আবিদ নামের অর্থ কি?
আবিদ নামের অর্থ কি? | Abid Name Meaning In Bengali
পৃথিবীর বুকে প্রতিটি মানুষেরই সে যে ভাষারই হোক না কেন তার কোন না কোন নাম থাকে। আর এমন কিছু নাম আছে যে নামগুলো মানুষ যখন জানে তখন তার হৃদয় বিগলিত হয় আর তার রবের কথা স্মরণ হয়। আর যিনি তাকে সৃষ্টি করেছেন ভালোবেসে এবং তাকে পথ দেখান এবং যাকে তিনি সবচেয়ে বেশি চিনেন। আমাদের আজকে যে নামটি আমরা কথা বলব সেটি হচ্ছে আবিদ নামের অর্থ কি। আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন এই নামটি আপনি অনেক শুনেছেন এবং এই নামটির গুরুত্ব কতটা সেটা আপনি হয়তো কিছুটা হলেও জানেন।
আজকের পোস্টটির মাধ্যমে আপনি জানতে পারবেন Aabid namer ortho ki, আবিদ নামের অর্থ কি, আবিদ নামটি কি ইসলামিক নাম কিনা, আবিদ নামের আরবি অর্থ কি, আবিদ নামের বাংলা অর্থ কি, আবিদ নামের ইংরেজি অর্থ কি, আবিদ নামের সাথে সংযুক্ত আরো কিছু নাম সম্বলিত এই তথ্যবহুল পোস্ট।
আরো দেখুন: বৃষ্টি নামের অর্থ কি?
আবিদ নামের অর্থ কি ? (Aabid namer ortho ki)
আবিদ নামের অর্থ কি অর্থ হচ্ছে আল্লাহর একাগ্রতাকারী বান্দা, ভক্ত, গোলাম। যে আল্লাহকে একাগ্রচিত্তে স্মরণ করে প্রতিটি কাজে সেই হচ্ছে আবিদ। যে কোনো কিছুকে কখনোই ভয় পায় না, কোনো কিছুর মুখাপেক্ষী হয়না। তার সকল মুখাপেক্ষিতা একমাত্র তার রবের দিকে থাকে সেই হচ্ছে আবিদ।
আবিদ কোন লিঙ্গের নাম?
আবিদ ছেলে শিশুদের একটি জনপ্রিয় নাম বাংলাদেশে এবং অন্যান্য মুসলিম দেশে। এই নামটি আপনি মেয়ে শিশুদের ক্ষেত্রে রাখতে পারবেন না।
আবিদা নামের উৎপত্তি কোথা থেকে ?
আবিদ নামটির উৎপত্তি হয়েছে আরবি ভাষা থেকে। আরবি ভাষায় এই নামটির গোড়াপত্তন হয়েছে। কারণ এই নামটির সাথে রব এবং তার বান্দার একটি সম্পর্ক রয়েছে যা সেই সৃষ্টি থেকেই চলে আসছে। তাঈ এই নামটর প্রচলন আরবীতেই হয়েছে। কারণ রবের ভাষা আরবি।
- আবিদ নামের আরবি বানান কি: আবিদ নামের আরবি বানান হলো – عابيد
- আবিদ নামের উর্দু বানান কি: আবিদ নামের উর্দু বানান হলো – عابد
- আবিদ নামের ইংরেজি বানান কি: আবিদ নামের ইংরেজি বানান হলো – Aabid
- আবিদ নামের হিন্দি বানান কি: আবিদ নামের হিন্দি বানান হলো – आबिद
আবিদ নামের বাংলা অর্থ কি?
আবিদ নামের অর্থ কি আরবি ভাষার একটি অসাধারণ নাম আবিদ। এই নামটি শুধু আরবে নয় সারা বিশ্বের মুসলিমদের কাছে একটি পছন্দনীয় নাম। আর সেক্ষেত্রে বাংলাও পিছিয়ে নেই। বাংলা ভাষাভাষী লোকের কাছে প্রিয় একটি নাম হচ্ছে আবিদ। আবিদ নামের বাংলা অর্থ হচ্ছে ভক্ত, আল্লাহর একাগ্রতাকারী বান্দি।
আবিদ নামের ইংরেজি অর্থ কি?
ইংরেজী ভাষাভাষী লোক না সারা বিশ্বের সকল ভাষাভাষী মুসলিমদের কাছে একটি পরিচিত শব্দ হচ্ছে আবিদ। এটি নাম হিসেবে যেমন প্রচলিত তেমনি কেউ যদি আল্লাহর একাগ্রতাকারী বান্দা হয়ে থাকে তাকেও কিন্তু আবিদ বলা হয়ে থাকে, যদিও তার অন্য নাম থাকে। ঠিক সেই ক্ষেত্রে আবিদ এর ইংরেজি অর্থ রয়েছে। আবিদ নামের ইংরেজি অর্থ হলো Devoted servant of Allah (আল্লাহর একাগ্রতাকারী বান্দা)।
আবিদ নামের আরবি অর্থ কি ?
