আব্দুল্লাহ নামের অর্থ কি?

0

আব্দুল্লাহ নামের অর্থ কি? | Abdullah Name Meaning In Bengali

আব্দুল্লাহ নামের অর্থ কি অসাধারণ একটি নাম মুসলিম সন্তানদের জন্য। এটি এত বেশ জনপ্রিয় ও পরিচিত যে নামের বিবেচনায় একেবারে প্রথম সারিতে নামটি রয়েছে। নবীজি বলেছেন, নামের দিক থেকে মুসলিমদের জন্য সবচেয়ে উত্তম নাম আব্দুর রহিম তারপরই আব্দুল্লাহ। তাহলে বুঝাই যায় যে, নামটির গুরুত্ব কি পরিমাণ ইসলামে রয়েছে। তাই শুরুর দিকেই বলে দেয়া যায় আজকের আর্টিকেলের আপনি নামটি নিশ্চিন্তে আপনার সন্তানের জন্য রাখতে পারেন।

আজকের আর্টিকেলে থাকছে আব্দুল্লাহ নামের অর্থ কি, Abdullah namer ortho ki, আব্দুল্লাহ নামটি কি ইসলামিক কিনা, আব্দুল্লাহ নামের আরবি বানান কি, আব্দুল্লাহ নামের ইংরেজি বানান কি, আব্দুল্লাহ নামের উদ্ বানান কি, আব্দুল্লাহ নামের বাংলা অর্থ কি, আব্দুল্লাহ নামের ইংরেজি অর্থ কি, আব্দুল্লাহ নামের আরবি অর্থ কি, আব্দুল্লাহ নামের জনপ্রিয়তা কেমন, আব্দুল্লাহ শব্দ দিয়ে কিছু নাম ইত্যাদি বিষয়গুলো নিয়েই আমরা আজ কথা বলবো। আব্দুল্লাহ নামের অর্থ কি চলুন জেনে আসি।

আরো দেখুন: রাফসান নামের অর্থ কি?

আব্দল্লাহ নামের অর্থ কি? Abdullah namer ortho ki

আব্দল্লাহ নামের অর্থ আল্লাহর গোলাম। যিনি আল্লাহর গোলামী করেন তাকেই আব্দুল্লাহ বলা হয়। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার গোলামী করার জন্য। মানুষ যখন এক আল্লাহর গোলামী করে তখন সারাবিশ্ব তার গোলামী করে।

আব্দুল্লাহ কোন লিঙ্গের নাম

আব্দুল্লাহ নামটি ছেলে শিশুদের নাম। আপনি মেয়ে শিশুদের ক্ষেত্রে এই নাম কখনোই রাখতে পারবেন না।

আব্দুল্লাহ নামের উৎপত্তি কোথা থেকে?

আব্দুল্লাহ নামের উৎপত্তি আরবি ভাষা থেকে। আরবি ভাষায় এর অর্থ এতই সুন্দর যে যার জন্য সকলের কাছে এই নামটি বেশ প্রিয়। জনপ্রিয়তার শীর্ষেই রয়েছে নামটি।

  • আব্দুল্লাহ নামের আরবি বানান কি: আব্দুল্লাহনামের আরবি বানান হলো – عبدالله 
  • আব্দুল্লাহনামের উর্দু বানান কি: নামের উর্দু বানান হলো – عبدالله
  • আব্দুল্লাহ নামের ইংরেজি বানান কি: আব্দুল্লাহ নামের ইংরেজি বানান হলো- Abdullah
  • আব্দুল্লাহনামের হিন্দি বানান কি: আব্দুল্লাহ নামের হিন্দি বানান হলো – अदुला

আব্দুল্লাহ নামের বাংলা অর্থ কি?

আব্দুল্লাহ নামের বাহবা অর্থ আল্লাহর গোলাম। যিনি আল্লাহর গোলামী করেন তাকেই আব্দুল্লাহ বলা হয়। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার গোলামী করার জন্য। মানুষ যখন এক আল্লাহর গোলামী করে তখন সারাবিশ্ব তার গোলামী করে।

আব্দুল্লাহ নামের ইংরেজি অর্থ কি?

অন্য ভাষার পাশাপাশি আব্দুল্লাহ নামের ইংরেজি অর্থও রয়েছে। আব্দুল্লাহ নামের ইংরেজি অর্থ হলো The Servant of Almighty (আল্লাহর গোলাম)।

আব্দুল্লাহ নামের আরবি অর্থ কি?

আরবি ভাষা থেকেই যে নামের উৎপত্তি সেই নামের তো অবশ্যই আরবি অর্থ থাকবে। আরবি ভাষায় আব্দল্লাহ নামের অর্থ হলো আল্লাহর গোলাম। মানুষ ও জ্বীনকে মহান রাব্বুল আলামীন সৃষ্টিই করেছেন তার গোলামীর জন্য। আর এই নামটি এমন এক নাম সরাসরি ঐ মানুষটিকে ডাকাই হচ্ছে আল্লাহর গোলাম বলে। যা তার জন্য খুবই সুখকর একটি বিষয়।

আব্দুল্লাহ নামটি কি ইসলামিক?

নিশ্চয়ই, আব্দুল্লাহ একটি ইসলামিক নাম। উপরে উল্লেখিত কথাগুলো দ্বারা আপনি বুঝতেই পারছেন যে আব্দুল্লাহ নামটি ইসলামিক কিনা। ইসলামে সুন্দর তালিকায় আব্দুল রহিম নামের পরেই রয়েছে আব্দুল্লাহ নামটি। তাই এটি শুধু ইসলামিক নামই নয় এটি একটি গুরুত্বপূর্ণ নামও বটে মুসলিমদের জন্য। এই নামটি মুসলিম সমাজের প্রচুর পরিমাণে এই কারণেই শোনা যায়।

আব্দুল্লাহ শব্দ দিয়ে কিছু নাম

আব্দুল্লাহ নামটিতো একজন মানুষের জন্য খুবই চমৎকার একটি নাম। তার পাশাপাশি আরো কিছু নাম যোগ করে আপনি একটি সম্পূর্ণ নাম রাখতে পারেন আপনার সন্তানের জন্য। তাই নিচে কিছু নাম দেয়া হলো।

  • মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। 
  • আব্দুল্লাহ মোহাম্মদ। 
  • আব্দুল্লাহ ইবনুল করিম। 
  • আব্দুল্লাহ হামিদ। 
  • আব্দুল্লাহ আল খাওয়ারেজমি। 
  • হোসাইন মোহাম্মদ আব্দুল্লাহ। 
  • আব্দুল্লাহ করিম শরীফ আব্দুল্লাহ। 
  • আদনান আব্দুল্লাহ। 
  • মোহাম্মদ আব্দুল্লাহ।

আরো দেখুন:

আব্দুল্লাহ নামটি কি জনপ্রিয়?

উপরের আলোচনা থেকে বুঝতেই পারছেন যে, আব্দুল্লাহ নামটি কতটা জনপ্রিয় একটি নাম মুসলিমদের জন্য। আব্দুল্লাহ নামটি শুধু বাংলাদেশেই নয় সারাবিশ্বে জনপ্রিয় আরব, নন-আরব সকলের কাছে।

আব্দুল্লাহ ছিলেন সারা জাহানের নবী ও প্রিয় ব্যক্তি হযরত মোহাম্মদ (সাঃ) এর পিতার নাম। তার বাবা ছিলেন আবু মুত্তালিব। নবীজি যখন তার মা আমেনার গর্ভে তখন তিনি ব্যবসার উদ্দেশ্য গিয়ে আর ফিরেননি সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

পরিসমাপ্তি: উপরোক্ত পোস্টটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন আব্দুল্লাহ নামের অর্থ কি, Abdullah namer ortho ki, আব্দুল্লাহ নামটি কি ইসলামিক কিনা, আব্দুল্লাহ নামের আরবি বানান কি, আব্দুল্লাহ নামের ইংরেজি বানান কি, আব্দুল্লাহ নামের উর্দু বানান কি, আব্দুল্লাহ নামের বাংলা অর্থ কি, আব্দুল্লাহ নামের ইংরেজি অর্থ কি, আব্দুল্লাহ নামের আরবি অর্থ কি, আব্দুল্লাহ নামের জনপ্রিয়তা কেমন, আব্দুল্লাহ শব্দ দিয়ে কিছু নাম ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে। আশা করছি আপনি সঠিক তথ্য পেয়ে উপকৃত হয়েছেন।

আপনি নিশ্চিন্তে আব্দুল্লাহ নামের অর্থ কি এই নামটি আপনার সন্তানের জন্য রাখতে পারেন কারণ এই নামটির গুরুত্ব ইসলামে অনেক। যখন কেয়ামতের দিন আল্লাহ নিজেই তাকে এইভাবে ডাকবেন “হে, আল্লাহর বান্দা” তখন কতই না চমৎকার হবে বিষয়টি। আর দুনিয়াতেও এই নামে ডাকার কারণে ব্যক্তির মনে থাকবে সে আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দা খারাপ বা মন্দ কাজ থেকে সর্বদা নিজেকে বিরত রাখে আর এভাবেই সে দুনিয়া ও আখিরাতে উত্তম মানুষ হতে পারবে।

Leave A Reply

Your email address will not be published.