি: সমাপ্তিলগ্নে এটিই বলবো আমি, আপনার শিশুর শুধু সুন্দর নাম রাখলেই হবে না তার পাশাপাশি তাকে সুন্দর পরিবেশ ও আচরণের শিক্ষা দিতে হবে। আমরা দেখতে পাই যে, অনেক শিশুকেই বাবা-মা মাদ্রাসায় পড়ান কিন্তু তারপরও ছেলের আচরণ খারাপ কারণ সে মাদ্রাসায় ভালো শিক্ষা শিখে কিন্তু বাসায় এসে আর সেই পরিবেশ পায় না, তখন সেই সব ভালো ভুলে খারাপের সাথে মিশে যায়। তাই তাকে সব সময় ভালো পরিবেশ নিশ্চিত করতে হবে।
আমাদের আজকের পোস্টের মাধ্যমে আবির নামের অর্থ কি (Abir namer ortho ki), আবির নামের বিখ্যাত কোন ব্যক্তি রযেছেন কিনা, আবির নামের সাথে সংযোগ করে আরো কিছু নাম ইত্যাদি আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তীতে যে কোন প্রশ্ন থাকলে আপনি আমাদের নিশ্চিন্তে জানাতে পারেন নিচের কমেন্টবক্সে।