আবিদ নামটির উৎপত্তি হয়েছে আরবি ভাষা থেকে। আর যখন থেকে ইসলাম এসেছে তখন থেকে এই আবিদ নামটির আগমন ঘটেছে। কারণ একমাত্র একাগ্রতাকারী বান্দা তো সেই যে আবিদ। আবিদ নামের আরবি অর্থ হল গোলাম আল্লাহর একাগ্রতাকারী বান্দা বা ভক্ত।
আবিদ নামটি কি ইসলামিক ?
উপরের আলোচনা থেকে আপনি বুঝতে পারছেন যে ইসলামিক নাম এবং নিশ্চিন্তে আপনার সন্তানের জন্য রাখতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটা শুধু ইসলামিক নাম নয় এটা যে কতটা গুরুত্বপূর্ণ একজন মুসলিমের কাছে এবং একজন মুসলিম হিসেবে এবং কত গুরুত্ব থাকা উচিত তা কিন্তু এই নামের মাধ্যমে আমরা বুঝতে পারি।মানুষের শারীরিক চাহিদা পূরণ না হলেও সে বেঁচে থাকে কিন্তু আত্মিক চাহিদা যদি পূরণ না হয় তাহলে মানুষ নিজেকে মেরে ফেলতে চায়, নিজেকে বাঁচিয়ে রাখতে চায় না।
আত্মিক চাহিদা পূরণ করার জন্য তার রবের সাথে তার সম্পর্ক হতে হবে ভালোবাসার, গোলামীর। কারণ তাকে সৃষ্টি করা হয়েছে তার রবের গোলামির জন্য, তার একাগ্রতা প্রকাশ করার জন্য, তার মুখাপেক্ষী হওয়ার জন্য। সৃষ্টির আর কোন কিছু না যখন মানুষ তার রবের মুখাপেক্ষী হয়ে যায় যে কোন জিনিসের জন্য তখন সকল কিছু তার মুখাপেক্ষী হয়ে যায়।
আবিদ নামের সাথে যুক্ত কিছু নাম
আবিদ নামের অর্থ কি নামটি কোন ব্যক্তির ডাক নাম। এই নামটির সাথে আরো কিছু নাম যোগ করলে নামটি সম্পূর্ণ হবে। তাই প্রচলিত কিছু নামের তালিকা নিচে উল্লেখ করা হলো।
- তাসনিম বিনতে আবিদ।
- নুরুল আবিদ।
- আবিদ ইকতিদার।
- আবিদ উদ্দিন।
- আবির মাহমুদ আবিদ।
- আবিদ হাসান।
- আবিদ চৌধুরী।
- আবিদ ইসলাম।
- মোঃ আবিদ।
- রাকিবুল ইসলাম আবিদ।
- আবিদ হক।
- আবিদ আলম।
- আবিদ বিন রাশেদ।
- আবরার ইয়াসিন আবিদ।
- তাহমিদ হাসান আবিদ।
আরো দেখুন:
আবিদ নামটি কি জনপ্রিয়?
উপরের আলোচনা থেকে এটা তো আমরা তো চোখ বন্ধ করে বলতেই পারি যে আবিদ নামটা কতটা জনপ্রিয় একটি নাম। আর সারা বিশ্বের মুসলিমদের কাছে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের বাহিরেও যত মুসলিম রয়েছেন যেমন: পাকিস্তান, ইন্দোনেশিয়া, সৌদি আরব সকলের কাছে একটি পরিচিত এবং বহুল ব্যবহৃত নাম।
আবিদ নামের অর্থ কি নামের তেমন কোনো জনপ্রিয় ব্যক্তিকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। কিন্তু হয়তো আপনার আশেপাশেই এমন কোন ব্যক্তি রয়েছেন যিনি তাঁর কাজের জন্য মানুষের হৃদয়ে স্থান নিয়ে নিয়েছেন এবং তার রবেরও তিনি প্রিয় বান্দা।
উপসংহার : পরিশেষে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে, প্রতিটি মুসলিমের এমন হওয়া উচিত যে সে আর কোন কিছু না একমাত্র তার রবের গোলামী করবে এবং তার মুখাপেক্ষী হবে যে কোন জিনিসের জন্য। কখনো এইটা বলবে না যে “সে যদি না থাকতো তাহলে এটা হতো না, সে যদি না করতো তাহলে ওটা আমি করতে পারতাম না” এই ধরনের কথাগুলো কখনো বলা যাবে না। এইগুলো হচ্ছে মুসলিমদের ঈমান ধ্বংসকারী কথা।
তাই সকল কিছুর জন্য আপনাকে আপনার রবের শুকরিয়া আদায় করতে হবে এবং তাঁর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। উপরে আমরা আবিদ নামের অর্থ কি (Aabid namer ortho ki) থেকে শুরু করে সবকিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি।
আর ও পড়ুন: